সাকিন সারিসুরি

টেলিভিশন ধারাবাহিক

সাকিন সারিসুরি হলো চ্যানেল আইয়ে প্রচারিত বাংলাদেশের একটি টেলিভিশন-ভিত্তিক ধারাবাহিক নাটক। ২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে ২০১০ সাল পর্যন্ত চ্যানেল এটি প্রচারিত হয়। বৃন্দাবন দাসের লিখিত চিত্রনাট্যে সালাউদ্দিন লাভলুর পরিচালিত[] নাটকটিতে ১০২ টি পর্ব রয়েছে।

সাকিন সারিসুরি
ধরনধারাবাহিক নাটক
লেখকবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়ে
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা১০২
নির্মাণ
প্রযোজকসালাউদ্দিন লাভলু
নির্মাণের স্থানভাদুন গ্রাম, পূবাইল, গাজীপুর সদর উপজেলা
ব্যাপ্তিকাল২৪ মিনিট (প্রতি পর্ব)
মুক্তি
মূল নেটওয়ার্কচ্যানেল আই
মূল মুক্তির তারিখ২৭ জানুয়ারি ২০০৯ (2009-01-27) –
২০১০ (2010)

সিরিজটি এমন একটি গ্রামের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে মূলত চোররা বাস করে। এই গ্রামে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টানেরা সবাই মিলেমিশে বাস করে। কিন্তু, স্থানীয় 'গডফাদার' মণ্ডলের মেয়ে চোরের প্রেমে পড়লে গ্রামটি একটি দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। (মূলত প্রেম নিয়ে নয়, সারিসুরিতে পাওয়া একটি মোহরের ঘটি নিয়েই শুরু হয় এই দ্বন্দ্ব। []

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

সে সময় গাজীপুর সদর উপজেলার পূবাইলে অবস্থিত ধারাবাহিক নাটক শুটিংয়ের জন্য বিখ্যাত ভাদুন গ্রামে নাটকটির শুটিং হয়।[]

পরিচালকের মতে: []

ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ দিক হল বহু-ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সংহতি। আমরা প্রায়ই আমাদের দেশে এবং অন্য কোথাও মানুষের মধ্যে বিভেদ তৈরির জন্য ধর্মের নির্লজ্জ ব্যবহার প্রত্যক্ষ করি। এই সমস্যার সমাধান করতে হবে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sakin Sarisuri New serial by Lavlu highlights multi-religious harmony"দ্য ডেইলি স্টার। ২৪ জানুয়ারি ২০০৯। 
  2. ""Sakin Sarisuri" on Channel i"দ্য ডেইলি স্টার। ২০০৯-০২-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা