রকমারি.কম
রকমারি.কম বা রকমারি ডট কম হচ্ছে বাংলাদেশের একটি অনলাইনভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট।[২] এটি ২০১২ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।[৩] শুরুতে শুধু বই কিনতে পাওয়া গেলেও বর্তমানে এই সাইটে ডিভিডি, ভিডিও টিউটোরিয়াল, ক্রীড়া সামগ্রী, অন্য রকম বিজ্ঞান বাক্স (বিজ্ঞান পরীক্ষণের কিট), ক্যালকুলেটর, ঘড়ি, পেনড্রাইভ, কম্পিউটারের নানাবিধ যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যও কিনতে পাওয়া যায়।[৪] ওয়েব সার্ভিসের পাশাপাশি মোবাইলের মাধ্যমেও এখানে পণ্য অর্ডার করা যায়।[৫]
![]() | |
সাইটের প্রকার | ই-বাণিজ্য |
---|---|
উপলব্ধ | বাংলা, ইংরেজি |
সদরদপ্তর | ২/২ ই আরামবাগ, ঢাকা |
মালিক | অন্যরকম গ্রুপ[১] |
প্রতিষ্ঠাতা(গণ) | মাহমুদুল হাসান |
প্রধান ব্যক্তি | মাহমুদুল হাসান (প্রধান নির্বাহী) |
ওয়েবসাইট | rokomari |
চালুর তারিখ | ১৯ জানুয়ারি ২০১২ |
ইতিহাসসম্পাদনা
অন্যরকম গ্রুপ নিয়ন্ত্রণাধীন ১৯ জানুয়ারি ২০১২ সালে চালু হওয়া এই সাইটটির প্রতিষ্ঠাতা হলেন মাহমুদুল হাসান। শুরুতে শুধু বই বিক্রির সাইট হিসেবে চালু করা হলেও বর্তমানে এই সাইটে ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি হয়। ২০১২ সাল থেকেই ক্যাশ অন ডেলিভারি চালু হয়। ১০০টি বই নিয়ে শুরু করা এই অনলাইন বইয়ের দোকানে বর্তমানে দুই লক্ষাধিক বই আছে। প্রতিদিন প্রায় আড়াই থেকে ৩ হাজার বই বিক্রি হয়।এবং বছরে প্রায় ১০ লক্ষ বই বিক্রি করে প্রতিষ্ঠানটি।[৬] বর্তমানে এর কর্মী সংখ্যা ১৫০।শুধুমাত্র বইমেলা ২০২০ এই প্রতিষ্ঠানটি বিক্রি করেছে কয়েক কোটি টাকার বই।[৭]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "মাহমুদুল হাসান সোহাগ"। প্রিয় ডট কম। ৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪।
- ↑ "For the bookworms: Rokomari.com"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। এপ্রিল ২৬, ২০১৪। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪।
- ↑ "রকমারি ডট কম এর দ্বিতীয় বর্ষপূর্তী অনুষ্ঠিত"। কর্পোরেট নিউজ। জানুয়ারী ২০, ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪।
- ↑ "আমাদের সম্পর্কে"। রকমারি.কম। ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪।
- ↑ "দুই বছরে রকমারি ডট কম"। দৈনিক সমকাল। ২৩ জানুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪।
- ↑ "বছরে ১০ লাখ বই বেচে রকমারি"। দেশ রূপান্তর। ১৯/০১/২০২০। সংগ্রহের তারিখ 2021-01-25। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "মেলার বই বিক্রি অনলাইনে"। দেশ রূপান্তর। ২০/০২/২০২০। সংগ্রহের তারিখ 2021-01-25। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
কার্যক্রমসম্পাদনা
প্রথম থেকেই সমগ্র বাংলাদেশ জুড়ে ডেলিভারী সিস্টেম চালু করে রকমারি ডট কম।[১] ঢাকার ভিতরে ৩-৫ দিনে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারীর ক্ষেত্রে ৭-১০ দিন এবং পোস্ট অফিস ডেলিভারীর ক্ষেত্রে ৫-৭ দিন সময় লাগে। ক্যাশ অন ডেলিভারীর পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও রকমারির নিজস্ব ওয়ালেট পদ্ধতির মাধ্যমে বই বা প্রডাক্টের মূল্য পে করা সম্ভব।[২]
লেখকের দ্বারায় মাঝে মাঝে বিশেষ উপলক্ষে কিছু বই ডেলিভারী দিয়ে চমকে দেওয়ার পাশাপাশি পাঠকের মন জয় করে নিয়েছে রকমারি ডট কম।
- ↑ "ঢাকার বাইরে থেকেও রকমারি ডটকমে বইমেলার স্বাদ"। Jugantor (bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৫।
- ↑ "Rokomari.com"। www.rokomari.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৫।