৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার

৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের পঞ্চম আয়োজন। ২০০৩ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৪ সালের ২১শে মে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত[২] এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় গীতিকার ও সুরকার আব্দুল লতিফকে[৩]

৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পূরস্কারের লোগো.jpg
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২১ মে ২০০৪
স্থানঢাকা, বাংলাদেশ
আয়োজকহানিফ সংকেত
আলোকপাত
আজীবন সম্মাননাআব্দুল লতিফ
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দআধিয়ার
শ্রেষ্ঠ পরিচালনাসাইদুল আনাম টুটুল
আধিয়ার
শ্রেষ্ঠ অভিনেতাফেরদৌস আহমেদ
ফেরদৌস আহমেদ
শ্রেষ্ঠ অভিনেত্রীপূর্ণিমা
মনের মাঝে তুমি
 ← ৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার ৭ম → 

বিজয়ী ও মনোনীতদের তালিকাসম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপসম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী)
শ্রেষ্ঠ মডেল (পুরুষ) শ্রেষ্ঠ মডেল (নারী)
শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান

সমালোচকসম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ নাট্যকার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী

আজীবন সম্মাননাসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Meril-Prothom Alo Award handed over"দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  2. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  3. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা