নয়ীম গহর
নয়ীম গহর (১৫ আগস্ট ১৯৩৭ - ৭ অক্টোবর ২০১৫)[১] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জনমত গঠন ও সঙ্গীত রচনার মাধ্যমে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার অনন্য সাধারণ অবদানের জন্য ২০১২ সালে তাকে “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[২]
নয়ীম গহর | |
---|---|
জন্ম | ১৫ আগস্ট ১৯৩৭ |
মৃত্যু | ৭ অক্টোবর ২০১৫ | (বয়স ৭৮)
মৃত্যুর কারণ | বার্ধক্যজনিত কারণে |
সমাধি | শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
সন্তান | ইলোরা গহর |
পুরস্কার | স্বাধীনতা পুরস্কার (২০১২) |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনা১৯৩৭ সালের ১৫ আগস্ট নয়ীম গহর মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।[১]
স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান
সম্পাদনা১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সঙ্গীত রচনা ও ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ এবং ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’-এর মত কালজয়ী গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছেন তিনি।[১][৩]
মৃত্যু
সম্পাদনাবরেণ্য এ গীতিকার স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে) করায় স্মৃতিশক্তি লোপ পায় এবং একই সাথে ঊরুতে একটি অস্ত্রোপচারের পর সেখানে পচন ধরায় ও দীর্ঘদিন বিছানায় থাকায় পিঠেও ক্ষতের সৃষ্টি হয়েছিলো।[৪] ফলশ্রুতিতে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি এবং এখানেই ২০১৫ সালের ৭ অক্টোবর মারা যান।[৫]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[৬][৭][৮] হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় তাকে।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "নয়ীম গহর আর নেই"। দৈনিক প্রথম আলো অনলাইন। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "'জন্ম আমার ধন্য হলো' আমার জীবনের শ্রেষ্ঠ একটি গান: সাবিনা ইয়াসমীন"। প্রথম আলো। ২০১৫-১০-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ "চলে গেলেন নয়ীম গহর"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন অনলাইন। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "নয়ীম গহর আর নেই"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"। এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।