মোস্তাফিজুর রহমান মানিক
বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক
মোস্তাফিজুর রহমান মানিক একজন বাংলাদেশী পরিচালক। তাঁর পরিচালনার চলচ্চিত্র মধ্যে রয়েছে দুই নয়নের আলো, মন ছুয়েছে মন[১], মা আমার চোখের মণি এবং জান্নাত। তাছাও তিনি জান্নাত পরিচালনার জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২]
মুস্তাফিজুর রহমান মানিক | |
---|---|
জন্ম | ১ ডিসেম্বর |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | চলচ্চিত্র পরিচালক |
দাম্পত্য সঙ্গী | জহুরা আক্তার যুথী (বি.২০২২) |
চলচ্চিত্র সম্পাদনা
- দুই নয়নের আলো (২০০৫)
- মন ছুঁয়েছে মন (২০০৯)
- মা আমার চোখের মণি (২০১১)
- কিছু আশা কিছু ভালোবাসা (২০১৩)
- চুপি চুপি প্রেম (২০১৫)
- জান্নাত (২০১৮)
- আনন্দ অশ্রু (নির্মানাধীন)
- আশীর্বাদ (নির্মানাধীন)
- এত প্রেম এত মায়া[৩] (নির্মানাধীন)
- যাও পাখি বলো তারে (২০২২)
- স্বপ্নে দেখা রাজকন্যা (নির্মানাধীন)
- হাহাকার (নির্মানাধীন)
- ডার্ক ওয়ার্ল্ড (নির্মানাধীন)
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Zayed Khan"। thedailystar.net। ফেব্রুয়ারি ২৫, ২০১৭।
- ↑ ২০১৭-২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- ↑ "Shabnur Takes a Shot at Singing in her New Film"। thedailystar.net। আগস্ট ১২, ২০১৭।