আহমেদ রেজা রুবেল

(আহমেদ রুবেল থেকে পুনর্নির্দেশিত)

আহমেদ রেজা রুবেল একজন বাংলাদেশী থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি তার কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের "ঢাকা থিয়েটার" দলের মাধ্যমে। পরবর্তীতে তিনি বাণিজ্যিক সিনেমাসহ মোট ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর তিনি চলচ্চিত্র শিল্প ছেড়ে টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন এবং সফল হন।

আহমেদ রেজা রুবেল
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীতারানা হালিম[১]
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার (১ বার)

কর্মজীবন সম্পাদনা

রুবেল তার কর্মজীবন "ঢাকা থিয়েটার", সেলিম আল দীনের একটি জনপ্রিয় জনপ্রিয় থিয়েটার দল। তার তিনি বাণিজ্যিক বাংলা সিনেমায় অভিনয় করেন। তিনি আখেরী হামলা সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন। এরপর কয়েকটি সিনেমায় তিনি খল চরিত্রে অভিনয় করেন। তিনি আবার থিয়েটারে ফিরে আসেন এবং একটি থিয়েটার নাটক বনঘাসফুল এ অভিনয় করেন। এই সময় নাট্য পরিচালক আতিকুল হকের মাধ্যমে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন। কিন্তু তার অভিনীত প্রথম নাটক হল গিয়াস উদ্দীন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক পোকা, যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে। তারপর তিনি একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক প্রেত এ অভিনয় করেন। প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস হতে নির্মিত এবং এর পরিচালক আহির আলম। এই ধারাবাহিক নাটকটি অনেক জনপ্রিয় ছিল এবং এই নাটকে তার অভিনয় জাফর ইকবাল দ্বারা প্রসংশিত হয়। তিনি মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্যান্যদের সাথে টেলিভিশনে অভিনয় অব্যাহত রেখেছেন।[২]

বর্তমানে তিনি টিভি নাটকের কাজে ব্যস্ত। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন।[৩]

উল্লেখযোগ্য কাজগুলো সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

নাটক/ধারাবাহিক;

  • স্বপ্নযাত্রা,
  • একতারা দোতারা,
  • পুষ্পকথা,
  • মায়েশা,
  • খোয়াবনগর,
  • প্রেত,
  • ৬৯,
  • রঙের মানুষ,
  • কাবুলিওয়ালা,
  • সবাই গেছে বনে,
  • বৃক্ষমানব,
  • বলবান জামাতা,
  • মায়েশা,
  • লি,
  • শত্রু,
  • অতিথি,
  • দ্বন্দ্ব সমাস,
  • যমুনার জল দেখতে কালো,
  • মৃত্তিকার মন,
  • স্বপ্নমানুষ,
  • স্বপ্ন ও বাস্তবতা,
  • অচিন রাগিনী,
  • ওপেনটি বায়োস্কোপ,
  • ছায়া ও কায়া,
  • শার্ট,
  • দ্বিতীয় জীবন,
  • তুমি শুধু আমার,
  • কবি ও কবিতা,
  • সাহিত্যিকের বউ,
  • দূর পাহাড়ের বাতাসেরা,
  • সিঁদ কাটা চোর,
  • ভুলে ভেসে কূলে আসা,
  • শূন্যস্থান পূর্ণ,
  • বারোটা বাজার আগে,
  • নকশীপাড়ের মানুষেরা,
  • এফএনএফ,
  • বিশ্বাস,
  • রাজুর সাগর দেখা,
  • এ জার্নি বাই বোট,
  • জোছনা ও রহিমের কিছু দৃশ্যকল্প,
  • স্বরে অ,
  • স্বপ্ন ও বাস্তবতা,
  • খুন,
  • মেঘরঙ মেয়ে,
  • কাছের খুব দূরে,
  • ঢাকা,
  • চেয়ার,
  • স্বর্ণকলস,
  • পাথর,
  • অতল,
  • আয়েশার ইতিকথা,
  • দ্বিতীয় জীবন,
  • বদলি সুরত,
  • দূরের বাড়ি কাছের মানুষ,
  • সৈয়দ বাড়ির বউ,
  • বউ ডাইরিজ (স্পটলাইট)।

চলচ্চিত্র সম্পাদনা

ওয়েব সিরিজ সম্পাদনা

শর্ট ফিল্ম সম্পাদনা

  • মুকুলের জাদুর ঘোড়া (২০২১)

পুরস্কার সম্পাদনা

বছর চলচ্চিত্র পুরস্কার বিভাগ ফলাফল
২০০৪ চন্দ্রকথা ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) বিজয়ী[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ""Being marooned on an island would be a blessing in disguise." --Tarana"। The Daily Star। আগস্ট ৯, ২০০৫। ফেব্রুয়ারি ৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩, ২০১৫ 
  2. Babu, Kamruzzaman (২০০৭-১০-২৫)। "একজন রুবেল"। Anondo, Prothom Alo (Bengali ভাষায়)। Mahfuz Anam। পৃষ্ঠা 1। 
  3. "Fun options for Eid"Star Weekend Magazine, Daily Star। ২০০৪-১১-১২। 
  4. "Meril-Prothom Alo Award handed over"The Daily Star। ২২ মে ২০০৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮