মান্নান হীরা
মান্নান হীরা মান্নান হীরার জন্ম ১৯৫৬ সালে, সিরাজগঞ্জ জেলায় একজন বাংলাদেশী নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[২][৩]
মান্নান হীরা | |
---|---|
মৃত্যু | ২৩ ডিসেম্বর ২০২০[১] |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন
সম্পাদনাহীরা পথ নাটকের আন্দলনের সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে। বর্তমানে তিনি পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা। তিনি প্রায় ১৫ টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি।[৪] মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।[৪][৫] ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।[৬]
সাহিত্যের অবদান
সম্পাদনাআরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন। মান্নান হীরা রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি। একটা সময়ে এসে চলচ্চিত্রেও মনোযোগী হন তিনি। ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মান্নান হীরা। তার আগে মান্নান হীরা ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন।
মৃত্যু
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "নাট্যজন মান্নান হীরা আর নেই"। Bangla Tribune। ২০২১-০১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬।
- ↑ "Three get Bangla Academy Award"। bdnews24.com। ২০০৮-০২-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৯।
- ↑ "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। Bangla Academy। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭।
- ↑ ক খ "Mannan Hira to venture into commercial filmmaking" (ইংরেজি ভাষায়)। New Age। ২০১৫-০১-১০। ২০১৮-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৯।
- ↑ "আরণ্যকের-নাটক"। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Mannan Hira emerges as feature filmmaker" (ইংরেজি ভাষায়)। Dhaka Tribune। ২০১৪-০২-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৯।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "নাট্যকার মান্নান হীরা মারা গেছেন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬।