মনে রেখো
মনে রেখো ২০১৮ সালে ঈদ-উদ-আযহায় মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মাহিয়া মাহী, বনি সেনগুপ্ত ও জয়ী দেব রায়। যদিও এটি ২০১৭ সালে নির্মিত হয়েছিল।[২][৩] এর গীতিকার এস এ হক অলিক ও সুদীপ কুমার দীপ। এই ছবির নৃত্য পরিচালক আদিল শেখ ও নিবেদক ইষিতা।
মনে রেখো | |
---|---|
পরিচালক | ওয়াজেদ আলী সুমন |
প্রযোজক | হার্টবিট প্রোডাকশন |
কাহিনিকার | দিল মোহাম্মদ দিল |
শ্রেষ্ঠাংশে | বনি সেনগুপ্ত মাহিয়া মাহী |
সুরকার | আকাশ সেন, হৃদয় খান,আলী আকরাম শুভ |
পরিবেশক | হার্টবিট প্রোডাকশন |
মুক্তি | ২২ আগস্ট, ২০১৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ১-১.৫ কোটি (আনুমানিক)[১] |
কাহিনী
সম্পাদনাকলেজভিত্তিক ত্রিকোণ প্রেমকাহিনি। মূলত জয়ী ও বনির মধ্যে মাহিয়া কে নিয়ে দ্বন্দ্ব চলে। একদিন রেস্টুরেন্টে জয়ী ও তার গুন্ডারা মাহিয়া কে আক্রমণ করলে বনি গুন্ডাদের মেরে বাড়ি পাঠিয়ে দেয়। জয়ী পা দিয়ে লাথি মেরে বনিকে শায়েস্তা করতে গেলে তার হাত মুচড়ে দেয় বনি। ইতিমধ্যেই জয়ী র বাবা ও বোন সেখানে উপস্থিত হয়। জয়ী র বোন দাদার অসম্মান সহ্য করতে না পেরে গুলি চালায় বনিকে উদ্দেশ্য করে। কিন্তু বনি জয়ী কে গুলির সামনে ঠেলে দেয়। জয়ীর পিঠে গুলি লাগে ও মাটিতে লুটিয়ে পড়ে।
অভিনেতা/অভিনেত্রী
সম্পাদনা- মাহিয়া মাহী-মুন
- বনি সেনগুপ্ত-লাকি
- জয়ী দেব রায়-সোহেল
- সাদেক বাচ্চু-লাকীর বাবা
- মিশা সওদাগর-হিপ্পো
- খুরশীদুজ্জামান উৎপল-মুনের বাবা
- নাদের চৌধুরী-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- আরজুমান্দ আরা বকুল
- তুলিকা বসু-লাকীর মা
- যাদু আজাদ-সোহেলের মামা
- চিকন আলী-
- হৃতিক সীমান্ত-লাকীর বন্ধু
গান
সম্পাদনাএই ছবিতে গান ৪ টি।সেগুলি হল -
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "মনে রেখো[৪]" | এস এ হক অলিক | হৃদয় খান,মিলা ইসলাম | ২:৩৫ |
২. | "বন্ধু বিনা[৫]" | এস এ হক অলিক | আকাশ,দিলশাদ নাহার কনা | ৪:৫৪ |
৩. | "করবো রাতে কল [৬]" | এস এ হক অলিক | আকাশ,ঐশ্বরিয়া | ২:৩০ |
৪. | "একটা গার্লফ্রেন্ড আমার চাই[৭]" | এস এ হক অলিক | ইমরান মাহমুদুল,দিলশাদ নাহার কনা | ২:২১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'মনে রেখো' বাজেট, স্ক্রিন, রিভিউ, হিট-ফ্লপ বিশ্লেষণ, বক্স অফিস"। রঙধারা। ১৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০১৯।
- ↑ "হার্টবিটের 'মনে রেখো'তে মাহি"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৭-০৩-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
- ↑ "যেসব সিনেমা হলে মুক্তি পেয়েছে 'মনে রেখো'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
- ↑ Heart Beat (২০১৮-১০-১৯)। "Mone Rekho Full Title Track|Hridoy Khan ft Mila|Bonny|Mahiya Mahi|HeartBeat|Bengali Song 2018"।
- ↑ Heart Beat (২০১৮-০৮-২৬)। "BONDHU BINE | MONE REKHO| AKKASH |KONA|MAHI | BONNY | BENGALI SONG | 2018"।
- ↑ Heart Beat (২০১৮-০৮-২৪)। "Korbo Raate Call SONG| Mone Rekho| Item Song | Mahi|Joey|Akassh | Aishwarya| bengali Song | 2018"।
- ↑ Heart Beat (২০১৮-০৮-২১)। "EKTA GIRLFRIEND AMAR CHAI| Imran | Kona |Bonny |Mahi| Joey| Bengali Song|2018"।