নাদের চৌধুরী

বাংলাদেশী অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক

নাদের চৌধুরী (জন্ম আগস্ট ১, ১৯৬০) একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা।[১] তিনি মূলত অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হল লালচর[২][৩]মেয়েটি এখন কোথায় যাবে [৪][৫][৬][৭]

নাদের চৌধুরী
Nader choudhury 2018.jpg
টেলিভিশন অনুষ্ঠান মঞ্চে নাদের চৌধুরী
জন্ম (1960-08-01) ১ আগস্ট ১৯৬০ (বয়স ৬২)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
চলচ্চিত্র পরিচালক

প্রাথমিক জীবনসম্পাদনা

নাদের চৌধুরী ১ আগস্ট ১৯৬০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

অভিনয় জীবনসম্পাদনা

১৯৮৪ সাল থেকে ঢাকা পদাতিক থিয়েটারের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয়।[৮] ঢাকা পদাতিকে যোগদানের সাত বছর পর ১৯৯১ সালে অডিশনের মাধ্যমে বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। প্রথমদিকে বিটিভির নির্মিত কয়েকটি নাটকের ছোট ছোট কিছু চরিত্রে কাজ করেন। ১৯৯২ সালে বিটিভির বহুল জনপ্রিয়তা পাওয়া নাটক ‘বারো রকম মানুষ’-এ লজিং মাস্টার চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে একজন টিভি অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

তিনি ঢাকা পদাতিক নাট্যদলের নাটকের নির্দেশকের কাজ করেছেন এবং থিয়েটার অঙ্গনে পর্যায়ক্রমে পঞ্চাশটিরও বেশি নাটকের নির্দেশনার কাজ করেছেন।[৮] ২০১০ সালে থেকে টেলিভিশনের জন্য নাটক লেখার কাজ শুরু করেন।

চলচ্চিত্র জীবনসম্পাদনা

তিনি ২০০৭ সালে প্রথম চলচ্চিত্রের অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলি হল:

চলচ্চিত্র পরিচালনাসম্পাদনা

চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি তিনি এই পর্যন্ত দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন:

মেয়েটি এখন কোথায় যাবে চলচ্চিত্রটি ৪টি বিভাগে ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[৯][১০]

রাজনৈতিক জীবনসম্পাদনা

চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "নাদের চৌধুরীর একাল-সেকাল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ 
  2. "'লালচর' সিনেমার মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন মোহনা মীম"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "বোধের প্রাপ্তি ও লড়াইয়ের গল্প"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ 
  4. "নাদের চৌধুরী : নেতা এবং অভিনেতা"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ 
  5. "'মেয়েটি এখন কোথায় যাবে'"NTV এনটিভি। ২০১৯-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ 
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ 
  7. "চলচ্চিত্রের সঙ্কট কেটে যাচ্ছে -নাদের চৌধুরী"দৈনিক জনকন্ঠ। ২০১৯-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৩ 
  8. "নাদের চৌধুরীর একাল-সেকাল"www.jugantor.com। ২৪ ডিসেম্বর ২০১৫। ১৬ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  9. "শ্রেষ্ঠ চলচ্চিত্র 'অজ্ঞাতনামা', সর্বাধিক 'আয়নাবাজি'"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৫ 
  10. "ছবির নাম 'মেয়েটি এখন কোথায় যাবে'"চ্যানেল আই অনলাইন। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. মাজহার, বাবু (২৪ এপ্রিল ২০১৫)। "নাদের চৌধুরী : নেতা এবং অভিনেতা"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা