ঊনপঞ্চাশ বাতাস

২০২০ সালের বাংলা চলচ্চিত্র
(উনপঞ্চাশ বাতাস থেকে পুনর্নির্দেশিত)

ঊনপঞ্চাশ বাতাস হচ্ছে ২০২০ সালের একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালনা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং রেড অক্টোবরের ব্যানারে প্রযোজনা করেছেন আসিফ হানিফ। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা[] এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইলোরা গহর, মানস বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক ও ফারিহা শামস সেওতি সহ প্রমুখ।[]

ঊনপঞ্চাশ বাতাস
পোস্টার
পরিচালকমাসুদ হাসান উজ্জ্বল
প্রযোজকআসিফ হানিফ
রচয়িতামাসুদ হাসান উজ্জ্বল
কাহিনিকারমাসুদ হাসান উজ্জ্বল
শ্রেষ্ঠাংশেইমতিয়াজ বর্ষণ
শার্লিন ফারজানা
সুরকারমাসুদ হাসাজ উজ্জ্বল, ইমতিয়াজ বর্ষণ
প্রযোজনা
কোম্পানি
রেড অক্টোবর
মুক্তি২৩ অক্টোবর ২০২০
স্থিতিকাল১৬৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

নীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে হঠাৎ করে অয়ন নামের এমন এক ছেলের প্রেমে পড়ে যে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং নিম্ন আয়ের পরিবার থেকে আগত; নীরার পারিবারিক স্বচ্ছলতা রয়েছে, অপরদিকে অয়নের শিক্ষাগত যোগ্যতা এবং আয় কম হওয়া সত্ত্বেও, নীরা তাকে ভালোবাসতে শুরু করে।

হঠাৎ অয়ন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং নীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে; যদিও সে অয়নকে হাসপাতালে ভর্তি করার পরই তাকে বিয়ে করেছিলো। নীরা একটি মোহাচ্ছন্নতার মধ্যে পড়ে যায়, সে দেখতে পায় তার স্বামী কবরস্থান থেকে জীবিত হয়ে উঠে আসছে। অয়নের মৃত্যুর পর নীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত হয়ে যায় যেখানে সে পড়াশোনা করেছিলো।

অভিনয়

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

২০১৮ সালে শুরু হয় ঊনপঞ্চাশ বাতাসের প্রধান চিত্রায়ণ।

অভিনয়শিল্পী নির্বাচন

সম্পাদনা

ঊনপঞ্চাশ বাতাস চলচ্চিত্রের প্রধান চরিত্র অয়ন ও নীরা ভূমিকায় অভিনয়ের জন্য ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা চুক্তিবদ্ধ হন।[]

সঙ্গীত

সম্পাদনা

ঊনপঞ্চাশ বাতাস চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং সুর করেছেন ইমতিয়াজ বর্ষণ।

গানের তালিকা

সম্পাদনা

১. প্রথম

কণ্ঠ: বেজবাবা সুমন (অর্থহীন) গীতিকার: সুমন টিংকু সুরকার: ইমতিয়াজ বর্ষণ সংগীত: মাসুদ হাসান উজ্জ্বল

২. যেখানে

কণ্ঠ: সোমলতা আচার্য চৌধুরী (ভারত) গীতিকার, সুরকার ও সংগীত: মাসুদ হাসান উজ্জ্বল

৩. মেঘমালা

কণ্ঠ, গীতিকার ও সু্রকার: মাসুদ হাসান উজ্জ্বল

৪. এ শহর

কণ্ঠ, গীতিকার, সুরকার ও সংগীত: সৌরিন

বাজারজাতকরণ ও মুক্তি

সম্পাদনা

২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হয় এ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার।[]

২০২০ সালের ৩০ জানুয়ারি রেড অক্টোবর লাইভের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়।[][] ২২শে ফেব্রুয়ারি চলচ্চিত্রটির ট্রেলার ইউটিউবে ছাড়া হয়[] ১৩ই মার্চ চলচ্চিত্রটি মুক্তি দেবার কথা ভেবেছিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জল কিন্তু তিনি অনিবার্য কারণে ঐ দিন চলচ্চিত্রটির মুক্তি বাতিল করেন।[]

২০২০ সালের ২৩শে অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পায়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আগামী অক্টোবরে 'উনপঞ্চাশ বাতাস'"www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  2. "'ঊনপঞ্চাশ বাতাস' ২৮ ফেব্রুয়ারি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  3. "তারকা নয়, গল্পের শক্তি দেখাবে 'ঊনপঞ্চাশ বাতাস'"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  4. "Unoponchash Batash release first poster"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "'উনপঞ্চাশ বাতাস' ছবির টিজার"সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  6. "টিজারেই উজ্জ্বল 'ঊনপঞ্চাশ বাতাস' (ভিডিও) | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০১-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  7. "উনপঞ্চাশ বাতাস মুক্তি পাচ্ছে ১৩ মার্চ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  8. "পিছিয়ে গেল 'ঊনপঞ্চাশ বাতাস'"প্রথম আলো। ৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  9. "'ঊনপঞ্চাশ বাতাস' নিয়ে খুললো স্টার সিনেপ্লেক্স"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ অক্টোবর ২০২০। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা