স্কয়ার গ্রুপ
বাংলাদেশের একটি বহুজাতিক বৃহৎ শিল্প গ্রুপ
স্কয়ার গ্রুপ বাংলাদেশের একটি বহুজাতিক বৃহৎ শিল্প গ্রুপ।[১] স্যামসন এইচ চৌধুরী এটি প্রতিষ্ঠা করেন।
নীতিবাক্য | The same SQUARE Quality |
---|---|
গঠিত | ১৯৫৮ |
প্রতিষ্ঠাতা | স্যামসন এইচ চৌধুরী |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মূল ব্যক্তিত্ব | অঞ্জন চৌধুরী |
সহায়করা | স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড রাধুনী মাছরাঙা টিভি স্কয়ার হাসপাতাল স্কয়ার শৌচাগার স্কয়ার টেক্সটাইল লিমিটেড মিডিয়াকম লিমিটেড স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড Dmoney |
আয় | ১.৫ বিলিয়ন টাকা |
স্টাফ | ৬৫,০০০ (২০২২) |
ওয়েবসাইট | www |
ইতিহাস সম্পাদনা
২০২০ এ, কার্বন নিঃসরণ কমানোর শর্তে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন এক হাজার কোটি টাকার বিশেষ ঋণ নেয়।[২]
শিল্পসমূহ সম্পাদনা
অঙ্গপ্রতিষ্ঠানগুলো হলো:[৩]
- স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড
- স্কয়ার হাসপাতাল লিমিটেড
- স্কয়ার টেক্সটাইলস লিমিটেড
- স্কয়ার স্পিনিংস লিমিটেড
- স্কয়ার অ্যাপারেলস লিমিটেড
- স্কয়ার ডেনিম লিমিটেড
- স্কয়ার ফ্যাশনস লিমিটেড
- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
- স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড
- স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড
- মিডিয়াকম
- স্কয়ার হেলথ প্রোডাক্টস লিমিটেড
- স্কয়ার অ্যাগ্রো লিমিটেড/স্কয়ার অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেসিং
- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- শেলটেক
- পায়োনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
- মিডিয়াকম লিমিটেড
- অ্যাগিস সার্ভিসেস লিমিটেড
- মাছরাঙ্গা টিভি
- স্কয়ার ইয়ার্ন
- স্কয়ার ফ্যাশন ইয়ার্ন
- স্কয়ার হেস্ককন
- স্কয়ার এয়ার
- ফার্মা প্যাকেজেস
- সাবাজপুর টি কোম্পানি
- এজেস সার্ভিস
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "স্কয়ার বহুজাতিক কোম্পানি হওয়ার পথে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "কার্বন নিঃসরণ কমাবে স্কয়ার গ্রুপ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১।
- ↑ "আমাদের ব্যবসা"। স্কয়ার গ্রুপ। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০।
বহিঃসংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |