মাহফুজ আনাম
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। (আগস্ট ২০২১) |
মাহফুজ আনাম (জন্ম: জুন ১৮, ১৯৫০) বাংলাদেশ থেকে প্রকাশিত ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক। তিনি বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র প্রথম আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক ছিলেন। তিনি বিনোদন পত্রিকা পাক্ষিক আনন্দধারা এবং সাপ্তাহিক ২০০০ পত্রিকার প্রকাশক। এছাড়া তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন নামক একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি নিউ ইয়র্কভিত্তিক ফোর্ড ফাউন্ডেশন নামক সংস্থার সহযোগিতাপুষ্ট। ১৯৭৭-১৯৯০ এই সময়কালে তিনি জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কোর বিভিন্ন পদে কাজ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ২০২২-২৩-এ এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।[১]
মাহফুজ আনাম | |
---|---|
জন্ম | ময়মনসিংহ, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | ১৮ জুন ১৯৫০
পেশা | সাংবাদিক |
জাতীয়তা | বাংলাদেশী (১৬ ডিসেম্বর ১৯৭১-বর্তমান) |
নাগরিকত্ব | বাংলাদেশী (১৬ ডিসেম্বর ১৯৭১-বর্তমান) |
শিক্ষা প্রতিষ্ঠান | ঢাকা বিশ্ববিদ্যালয় |
দাম্পত্যসঙ্গী | শাহীন আনাম |
সন্তান | তাহমিমা আনাম (কন্যা) |
আত্মীয় | মাহবুব আনাম (ভাই) |
প্রাথমিক জীবন
সম্পাদনামাহফুজ আনাম ১৯৫০ সালে পাকিস্তানের অধিরাজ্যের পূর্ববঙ্গ প্রদেশে জন্মগ্রহণ করেন। মাহফুজ আনাম প্রখ্যাত বাঙালি মুসলিম রাজনীতিবিদ , আইনজীবী, লেখক আবুল মনসুর আহমেদের কনিষ্ঠ পুত্র, যিনি বাঙালি মুসলিমদের মুক্তির জন্য কাজ করেছিলেন।[২] [৩] মাহফুজ আনামের অগ্রজ মাহবুব আনাম দেশের একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে, তার পিতা ব্রিটিশ ভারতের একজন স্বনামধন্য পত্রিকার সম্পাদক এবং রাজনৈতিক ব্যঙ্গকার ছিলেন। [৪] [৫] ১৯৫০-এর দশকে, তার পিতা ১৯৫৩ থেকে ১৯৫৮ সালের মধ্যে আওয়ামী লীগের সহসভাপতি, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। [৬] [৪] [৭] মাহফুজ আনাম ঢাকার নটরডেম কলেজে পড়াশোনা করেছেন। [৮] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, যেখানে তার একজন শিক্ষক ছিলেন রেহমান সোবহান । আনাম ১৯৬৭, ১৯৬৮ এবং ১৯৬৯ সালে টানা তিন বছর নিখিল পাকিস্তান বিতর্ক প্রতিযোগিতা জিতেছিলেন। করাচি, ঢাকা এবং লাহোরে উক্ত বিতর্ক প্রতিযোগিতা গুলো অনুষ্ঠিত হয়। [৯] ছাত্র হিসেবে মাহফুজ আনাম শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণসহ রাজনৈতিক সমাবেশে অংশ নেন। [১০] ১৯৭১ সালে, মাহফুজ আনাম পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য প্রচারণা চালান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ মাসগুলোতে তিনি মুক্তিবাহিনীতে যোগদান করেন এবং এর শেষে একজন অফিসার-ইন-ট্রেনিং ছিলেন। [১১]
শিক্ষাজীবন
সম্পাদনাঢাকার নটর ডেম কলেজে পড়াশোনা শেষে [১২] তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কৃতিত্ব
সম্পাদনা- ১৯৬৭-১৯৭০ সময়কালে পরপর তিন বছর সর্ব-পাকিস্তান বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পর্যায়ক্রমে করাচি, ঢাকা এবং লাহোরে।
- ১৯৭৬ সালে জেফারসন ফেলো নির্বাচিত হন ইস্ট ওয়েস্ট সেন্টার, হনলুলু, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান নির্বাচিত"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৭।
- ↑ "Man with the mirror"। The Statesman। মে ২৭, ২০১৭।
- ↑ "Discussion on Abul Mansur Ahmad held at JU"। New Age।
- ↑ ক খ "Abul Mansur Ahmad's 118th Birth Anniversary"। Dhaka Tribune। সেপ্টেম্বর ২, ২০১৬।
- ↑ "Abul Mansur Ahmad's 122nd birth anniversary today"। The Business Standard। সেপ্টেম্বর ৩, ২০২০।
- ↑ "Ahmed, Abul Mansur"। Banglapedia।
- ↑ "Pakistan Affairs"। Information Division, Embassy of Pakistan.। মে ১৫, ১৯৫৩ – Google Books-এর মাধ্যমে।
- ↑ "NotreDamian freedom fighters honoured"। New Age।
- ↑ "Mahfuz Anam | WAN-IFRA Events"। events.wan-ifra.org।
- ↑ "Hasina's misrule should not affect our judgement of Bangabandhu"। ১৮ অক্টোবর ২০২৪।
- ↑ Lalwani, Nikita। The New Yorker https://www.newyorker.com/books/page-turner/tahmima-anam-trilogy-of-life-after-war-in-bangladesh।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ খান, গরীব নেওয়াজ. ২০০৯ স্মৃতির স্মরণ নিকুঞ্জ. (দ্বিতীয় সংস্করণ) লেখাপ্রকাশ, ঢাকা. আইএসবিএন ৯৮৪-৭০৩৩৮০১ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |