মাহফুজ আহমেদ

বাংলাদেশী অভিনেতা ও নাট্য নির্মাতা

মাহফুজ আহমেদ (জন্ম: ২৩ অক্টোবর ১৯৬৭) হলেন একজন বাংলাদেশী অভিনেতা। টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি টিভি ধারাবাহিক নির্মাণ করে থাকেন। তিনি দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি পাঁচবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ, ঢাকা ২০১৮
জন্ম
মাহফুজ আহমেদ

২৩ অক্টোবর ১৯৬৭
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামমাহফুজ
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
মডেল
নাট্য নির্মাতা
কর্মজীবন১৯৯০ – বর্তমান
দাম্পত্য সঙ্গীইশরাত জাহান কাদের
সন্তান
আত্মীয়জি এম কাদের (শ্বশুর)
শেরীফা কাদের (শাশুড়ি)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার

লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণকারী মাহফুজ ১৯৯০-এর দশকের প্রারম্ভে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজ হল তার নূরুল হুদা চরিত্র। এই চরিত্রে তার কাজের জন্য তিনি ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত টানা চারবার এবং ২০০৯ সালে অপর একটি-সহ মোট পাঁচটি শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি দুই দুয়ারী (২০০০), জয়যাত্রা (২০০৪), মেঘের পরে মেঘ (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের পর ২০০৫ সালে লাল সবুজ চলচ্চিত্রে অভিনয় করে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১০-এর দশকের শুরু থেকে তিনি নিয়মিত টেলিভিশন নাটক ও ধারাবাহিক পরিচালনা শুরু করেন। ২০১৫ সালে তিনি জিরো ডিগ্রী চলচ্চিত্রে অভিনয় করে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মাহফুজ আহমেদের জন্ম ২৩ অক্টোবর ১৯৬৭ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জের জগৎপুর গ্রামে। মাহফুজ ২০০০ সালের ১৭ নভেম্বর জি এম কাদেরশেরীফা কাদের দম্পতীর মেয়ে ইশরাত জাহান কাদেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইশরাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক। ২০১২ সালের জুন মাসে তাদের এক কন্যা জন্মগ্রহণ করে, তার নাম মওরীন আরাধ্য আহমেদ।[১] তার ছেলের নাম মারভিন আহমেদ।

কর্মজীবন সম্পাদনা

মাহফুজ আহমেদের কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি পূর্ণিমা পত্রিকার বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে ইমদাদুল হক মিলন রচিত বিটিভির টেলিভিশন ধারাবাহিক কোন কাননের ফুল-এ তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন।[২] এরপর তিনি হুমায়ূন আহমেদের রচিত কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।[৩] তিনি চয়নিকা চৌধুরী রচিত প্রথম নাটক বোধ-এ অভিনয় করেন। ফারিয়া হোসেন পরিচালিত নাটকটিতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছিলেন শমী কায়সার। এটি ১৯৯৭ সালে ৮ ডিসেম্বর বিটিভিতে প্রচারিত হয়।[২]

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি হুমায়ূন আহমেদের দুই দুয়ারী (২০০০), তৌকির আহমেদের জয়যাত্রা (২০০৪), চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ (২০০৪) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে তিনি লাল সবুজ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪]

অভিনীত নাটক সমূহ সম্পাদনা

  1. কোথাও কেউ নেই - মতি (ধারাবাহিক নাটক)
  2. একান্নবর্তী - ফরহাদ (ধারাবাহিক নাটক)
  3. দেবদাস - দেবদাস
  4. চোখের বালি - মহেন্দ্র
  5. নুরুল হুদা - নুরু (ধারাবাহিক নাটক)
  6. চৈতা পাগল - চৈতা (ধারাবাহিক নাটক)
  7. উত্তর পুরুষ
  8. মন্থন
  9. প্রিয়বান্ধবী
  10. চক্র
  11. চলমান ছবি
  12. ক্রেচ
  13. আমার বউ দারগা
  14. পাগল মন
  15. দোকানীর বউ
  16. ঘুম শেষে
  17. দূর্ঘট
  18. নীল গ্রহ
  19. বালক বালিকা
  20. এস এম এস
  21. ভালোবাসি তোমাকেই
  22. তোমাকে ছুয়ে
  23. কূহক
  24. দুজনে
  25. ফুল একা একা ফোঁটে
  26. কাঁটা
  27. সাত সাগর তেরো নদী
  28. মিস্টার মিসকল
  29. নির্বাচিত দুঃখ-কষ্ট
  30. বাহাদুর ডাক্তার
  31. একজন ছায়াবতী
  32. হ্যালো চেয়ারম্যান সাব
  33. বিবর্ণ গূদলী
  34. সবাই তোমায় ছাড়ে ছাড়ুক
  35. ঐখানে যেওনাকো তুমি
  36. তিনি এবং একজন মল্লিকা
  37. বাবু দের ফুটানি
  38. বিকেল পুরিয়ে এলো
  39. রুপা
  40. জলতরঙ্গ
  41. হারানো আকাশ
  42. নিতু তোমাকে ভালো বাসি
  43. নুরুল হুদা একদা ভালবেসে ছিল (ধারাবাহিক)[৫]
  44. অতঃপর নুরুল হুদা (ধারাবাহিক নাটক)
  45. চাঁদ ফুল অমাবস্যা (ধারাবাহিক নাটক)
  46. জনক (ধারাবাহিক নাটক)
  47. চৈতা পাগল (ধারাবাহিক নাটক)
  48. মেঘবন্ধু (ধারাবাহিক নাটক)
  49. হ্যালো বাংলাদেশ
  50. হাসপাতাল

পরিচালিত কিছু নাটকঃ সম্পাদনা

  1. বনলতা সেন
  2. গনি সাহেবের শেষ কিছু দিন
  3. খেলা
  4. অলদ্য বেস্ট
  5. বাহাদুর ডাক্তার
  6. আমাদের নুরুল হুদা (ধারাবাহিক নাটক)
  7. তোমার দোয়ায় ভালো আছি মা (ধারাবাহিক নাটক)
  8. চৈতা পাগল (ধারাবাহিক নাটক)
  9. মাগো তোমার জন্য (ধারাবাহিক নাটক)

চলচ্চিত্র সম্পাদনা

প্রযোজনা সম্পাদনা

মাহফুজ আহমেদ ১৯৯৪ সালে চয়নিকা চৌধুরীর লেখা "বোধ" নাটক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর শতাধিক খন্ড নাটক, টেলিছবি ও ধারাবাহিক প্রযোজনা করেছেন। চার বন্ধু মিলে "প্লে হাউস" নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই "প্লে হাউস" থেকে নির্মাণ করেছেন তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র জিরো ডিগ্রী[৭]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৮ শ্রেষ্ঠ চলচ্চিত্র লাল সবুজ বিজয়ী [৮]
২০১৭ জিরো ডিগ্রী [৯]
মেরিল প্রথম আলো পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
২০০৩ শ্রেষ্ঠ টিভি অভিনেতা দেবদাস মনোনীত
২০০৪ বিজয়ী
২০০৫ নূরুল হুদা একদা ভালোবেসেছিল
২০০৬ অতঃপর নূরুল হুদা
২০০৭ আমাদের নূরুল হুদা
২০০৯
২০১১ চৈতা পাগল মনোনীত
২০১২
২০১৬ লাইক অ্যান্ড কমেন্টস
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৪ সেরা টেলিভিশন অভিনেতা দিগন্তে দিগুলি বিজয়ী [১০]
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১২ সেরা টেলিভিশন অভিনেতা জলতরঙ্গ বিজয়ী [১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাবা হলেন মাহফুজ আহমেদ"দৈনিক প্রথম আলো। ৭ জুন ২০১২। ৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০ 
  2. "শুভ জন্মদিন মাহফুজ আহমেদ"দৈনিক কালের কণ্ঠ। ২৪ অক্টোবর ২০১৩। ১৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০ 
  3. মাহফুজ আহমেদ, অতীত কে আজ অবিশ্বাস্য মনেহয়, দৈনিক প্রথম আলো, ঈদ সংখ্যা, সেপ্টম্বর ২০১১।
  4. সারওয়াত, নাদিয়া (২৫ অক্টোবর ২০০৮)। "National Film Awards generate enthusiasm"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০ 
  5. নতুন পৃথিবীর মাহফুজ, দৈনিক আমার দেশ, ১৩ জুন ২০১২।
  6. "ঈদে আসছে মাহফুজ-বুবলীর 'প্রহেলিকা'"Daily Manobkantha। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭ 
  7. চলচ্চিত্র প্রযোজক মাহফুজ
  8. "National Film Awards for the last fours years announced"দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০০৮। ২৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 
  9. "শাকিব খান-মাহফুজ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী জয়া"দৈনিক কালের কণ্ঠ। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০ 
  10. "Golden Nest Cultural Reporter's Award 2003"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০০৪। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০ 
  11. "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা