৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার
৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের সপ্তম আয়োজন। ২০০৪ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৫ সালে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবুল হায়াত।[১]
৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ২০০৫ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | আবুল হায়াত | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | শাহ আবদুল করিম | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | শঙ্খনাদ | |||
শ্রেষ্ঠ পরিচালনা | তৌকীর আহমেদ জয়যাত্রা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ ব্যাচেলর | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর ফুলের মত বউ | |||
|
এই আয়োজনে ১৯টি পুরস্কার প্রদান করা হয়। রিয়াজ ও অপি করিম তিনটি বিভাগে মনোনয়ন লাভ করেন এবং যথাক্রমে সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী বিভাগে একটি করে পুরস্কার অর্জন করেন।
লোক সঙ্গীত শিল্পী শাহ আবদুল করিমকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[২]
বিজয়ী ও মনোনীতদের তালিকা
সম্পাদনানিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
তারকা জরিপ
সম্পাদনাসেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
---|---|
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
সেরা গায়ক | সেরা গায়িকা |
|
|
সেরা মডেল (পুরুষ) | সেরা মডেল (নারী) |
|
|
সেরা ব্যান্ড | সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (তথ্য ও বিনোদনমূলক) |
|
সমালোচক
সম্পাদনাসেরা চলচ্চিত্র | সেরা চলচ্চিত্র পরিচালক |
---|---|
সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
সেরা নাট্যকার | সেরা টিভি নির্দেশক |
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
|
|
আজীবন সম্মাননা
সম্পাদনাঅনুষ্ঠান
সম্পাদনাপুরস্কার প্রদান
সম্পাদনাপ্রদানকারী | পুরস্কারের বিভাগ |
---|---|
তারিক আনাম খান | সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) |
শাকিলা জাফর | সেরা মডেল (পুরুষ) |
আথার আলী খান | সেরা মডেল (নারী) |
আবদুল্লাহ আবু সায়ীদ | সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (তথ্য ও বিনোদনমূলক) |
আজম খান | সেরা ব্যান্ড |
রুনা লায়লা | সেরা গায়ক |
সুবীর নন্দী | সেরা গায়িকা |
মামুনুর রশীদ | সেরা টিভি অভিনেতা |
সারা যাকের | সেরা টিভি অভিনেত্রী |
সুচন্দা | সেরা চলচ্চিত্র অভিনেতা |
আলমগীর | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
পরিবেশনা
সম্পাদনাপরিবেশক | পরিবেশনা |
---|---|
দলীয় | ফ্যাশন শো |
আসিফ আকবর, আজম খান | গান - "সালেকা মালেকা" |
রিয়াজ, তানিয়া, শহীদুল আলম সাচ্চু, মাসুদ আলী খান, এজাজুল ইসলাম | নাটিকা - ক্রসফায়ার |
মাহফুজ আহমেদ, শ্রাবন্তী, মীর সাব্বির, দীপা খন্দকার, শাহেদ, ঈশিতা | নৃত্য - "বউ হব না", "আমার গরুর গাড়িতে", "যদি বউ সাজো গো" |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।