সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলু (জন্ম: ১৯৬০ সালের ২৪ জানুয়ারী) [১]একজন বাংলাদেশী অভিনেতা, চিত্রনাট্যকার এবং টেলিভিশন চলচ্চিত্র পরিচালক।[২] তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে ব্যস্ত ডাক্তার (২০০৪),গরুচোর (২০০৭),ঢোলের বাদ্য (২০০৮) এবং ওয়ারেন (২০০৯) এবং উল্লেখযোগ্য টেলিফিল্মগুলোর মধ্যে, রঙের মানুষ (২০০৪),ভবের হাট (২০০৭),ঘর কুটুম (২০০৮),আলতা সুন্দরী (২০০৯), সাকিন সারিসুরি (২০০৯) এবং হাড় কিপটে (২০০৮) অন্যতম।
সালাহউদ্দিন লাভলু | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা, চিত্রনাট্যকার এবং টেলিভিশন পরিচালক |
কর্মজীবন | ১৯৮৫ - বর্তমান |
শৈশব
সম্পাদনা১৯৬০ সালের ২৪ শে জানুয়ারি,লাভলু জন্মগ্রহণ এবং বেড়ে উঠেন বাংলাদেশের বর্তমান খুলনা বিভাগের অন্তর্গত কুষ্টিয়া জেলার জুগিয়া গ্রামে।
কর্মজীবন
সম্পাদনাপ্রাথমিক কর্মজীবন
সম্পাদনা১৯৭৯ সালে লাভলু বাংলাদেশের রাজধানী ঢাকায় চলে আসেন এবং আরণ্যক নাট্যদলে থিয়েটারে যোগদান করেন। এখানে তিনি ১৯৮৫ সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেন যদিও তার ইচ্ছা ছিল অন্য কিছু করার।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিজস্ব প্রোডাকশনে কাজ শুরু হওয়ার পর, তিনি বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেন কিন্তু তিনি সুখ্যাতি অর্জন করতে পারেন নি। ১৯৯০ এর প্রথম দিকে, তিনি অন্যরকম কাজ শুরু করেন এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৭ সালে, ছয় বছর ধরে চিত্রগ্রাহকের কাজ করার পর, তিনি পরিচালক হিসেবে নিজেকে খুজে পাওয়ার লক্ষ্য দেখতে পান।
অভিনয়, লেখা এবং পরিচালনা
সম্পাদনা১৯৯৭ সাল থেকে ২০০৪ সালের মধ্যে, লাভলু আট থেকে নয়টি টেলিভিশন চলচ্চিত্র পরিচালনা করেন। এর মধ্যে দ্বিচক্রযান (১৯৯৭),গহরগাছি (১৯৯৭),একজন আয়নাল লস্কর (১৯৯৯),আধুলী (২০০২) এবং ঘর (২০০২) উল্লেখযোগ্য[৩] । তার এই কাজগুলো সমালোচকদের প্রশংসা অর্জন এবং কিছু চলচ্চিত্র বিভিন্ন পুরস্কার জয়লাভ করে। ২০০৪ সাল থেকে, লাভলু অনেক ধরনের ধারাবাহিক টেলিভিশন নাটকে পরিচালনা এবং অভিনয় করেছেন। রঙের মানুষ (২০০৪) তার পরিচালিত প্রথম ধারাবাহিক। এই নাটকের সফলতার পর, তিনি আরো কিছু ধারাবাহিক নাটক নির্মাণ করেন। তারপর থেকে তিনি টেলিভিশন ধারাবাহিক পরিচালনা এবং অভিনয় করে আসছেন। এর মধ্যে অন্যতম দুইটি হল, ভবের হাট (২০০৭) এবং ঘর কুটুম (২০০৮)। উভয় ধারাবাহিকেই অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম।
ধারাবাহিক নাটকের মধ্যে তিনি অনেক টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনা করেন। যেমন, গরুচোর (২০০৭),পত্র মিতালী (২০০৭),স্বপ্নের বিলাত (২০০৭),ঢোলের বাদ্য (২০০৮),পাত্রী চাই (২০০৯) এবং ওয়ারেন (২০০৯)। তিনি এই নাটকগুলোতে সফলতা এবং পরিচিতি লাভ করেন।
চলচ্চিত্র
সম্পাদনাঅভিনেতা
সম্পাদনাবছর | নাম | ধরন | পরিচালক |
---|---|---|---|
১৯৯৭ | গহরগাছি | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু |
দ্বিচক্রযান | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু | |
১৯৯৯ | একজন আয়নাল লস্কর | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু |
২০০২ | ঘর | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু |
২০০৪ | রঙের মানুষ | ধারাবাহিক | লাভলু; মাসুম রেজা |
২০০৬ | বাজিকর | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু |
বাহাদুর ডাক্তার | টেলিভিশন চলচ্চিত্র | মাসুম রেজা | |
ঘর | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু | |
সিন্দুকানামা | টেলিভিশন চলচ্চিত্র | বৃন্দাবন দাস | |
কাছের মানুষ | ধারাবাহিক | আফসানা মিমি | |
২০০৭ | ভবের হাট | ধারাবাহিক | লাভলু; মাসুম রেজা |
স্বপ্নের বিলাত | ধারাবাহিক | লাভলু | |
ডাকাত বাড়ি | চলচ্চিত্র | আজিজুল রহমান | |
'গরুচোর | ধারাবাহিক | লাভলু | |
২০০৮ | ঘর কুটুম | ধারাবাহিক | লাভলু; বৃন্দাবন দাস |
ঢোলের বাদ্য | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু | |
হারকিপ্টে | ধারাবাহিক | মাসুম রেজা | |
২০০৯ | সাকিন সারিসুরি | ধারাবাহিক | লাভলু; বৃন্দাবন দাস |
আলতা সুন্দরী | ধারাবাহিক | লাভলু | |
পাত্রী চাই | টেলিভিশন চলচ্চিত্র | লাভলু | |
২০২১ | ও পাখি তোর যন্ত্রণা | টেলিভিশন নাটক | লাভলু; বৃন্দাবন দাস |
শান্তি মলম ১০ টাকা | ধারাবাহিক | হিমু আকরাম | |
২০২৩ | ষন্ডা পান্ডা | ধারাবাহিক | লাভলু; বৃন্দাবন দাস |
পরিচালক এবং লেখক
সম্পাদনাবছর | নাম | ধরন |
---|---|---|
২০০০ | আধুলী | টেলিভিশন চলচ্চিত্র |
২০০৪ | রঙের মানুষ | টেলিভিশন ধারাবাহিক |
ব্যস্ত ডাক্তার | ধারাবাহিক | |
২০০৯ | বাজিকর | টেলিভিশন চলচ্চিত্র |
ঘর | টেলিভিশন চলচ্চিত্র | |
২০০৭ | এতিমখানা | টেলিভিশন চলচ্চিত্র |
পত্রমিতালী | টেলিভিশন চলচ্চিত্র | |
২০০৮ | ঢোলের বাদ্য | টেলিভিশন চলচ্চিত্র |
২০০৯ | গাধা নগর | টেলিভিশন চলচ্চিত্র |
ওয়ারেন | টেলিভিশন চলচ্চিত্র | |
২০২০ | শীল বাড়ি | টেলিভিশন নাটক |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১২ | সেরা পরিচালক - ধারাবাহিক | কথার দিগন্ত | বিজয়ী | [৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Nation, The New। "Salauddin Lavlu's birthday today"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
- ↑ Shazu, Shah Alam (২০১৮-০৭-০৩)। ""Low budgets are the biggest obstacle for the television industry""। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪।
- ↑ Manir, Sabira (২৮ অক্টোবর ২০০৪)। "Ranger Manush comes to the big screen"। The Daily Star। ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সালাহউদ্দিন লাভলু (ইংরেজি)