৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার

৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের সপ্তম আয়োজন। ২০০৪ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৫ সালে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবুল হায়াত[১]

৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পূরস্কারের লোগো.jpg
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২০০৫
স্থানঢাকা, বাংলাদেশ
উপস্থাপকআবুল হায়াত
আলোকপাত
আজীবন সম্মাননাশাহ আবদুল করিম
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দশঙ্খনাদ
শ্রেষ্ঠ পরিচালনাতৌকীর আহমেদ
জয়যাত্রা
শ্রেষ্ঠ অভিনেতাফেরদৌস আহমেদ
ব্যাচেলর
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনূর
ফুলের মত বউ
 ← ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার ৮ম → 

এই আয়োজনে ১৯টি পুরস্কার প্রদান করা হয়। রিয়াজঅপি করিম তিনটি বিভাগে মনোনয়ন লাভ করেন এবং যথাক্রমে সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনেতাঅভিনেত্রী বিভাগে একটি করে পুরস্কার অর্জন করেন।

লোক সঙ্গীত শিল্পী শাহ আবদুল করিমকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[২]

বিজয়ী ও মনোনীতদের তালিকাসম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

 
সেরা গায়ক বিভাগে বিজয়ী আসিফ
সেরা মডেল পুরুষ ও নারী বিভাগে বিজয়ী নোবেলতিশা

তারকা জরিপসম্পাদনা

সেরা চলচ্চিত্র অভিনেতা সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী
সেরা গায়ক সেরা গায়িকা
  • আসিফ আকবর - গান: "তুমি অপরূপা", অ্যালবাম: তুমিই ভালোবাসোনি
    • আকবর আলী - গান: "হাত পাখার বাতাসে"
    • এস আই টুটুল - গান: কেউ প্রেম করে..."
সেরা মডেল (পুরুষ) সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ড সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (তথ্য ও বিনোদনমূলক)

সমালোচকসম্পাদনা

সেরা চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পরিচালক
সেরা চলচ্চিত্র অভিনেতা সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা নাট্যকার সেরা টিভি নির্দেশক
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী
  • সঞ্জীবন শিকদার

আজীবন সম্মাননাসম্পাদনা

অনুষ্ঠানসম্পাদনা

পুরস্কার প্রদানসম্পাদনা

প্রদানকারী পুরস্কারের বিভাগ
তারিক আনাম খান সেরা টিভি অভিনেত্রী (সমালোচক)
শাকিলা জাফর সেরা মডেল (পুরুষ)
আথার আলী খান সেরা মডেল (নারী)
আবদুল্লাহ আবু সায়ীদ সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (তথ্য ও বিনোদনমূলক)
আজম খান সেরা ব্যান্ড
রুনা লায়লা সেরা গায়ক
সুবীর নন্দী সেরা গায়িকা
মামুনুর রশীদ সেরা টিভি অভিনেতা
সারা যাকের সেরা টিভি অভিনেত্রী
সুচন্দা সেরা চলচ্চিত্র অভিনেতা
আলমগীর সেরা চলচ্চিত্র অভিনেত্রী

পরিবেশনাসম্পাদনা

পরিবেশক পরিবেশনা
দলীয় ফ্যাশন শো
আসিফ আকবর, আজম খান গান - "সালেকা মালেকা"
রিয়াজ, তানিয়া, শহীদুল আলম সাচ্চু, মাসুদ আলী খান, এজাজুল ইসলাম নাটিকা - ক্রসফায়ার
মাহফুজ আহমেদ, শ্রাবন্তী, মীর সাব্বির, দীপা খন্দকার, শাহেদ, ঈশিতা নৃত্য - "বউ হব না", "আমার গরুর গাড়িতে", "যদি বউ সাজো গো"

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  2. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা