ফারুখ চৌধুরী

ভারতীয় ফুটবল খেলোয়াড়
(ফারুক চৌধুরী থেকে পুনর্নির্দেশিত)

ফারুখ চৌধুরী (হিন্দি: फारुख चौधरी, ইংরেজি: Farukh Choudhary; জন্ম: ৮ নভেম্বর ১৯৯৬) হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব জামশেদপুর এবং ভারত জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফারুখ চৌধুরী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফারুখ চৌধুরী
জন্ম (1996-11-08) ৮ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান আম্বরনাথ, মহারাষ্ট্র, ভারত
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জামশেদপুর
জার্সি নম্বর ৭৭
যুব পর্যায়
কেন্দ্রীয় ব্যাংক
পুনে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৬ লোনস্টার কাশ্মীর ১৮ (৬)
২০১৬ কেরল ব্লাস্টার্স (০)
২০১৭মুম্বই (ধার) ১০ (০)
২০১৭–২০২০ জামশেদপুর ৩৭ (৩)
২০২০–২০২১ মুম্বই সিটি (০)
২০২১– জামশেদপুর (০)
জাতীয় দল
২০১৮− ভারত ১৪ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৪, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ভারতীয় ফুটবল ক্লাব কেন্দ্রীয় ব্যাংকের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফারুখ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে পুনের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, ভারতীয় ক্লাব লোনস্টার কাশ্মীরের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; লোনস্টার কাশ্মীরের হয়ে এক মৌসুমে ১৮ ম্যাচে ৬টি গোল করার পর ২০১৬ সালে তিনি কেরল ব্লাস্টার্সে যোগদান করেছেন। কেরল ব্লাস্টার্সে ১ মৌসুম অতিবাহিত করার পর ভারতীয় ক্লাব জামশেদপুরের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৩৭ ম্যাচে ৩টি গোল করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য মুম্বইয়ের হয়ে ধারে খেলেছেন। পরবর্তীকালে, তিনি জামশেদপুর এবং মুম্বই সিটির হয়ে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি মুম্বই সিটি হতে ভারতীয় ক্লাব জামশেদপুরে যোগদান করেছেন।

ফারুখ ২০১৮ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ভারতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফারুখ চৌধুরী ১৯৯৬ সালের ৮ই নভেম্বর তারিখে ভারতের মহারাষ্ট্রের আম্বরনাথে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০১৮ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ৯ মাস ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফারুখ শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১৫ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি ভারত ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[][] ভারতের হয়ে অভিষেকের বছরে ফারুখ সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর পর, ভারতের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০২১ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, নেপালের বিরুদ্ধে ম্যাচের ৬২তম মিনিটে সুনীল ছেত্রীর অ্যাসিস্ট হতে ভারতের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ভারত ২০১৮
২০১৯
২০২১
সর্বমোট ১৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India - Sri Lanka 2:0 (Friendlies 2018, September)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 
  2. "India - Sri Lanka, Sep 5, 2018 - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 
  3. "India vs. Sri Lanka - 5 September 2018"Soccerway। ৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 
  4. Strack-Zimmermann, Benjamin (৫ সেপ্টেম্বর ২০১৮)। "India vs. Sri Lanka (2:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Nepal - India, Sep 5, 2021 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Nepal - India 1:2 (Friendlies 2021, September)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Nepal vs. India - 5 September 2021"Soccerway। ৫ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা