মামুনুর রশীদ
মামুনুর রশীদ (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮)[১] একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষণীয়। শ্রেণীসংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যেও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। বিভিন্ন সামাজিক ইস্যূ নিয়ে, শ্রেণীসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তা অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও পরিবেশনা করে বাংলাদেশের নাট্য জগতে আলাদা স্থান করে নিয়েছেন।[২] নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভুষিত হন।[৩][৪][৫] ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার পেলেও স্বৈরশাসনের প্রতিবাদ স্বরূপ তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেন।
মামুনুর রশীদ | |
---|---|
![]() রাজশাহী কলেজে মামুনুর রশীদ(ফেব্রুয়ারি, ২০১৭) | |
জন্ম | ভাবনদত্ত, টাঙ্গাইল (ঘাটাইল উপজেলা) | ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮
পেশা | নাট্যকার, পরিচালক, অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ১৯৬৭–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | গওহর আরা চৌধুরী |
সন্তান | শাহনাজ মামুন (কন্যা), আদিব রশীদ মামুন (পুত্র) |
পিতা-মাতা |
|
আত্মীয় | কামরুল হাসান খান (ভাই) তারা খান (ভাই) |
পুরস্কার | একুশে পদক, বাংলা একাডেমি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
প্রারম্ভিক জীবন সম্পাদনা
জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে টাঙ্গাইল জেলার কালিহাতির পাইকড়া গ্রামে[৬] মাতুলালয়ে। বাবা হারুনুর রশীদ ডাক বিভাগে সরকারি চাকরি করতেন। সেই সুবাদে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজে লেখাপড়া করেছেন। ঢাকা পলিটেকনিক থেকে পুরকৌশল বিভাগে ডিপ্লোমা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন।[৭]
নাট্যজীবন সম্পাদনা
১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সেসময় কমেডি নাটকও তিনি লিখতেন। নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালবাসা শুরু হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। মুক্তিযুদ্ধকালীন তিনি তার প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন; কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয়নি। পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়।[৮] সেই সময়টাও তার নাট্যচর্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। মুক্তিযুদ্ধের পর শুরু হয় তার আরেক নাট্যসংগ্রাম ‘মুক্ত নাটক আন্দোলন’। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল।[৯] তিনি টিভির জন্যে অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য নাট্যকর্ম সম্পাদনা
বছর | নাটক | ধরন |
---|---|---|
১৯৭২ | পশ্চিমের সিঁড়ি | মঞ্চ নাটক |
১৯৭৪ | গন্ধর্ব নগরী | মঞ্চ নাটক |
১৯৭৬ | ওরা কদম আলী | মঞ্চ নাটক |
১৯৮১ | ওরা আছে বলেই | মঞ্চ নাটক |
১৯৮৩ | ইবলিশ | মঞ্চ নাটক |
১৯৮৪ | এখানে নোঙর | মঞ্চ নাটক |
১৯৮৫ | গিনিপিগ | মঞ্চ নাটক |
১৯৮৬ | অববাহিকা | মঞ্চ নাটক |
১৯৯১ | মানুষ | মঞ্চ নাটক |
১৯৯৩ | পাথর | মঞ্চ নাটক |
১৯৯৪ | পাবলিক | মঞ্চ নাটক |
১৯৯৫ | জয় জয়ন্তী | মঞ্চ নাটক |
১৯৯৫ | লেবেদেফ | মঞ্চ নাটক |
সংক্রান্তি | মঞ্চ নাটক | |
১৯৯৭ | রাষ্ট্র বনাম | মঞ্চ নাটক |
চে’র সাইকেল | মঞ্চ নাটক | |
১৯৮১ | রাঢ়াং | মঞ্চ নাটক |
১৯৯৯ | ভঙ্গবঙ্গ | মঞ্চ নাটক |
২০২১ | কহে ফেসবুক | মঞ্চ নাটক |
১৯৯৯ | সুন্দরী | ধারাবাহিক টিভি নাটক |
অলসপুর | ধারাবাহিক টিভি নাটক | |
মুর্দা ফরেশ | টিভি নাটক |
অভিনীত চলচ্চিত্রসমূহ সম্পাদনা
মামুনুর রশীদ নাটক রচনা ও নির্দেশনার পাশাপাশি অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন।
চলচ্চিত্র সম্পাদনা
পুরস্কার সম্পাদনা
নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মামুনুর রশীদ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বৈরশাসনের প্রতিবাদ স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানও করেন। তাঁর উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে-
- একুশে পদক
- বাংলা একাডেমি পুরস্কার
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- মুনীর চৌধুরী সম্মাননা
- মাওলানা ভাসানী পুরস্কার
- অনীক থিয়েটার সম্মাননা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "আজ মামুনুর রশীদের ১৮তম জন্মদিন"। যুগান্তর। ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "একজন মামুনূর রশীদ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "মামুনুর রশীদ - বিষয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "প্রথম বাংলাদেশি মামুনুর রশীদ"। সমকাল। ২০১৯-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "মামুনুর রশীদের একক অভিনয়"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মামুনুর রশীদ জন্মজয়ন্তী আজ, জনকণ্ঠ, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
- ↑ "শুভ জন্মদিন মামুনুর রশীদ, সমকাল, ২৯ ফেব্রুয়ারি ২০২০"। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ বুলবুল, বোরহান (২০১৪)। বাংলাদেশের নাটকে নিম্নবর্গ (১৯৭১-২০০০) (প্রথম সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৭।
- ↑ "নাট্যাঙ্গনে মামুনুর রশীদ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মামুনুর রশীদ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে মামুনুর রশীদ