মুস্তাফা জামান আব্বাসী
মুস্তাফা জামান আব্বাসী (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৩৬)[১] হলেন একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক। তিনি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের কনিষ্ঠপুত্র।[২] সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।[৩] তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির "কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দীন আহমদ গবেষণা ও শিক্ষা কেন্দ্র" এর গবেষক।[৪] নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি ২০১৩ সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন।[৫]
মুস্তাফা জামান আব্বাসী | |
---|---|
জন্মনাম | মুস্তাফা জামান |
জন্ম | কুচবিহার জেলা, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত) | ৮ ডিসেম্বর ১৯৩৬
পেশা | সঙ্গীতজ্ঞ, অধ্যাপক, সঙ্গীত গবেষক |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআব্বাসী ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন।[৬] তিনি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের তৃতীয় এবং কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি।[৭] তার বোন ফেরদৌসী রহমান একজন সুরকার ও সঙ্গীতশিল্পী। আব্বাসী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মুহম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খাঁর নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন।[৮]
কর্মজীবন
সম্পাদনাআব্বাসী মোট ৫০টি বই প্রকাশ করেন।[৮] তিনি ভাওয়াইয়া গানের উপর দুটি বই প্রকাশ করেন যার মধ্যে ১২০০ গানের উল্লেখ রয়েছে।[৮][৯] তিনি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, নিফফারি এবং সুলতান বহুর কবিতা নিয়ে কয়েকটি বই প্রকাশ করেছেন।[১] তার অন্যান্য কয়েকটি বই হল আব্বাসউদ্দীন আহমদ, মানুষ ও শিল্পী, কাজী নজরুল ইসলাম, ম্যান অ্যান্ড পোয়েট, পুড়িব একাকী,[৪] এবং বাংলা ও ইংরেজিতে নজরুল এবং আব্বাসউদ্দিন স্মৃতিময় অ্যালবাম 'সাগা অব টাইম'।[১০]
তিনি আমার ঠিকানা এবং ভরা নদীর বাঁকে টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। অনুষ্ঠান দুটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত।[১]
ব্যক্তিগত জীবন
সম্পাদনামুস্তাফা জামান আব্বাসী আসমা আব্বাসীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আসমা একজন শিক্ষাবিদ ও লেখিকা। তাদের দুই কন্যা - সামিরা আব্বাসী এবং শারমিনী আব্বাসী।[১১] সামিরা লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত ও আধুনিক গানের চর্চা ও গবেষণা করছেন।[৬]
গ্রন্থতালিকা
সম্পাদনামুস্তাফা জামান আব্বাসী রচিত গ্রন্থের তালিকা নিচে দেওয়া হল:[১২]
- প্রাণের গীত, চারুলিপি প্রকাশন
- জীবন নদীর উজানে, মাওলা ব্রাদার্স
- অব মিউজিক্যালস অ্যান্ড মুন্ড্যান্স, অ্যাডর্ন পাবলিকেশন্স
- ভাটির দ্যাশের ভাটিয়ালি, মওলা ব্রাদার্স
- ভাওয়াইয়ার জন্মভূমি, অনন্যা
- ভাওয়াইয়ার জন্মভূমি-২, অনন্যা
- বাকি জীবনের কথা, নওরোজ সাহিত্য সম্ভার
- সুরের কুমার: শচীন দেববর্মণ, অনন্যা
- নতুন আলো ভরাও প্রাণে, মুক্তদেশ প্রকাশন
- আব্বাসউদ্দিন মানুষ ও শিল্পী, অনন্যা
- মুহাম্মদ (সা.) এর বাণী, কালিকলম প্রকাশন
- স্পষ্ট জ্যোতি আল কুরআন, অনন্যা
- রাসুল (সা.)-এর পদপ্রান্তে, ঐতিহ্য
- জলসা থেকে জলসায়, মুক্তদেশ প্রকাশন
- ইমামের শুভদৃষ্টি, মুক্তদেশ প্রকাশন
- গোধূলীর ছায়াপথে, মুক্তদেশ প্রকাশন
- আমার মায়ের মুখ, মুক্তদেশ প্রকাশন
- আব্বাসউদ্দিনের গান, মুক্তদেশ প্রকাশন
- ভালোবাসি আজও কালও, অয়ন প্রকাশন
- হরিণাক্ষী, মুক্তদেশ প্রকাশন
- লালন যাত্রীর পশরা, মুক্তদেশ প্রকাশন
- পুড়িব একাকী, অন্যপ্রকাশ
- দ্য নেম অব মুহাম্মদ, অনন্যা
- লঘু সংগীতের গোড়ার কথা, নন্দিতা প্রকাশ
- ফিফটি ইয়ার্স অব একুশের ফেব্রুয়ারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
- গালিবের হৃদয় ছুঁয়ে, মুক্তদেশ প্রকাশন
- যে নামেই ডাকি, মুক্তদেশ প্রকাশন
- রবীন্দ্রনাথ প্রেমের গান, নন্দিতা প্রকাশ
- স্বপ্নেরা থাকে স্বপ্নের ওধারে, মাওলা ব্রাদার্স
- মুহাম্মদের নাম, অনন্যা
- কালজানির ঢেউ, অনন্যা
- অচেনা চীন চেনা আমেরিকা, মুক্তদেশ প্রকাশন
- রুমির অলৌকিক বাগান, মুক্তদেশ প্রকাশন
- বাণী: মুহাম্মাদ (সা.), চারুলিপি প্রকাশন
- সুফি কবিতা, বর্তমান সময়
- জাপান: সূর্য উঠেছে যেখানে, অনন্যা
সম্মাননা
সম্পাদনা- সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক, ১৯৯৫
- চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র থেকে ফররুখ স্মৃতি পুরস্কার, ২০১১[৬]
- চ্যানেল আই নজরুল মেলা আজীবন সম্মাননা, ২০১৩[১৩]
- এপেক্স ফাউন্ডেশন পুরস্কার
- নাট্যসভা পুরস্কার
- বাংলা শতবর্ষ পুরস্কার
- আব্বাসউদ্দীন স্বর্ণ পদক
- মানিক মিয়া পুরস্কার
- সিলেট সঙ্গীত পুরস্কার
- লালন পরিষদ পুরস্কার[৮]
- বাংলা একাডেমী ফেলোশিপ[১৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Abbasi, Samira (ডিসেম্বর ৯, ২০১৪)। "A Musical Treasure Hunt"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ মোঃ আজম বেগ (২০১২)। "আহমদ, আববাসউদ্দীন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ অতন্দ্রিলা, অর্চি (১৩ মার্চ ২০১৫)। "গান-গল্প: মুস্তাফা জামান আব্বাসী"। বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ ক খ Kamal, Nashid (ডিসেম্বর ২৪, ২০১৬)। "Celebrating the birthday of a celebrity"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ "সম্মাননা পাচ্ছেন আব্বাসী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ মে ২০১৩। ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ ক খ গ বিউটি, রওশন আরা (২৯ মে ২০১৪)। "জীবন্ত কিংবদন্তি মুস্তাফা জামান আব্বাসী"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Justice Mustafa Kamal no more"। দ্য ডেইলি স্টার। জানুয়ারি ৬, ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ ক খ গ ঘ "Mustafa Zaman Abbasi performs at IGCC"। দ্য ডেইলি স্টার। নভেম্বর ১৯, ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ Waheed, Karim (অক্টোবর ৩১, ২০১০)। "A musical storyteller"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ "মোস্তফা জামান আব্বাসী পাচ্ছেন চ্যানেল আই আজীবন সম্মাননা"। দৈনিক ইত্তেফাক। ২৪ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ Kamal, Nashid (জুলাই ৭, ২০১৪)। "The tears of women"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ "মুস্তাফা জামান আব্বাসী"। রকমারি.কম। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ "আজীবন সম্মাননায় মোস্তফা জামান আব্বাসী"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
- ↑ "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত বিশিষ্টজনের তালিকা"। বাংলা একাডেমি। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।