মতিউর রহমান পানু

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক

মতিউর রহমান পানু (৩১ ডিসেম্বর, ১৯৩৯ - ২৪ মার্চ ২০২০) তিনি বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক।[] তিনি ১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৯ সালে তিনি হারানো মানিক ছবিটি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

মতিউর রহমান পানু
Matiur Rahman Panu.jpg
মতিউর রহমান পানু নিজ প্রযোজনা প্রতিষ্ঠানে ডিসেম্বর ২০১১
জন্ম
মতিউর রহমান পানু

(১৯৩৯-১২-৩১)৩১ ডিসেম্বর ১৯৩৯
মৃত্যু২৪ মার্চ ২০২০(2020-03-24) (বয়স ৮০)
ঢাকা, বাংলাদেশ
অন্যান্য নামমতিউর রহমান
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সালের পূর্বে)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ (১৯৭১ সালের পর)
পেশাচলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯৬৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীআলেয়া বেগম (১৯৭২ - ২০২০)
সন্তানমশিউর রহমান পল্লব
মাহফুজুর রহমান পুনাম

তিনি ১৯৯০-১৯৯১ সালে ভারতের কলকাতায় বেদের মেয়ে জোসনা ছবিটি নির্মাণ করেন। ২০০২ সালের শেষ দিকে এসে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মনের মাঝে তুমি অন্যতম সেরা ছবি । ২০০৫ সালে সালাউদ্দিন লাভলু পরিচালিত মোল্লা বাড়ীর বউ ছবিটিও তিনি প্রযোজনা করেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর-এ জন্ম গ্রহণ করেন। বেড়ে উঠা বগুড়াতেই, তিনি ১৯৬২ সালে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং কিছু দিন পর বগুড়া জেলা থেকে ঢাকা চলে আসেন। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন গুনি চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন, এঁদের মধ্যে দারাশিকো, সৈয়দ আউয়াল ও আকবর কবির পিন্টু। তিনি প্রধানত পরিচালক বাবুল চৌধুরী'র সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন যেমন- আঁকাবাঁকা, টাকা আনা পাই, প্রতিশোধসহ বেশ কয়েকটি ছবির। ১৯৭৯ সালে তিনি হারানো মানিক নামের এই ছবি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৯০-১৯৯১ সালের দিকে তিনি ভারতের কলকাতায় অঞ্জু ঘোষ এবং চিরঞ্জীতকে দিয়ে নির্মাণ করেন বেদের মেয়ে জোসনা[] এর মাঝের বছর গুলোতে তিনি বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন এগুলো হলো- আপন ভাই, নাগ মহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতনসাথী

২০০২ সালের শেষের দিকে তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে নির্মাণ করেন বহুল আলোচিত ও ব্যবসা সফল ছবি মনের মাঝে তুমি। ২০০৩ সালেও তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করেন নসিমন নামে (বাংলাদেশে) ও বৌমার বনবাস[] নামে (ভারতে), এটিতে রিয়াজের বিপরীতে নাম ভূমিকায় ছিলেন শাবনূর

এরপর তিনি আর কোনো চলচ্চিত্র পরিচালনা থেকে চলে এসেছেন চলচ্চিত্র প্রযোজনায়। ২০০৫ সালে তিনি জনপ্রিয় টিভি ধারাবাহিক নির্মাতা সালাউদ্দিন লাভলু পরিচালিত মোল্লা বাড়ীর বউ ছবিটি প্রযোজনা করেন। ২০০৭ সালের শেষর দিকে আজিজুর রহমান পরিচালিত ডাক্তার বাড়ী এবং সর্বশেষ ওরে সাম্পানওয়ালা ছবিটি প্রযোজনা করেন।

২০২০ সালের ২৪ মার্চ মঙ্গলবার রাতে উত্তরার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। [][]

পরিচালিত চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

প্রযোজিত চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Motiur Rahman Panu filmography (Most recent movies)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Beder Meye Jyotsna (1991 - Bengali)"। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১২ 
  3. "Boumar Banobas (2003 - Bengali)"। ১৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১২ 
  4. "'বেদের মেয়ে জোছনা' সিনেমার প্রযোজক আর নেই"bd-pratidin.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  5. "চলে গেলেন চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মতিউর রহমান পানু"prothomalo.com। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা