ইলোরা গহর
বাংলাদেশী অভিনেত্রী
তাসউইন গহর (স্ক্রিন নাম ইলোরা গহর) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[১] তিনি মূলত একজন শিশুশিল্পী হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৭৯ সালের সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২][৩]
তাসউইন গহর (স্ক্রিন নাম ইলোরা গহর) | |
---|---|
জন্ম | ৯ অক্টোবর ১৯৬৪ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭৯–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | সূর্য দীঘল বাড়ী |
পিতা-মাতা |
|
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার) |
কর্মজীবন
সম্পাদনা১৯৭৯ সালে সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। তিনি প্রথম নাটকে অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুনের রচনা ও আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘তুমি সেই প্রজাপতি’তে। ১৯৮৯ সালে বিটিভিতে এ দুজনের রচনা ও প্রযোজনায় অভিনয় করেন ‘অসময়ের অতিথি’ নাটকে অভিনয় করে দীর্ঘ বিরতি নেন। দীর্ঘ বিরতি শেষে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘চড়ুইভাতি’ নাটক ও‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে আবার ফিরে আসেন।[৪]
নির্বাচিত চলচ্চিত্র এবং নাটকসমূহ
সম্পাদনা- সূর্য দীঘল বাড়ী - ১৯৭৯
- গাঙচিল - ১৯৮০
- নাত বউ - ১৯৮২
- চড়ুইভাতি - ২০০২
- ব্যাচেলর - ২০০৪
- চিকেন টিক্কা মাসালা - ২০১০
- মধুমতি - ২০১১
- ছবিয়াল রিইউনিয়ন - ২০১৭
- আব্বাস - ২০১৯
- উনপঞ্চাশ বাতাস
পুরস্কার এবং মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিশু শিল্পী | সূর্য দীঘল বাড়ী | বিজয়ী[২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ব্যস্ত ইলোরা গহর"। আলোকিত বাংলাদেশ।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- ↑ "এই সময়ে ইলোরা গহর"। মানবজমিন। ২৫ সেপ্টেম্বর ২০১৬। ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইলোরা গহর (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ইলোরা গহর