৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার
৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের পঞ্চম আয়োজন। ২০০৩ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৪ সালের ২১শে মে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত।[২] এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় গীতিকার ও সুরকার আব্দুল লতিফকে।[৩]
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো | ||||
তারিখ | ২১ মে ২০০৪ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
আয়োজক | হানিফ সংকেত | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | আব্দুল লতিফ | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | আধিয়ার | |||
শ্রেষ্ঠ পরিচালনা | সাইদুল আনাম টুটুল আধিয়ার | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ ফেরদৌস আহমেদ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | পূর্ণিমা মনের মাঝে তুমি | |||
|
বিজয়ী ও মনোনীতদের তালিকাসম্পাদনা
নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
তারকা জরিপসম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী |
---|---|
শ্রেষ্ঠ টিভি অভিনেতা | শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী |
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) | শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) |
শ্রেষ্ঠ মডেল (পুরুষ) | শ্রেষ্ঠ মডেল (নারী) |
শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান | |
সমালোচকসম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক |
---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী |
শ্রেষ্ঠ নাট্যকার | শ্রেষ্ঠ নাট্য নির্দেশক |
শ্রেষ্ঠ টিভি অভিনেতা | শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী |
আজীবন সম্মাননাসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।