অনিমেষ আইচ
অনিমেষ আইচ বাংলাদেশের একজন নন্দিত নাট্য নির্মাতা ও চিত্রনাট্য লেখক। তার লেখা চিত্রনাট্য 'গরম ভাত অথবা নিছক ভূতের গল্প'টি পুনে ফিল্ম ইন্সিটিউট পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। নিয়মিত নাটক পরিচালনার পাশাপাশি তিনি 'জিরো ডিগ্রী' ও 'ভয়ংকর সুন্দর' নামে চলচ্চিত্র নির্মান করেছেন।[৩][৪][৫][৬][৭][৮][৯]
অনিমেষ আইচ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশ |
শিক্ষা | চারুকলা |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
সঙ্গী | আশনা হাবিব ভাবনা[১][২] |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ শিল্প নির্দেশক) মেরিল-প্রথম আলো পুরস্কার (৪ বার) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅনিমেষ ঢাকার সবুজবাগে জন্মগ্রহণ করেন। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। অপর ভাই অঞ্জন আইচ ও অণুপ আইচ উভয়েই নাট্যনির্মাতা।[১০] তার কাকাতো ভাই অলোক বসু তাকে সৃজনশীল কাজে উৎসাহিত করতেন। অলোক কবিতা লিখতেন এবং থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। অনিমেষ তার ভাইদের সাথে এবং স্কুলে নাটকে কাজ করতেন। শৈশবে তিনি দৈনিক কাগজ দেখে ছবি আঁকতেন।[১১]
তিনি প্রথমে ফুলবাড়ি স্কুলে পড়াশোনা করেন। কে জি ওয়ানে এসে ভর্তি হন এ্যালিফেন্ট রোডের টিউলিপ স্কুলে। সায়েন্স ল্যাবরোটরি স্কুল থেকে এস.এস.সি. পাস করেন। পরবর্তীকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজ থেকে এইচ.এস.সি. পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিউটের ( বর্তমানে চারুকলা অনুষদ ) ভাস্কর্য বিভাগ হতে এমএফএ পাশ করেন ।[১০]
নাট্যভুবনে প্রবেশ
সম্পাদনাএখানে পড়ার সময়েই তিনি প্রছায়ানটে (যা পরবর্তীকালে জলছবি হিসেবে আত্মপ্রকাশ করে) ভর্তি হন। এখানে আরো ছিলেন নুরুল ইসলাম আতিক, অমিতাভ রেজা, গিয়াসউদ্দিন সেলিম, সমীর আহমেদ, তারেক শাহ্রিয়ার, মোস্তফা সরয়ার ফারুকী সহ আরো অনেকে। এই তরুণেরা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি নুরুল ইসলাম আতিকের-এর সাথে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেন। যখন তার বন্ধুরা নাটক নির্মাণ শুরু করেন, তিনিও সেই দিকেই ধাবিত হন।
যদিও তিনি মূলত নাটক নির্মাণ করেছেন, তবুও চলচ্চিত্রের প্রতি তার বরাবরেই আগ্রহ ছিল। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তবে এক্ষেত্রে তিনি অনিয়মিত।
তার কাজ
সম্পাদনানাটক
সম্পাদনা- মানুষ বদল (এনটিভি) প্রথম ধারাবাহিক নাটক
- চিনিখোর (এনটিভি)
- মাই নেম ইজ পরান (এনটিভি)
- বৃহন্নলা (মিসির আলি) (এনটিভি)
- স্বপ্ন সঙ্গিনী (মিসির আলি)
- নিষাদ (মিসির আলি) (এনটিভি) (২০০৭)
- বিস্কুট
- টকশো মাস্টার (এনটিভি)
- ঘরছাড়া (এটিএন বাংলা)
- অসময় (চ্যানেল আই)
- ছাপ (বাংলাভিশন)
- ভূতের ছানা (আরটিভি)
- ব্র্যাক বুক (চ্যানেল নাইন)
এছাড়াও তিনি আরো অনেক নাটকের পরিচালনা করেন। তার নির্মিত হুমায়ূন আহমেদের কাহিনীর ওপর ভিত্তি করে নাটকগুলো বেশ প্রশংসিত হয়।
বিশেষ করে হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের ওপর নির্মিত টেলিফিল্ম (বৃহন্নলা, নিষাদ, স্বপ্ন সঙ্গিনী) গুলো বেশ প্রশংসিত হয়। বৃহন্নলা টেলিফিল্মে মিসির আলির চরিত্রে অভিনয় করেন, শতাব্দী ওয়াদুদ। নিষাদে মিসির আলির চরিত্রে অভিনয় করেন, আশীষ খন্দকার এবং স্বপ্ন সঙ্গিনীতে মিসির আলির চরিত্রে অভিনয় করেন হুমায়ূন ফরীদি।
চলচ্চিত্র
সম্পাদনা- জিরো ডিগ্রী (২০১৫)[১২]
- ভয়ংকর সুন্দর (২০১৭)[১৩]
- মায়া (২০২৪), ওয়েব চলচ্চিত্র [১৪]
তিনি তিনি অনেক বছর থিয়েটার প্রাচ্যনাটের সাথে জড়িত ছিলেন। তিনি আঙ্গুরলতায় অভিনয় করেছেন। তিনি অমিত আশরাফ পরিচালিত উধাও-এ রাজ নামক এক খুনীর চরিত্রে অভিনয় করেন।[১৫]
২০১৫ সালের ৬ই ফেব্রুয়ারি মুক্তি প্রাপ্ত অনিমেষ পরিচালিত চলচ্চিত্র জিরো ডিগ্রি। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহী, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ।[১৬][১৭]
সামনে তার প্রথম চলচ্চিত্র না মানুষ আসছে। শহীদুল জহিরের কাহিনীর ওপর ভিত্তি করে নেবুলা প্রোডাকশনসের ব্যানারে এই চলচ্চিত্র অভিনয় করবেন মামুনুর রশীদ, আবুল হায়াত, আহমেদ রুবেল, সিমলা, রোকেয়া রফিক বেবি, নাজমুল হুদা বাচ্চু, মনজুর এহ্সান সহ আরো অনেকে। আরণ্যক নাট্যদলের অভিনেতা দীপক সুমন এই চলচ্চিত্র মুখ্য ভূমিকায় থাকবেন।[১৮]
তিনি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন। ২০১৮ সালে জয়া আহসানের বিপরীতে দেবী ও টোকন ঠাকুর পরিচালিত নির্মাণাধীন কাঁটা চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১৯][২০]
অন্যান্য ভূমিকা
সম্পাদনাতিনি নাসির উদ্দীন ইউসুফ নির্মিত গেরিলার শিল্প নির্দেশক ছিলেন। এর জন্য তিনি শ্রেষ্ঠ শিল্প নির্দেশক পুরস্কারও লাভ করেন।[২১]
বই
সম্পাদনা- অপরিচিত দুপুর (উপন্যাস) ২০২০[২২]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ শিল্প নির্দেশক)
- মেরিল প্রথম আলো পুরস্কার (সেরা পরিচালক) (৪ বার)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন (১১ মে ২০২১)। "ভাবনার ধারণা তাঁর অপরাধ দুটি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১ নভেম্বর ২০১৯)। "অনিমেষ-ভাবনার বিয়ের ভাবনা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অনিমেষ-ভাবনার বিয়ের ভাবনা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "অনিমেষ আইচের নতুন ধারাবাহিক 'জোছনাময়ী'"। bangla.bdnews24.com। ২০১৯-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ "অনিমেষ আইচের সঙ্গে ভাবনা প্রেম করছেন?"। NTV Online। ২০১৯-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ bhorerkagoj.net (২০১৬-০৮-২৫)। "মানালিতে অনিমেষ আইচের দুই নাটক"। Bhorerkagoj Online (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ "অনিমেষ আইচের 'জোছনাময়ী' ভাবনা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ jugantor.com। "পরমব্রত ও অনিমেষ আইচ, দু'জনেই আমার প্রেমে পড়েছে : ভাবনা | বিচ্ছু | Jugantor"। jugantor.com। ২০১৯-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ "অনিমেষ বললো, একদম ঢং কইরো না: ভাবনা | banglatribune.com"। Bangla Tribune। ২০১৯-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।
- ↑ ক খ "Animesh Aich: The creative thinker"। দ্য ডেইলী সান। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অনিমেষ আইচ"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ "'জিরো ডিগ্রি'তে মাহফুজ, জয়া ও রুহি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ অক্টোবর ২৭, ২০১৩।
- ↑ "৪ আগস্ট 'ভয়ংকর সুন্দর'"। দৈনিক প্রথম আলো। ১০ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- ↑ "দুই জোড়া জমজকে নিয়ে একশ বছরের পুরোনো গল্প পর্দায় আনছেন অনিমেষ"। www.kalerkantho.com। ২০২৪-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
- ↑ "UDHAO"। দ্য ডেইলী স্টার। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৩।
- ↑ "মাহফুজ-জয়ার জিরো ডিগ্রী"। দৈনিক জনকণ্ঠ। ২০১৪-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "চতুর্থ ছবি 'জিরো ডিগ্রী' তে চুক্তিবদ্ধ হলেন রুহী"। দৈনিক সকাল। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Animesh Aich debuts on the silver screen"। দ্য ডেইলী স্টার। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১১।
- ↑ "দেবীর গানে অনিমেষ-জয়া"। Bhorer Kagoj। ২০১৮-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "'কাঁটা' সিনেমায় অনিমেষ আইচ"। মানবজমিন। ২০১৮-০৭-১৩। ২০২০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সেরা চলচ্চিত্র 'গেরিলা'ফেরদৌস ও জয়া শ্রেষ্ঠঅভিনেতা-অভিনেত্রী (জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১)"। দ্য ডেইলী স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩।
- ↑ "বইমেলায় তারকাদের বই"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনিমেষ আইচ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অনিমেষ আইচ