রুমানা রশীদ ঈশিতা

বাংলাদেশী অভিনেত্রী

রুমানা রশীদ ঈশিতা (জন্ম: ২২ আগস্ট, ১৯৮০) বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি ১৯৮৮ সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা "নতুন কুঁড়ি" তে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি পান।[][]

রুমানা রশীদ ঈশিতা
জন্ম (1980-08-22) ২২ আগস্ট ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়

পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীআরিফ দৌলান (বি. ২০০৩)
সন্তান2
পিতা-মাতারশিদ আহমদ খান (পিতা)

জাহানারা রশিদ (মাতা)

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

তিনি ২২ আগস্ট ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম রশিদ আহমদ খান ও মাতার নাম জাহানারা রশিদ। তিনি হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ২০০৪ সালে স্নাতক এবং পরে বিবিএ সম্পন্ন করেন।[][][]

২০০৩ সালে আরিফ দৌলাকে বিয়ে করেন, এই দম্পতীর একমাত্র সন্তান যাভির দৌলা।[][]

তার একমাত্র ভাই রাজীব রশিদ আমেরিকা প্রবাসী, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার ।[][]

কর্মজীবন

সম্পাদনা

ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় 'দু'জনে' নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক।

২০০৭-এ ঈশিতা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।[] তিনি নির্জন আড়ালে, স্বপ্ন স্বপ্নীল, গোধূলি বেলায় ইত্যাদি নাটক পরিচালনা করেছেন।

এছাড়া তার ৭টি গানের অ্যালবাম ও ২টি বই প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তিনি একটি রেস্তোরার মালিকও। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমও তার বিবাহসম্পর্কে আত্মীয়া হন।[]

অভিনীত নাটক

সম্পাদনা
  • আপনাঘর
  • চক্রবলয়
  • দেখা
  • আজ কিছু হতে চলেছে
  • সাদাপাতায় কালো দাগ
  • দুজনে
  • তিথি
  • থাকা না থাকার মাঝখানে
  • কাগজের গল্প

ইত্যাদি

টেলিফিল্ম

সম্পাদনা
  • আমাদের গল্প

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা

রুমানা রশীদ ঈশিতা “ফালানী” চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৮ সালে “রাষ্ট্রপতিপদক লাভ করেন ।[][]

বছর শ্রেণী কাজ ফল
২০০২ সেরা টিভি অভিনেত্রী বিপাশার জন্য ভালবাসা মনোনীত
২০০৫ অপরূপা মনোনীত
২০১৮ Critics Choice Award for Best TV Actress পাতা ঝরার দিন বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. স্বপ্ন এবং স্বপ্নীলবাংলাদেশ: শব্দশিল্প। ২০১৩। পৃষ্ঠা ৬২। 
  2. নীরবে। বাংলাদেশ: শব্দশিল্প। পৃষ্ঠা ৮০। 
  3. "রুমানা রশিদ ঈশিতা"www.deshebideshe.com। ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯ 
  4. Rahman, MD Ridwan (২০১৯-০৭-১৩)। "Reinventing Ishita"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা