৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার

৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের অষ্টম আয়োজন। ২০০৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৬ সালের ১২ই মে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত[২] এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে[৩]

৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পূরস্কারের লোগো.jpg
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ১২ মে ২০০৬
স্থানঢাকা, বাংলাদেশ
আয়োজকহানিফ সংকেত
আলোকপাত
আজীবন সম্মাননাফেরদৌসী মজুমদার
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দহাজার বছর ধরে
শ্রেষ্ঠ পরিচালনাকোহিনূর আক্তার সুচন্দা
হাজার বছর ধরে
শ্রেষ্ঠ অভিনেতাএটিএম শামসুজ্জামান
মোল্লা বাড়ীর বউ
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনূর
মোল্লা বাড়ীর বউ
সর্বাধিক পুরস্কারহাজার বছর ধরে (৪টি)
সর্বাধিক মনোনয়নহাজার বছর ধরে (৪টি)
মোল্লা বাড়ীর বউ (৪টি)
 ← ৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার ৯ম → 

বিজয়ী ও মনোনীতদের তালিকাসম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপসম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী)
শ্রেষ্ঠ মডেল (পুরুষ) শ্রেষ্ঠ মডেল (নারী)
শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান

সমালোচকসম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ নাট্যকার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী

আজীবন সম্মাননাসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Meril-Prothom Alo awards for 2005 given" [২০০৫-এর মেরিল-প্রথম আলো পুরস্কার দেয়া হয়েছে]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  2. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  3. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা