গোলাম ফরিদা ছন্দা

বাংলাদেশী অভিনেত্রী

গোলাম ফরিদা ছন্দা বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী।[১][২] তিনি প্রায় ২০ বছর ধরে নিয়মিত পর্দায় অভিনয় করছেন।[৩] মুস্তাফা মনোয়ারের 'স্ত্রীর পত্র', সালাহউদ্দিন লাভলুর 'একজন আয়নাল লস্কর', সতীর্থ রহমান রুবেলের 'মা' সহ অসংখ্য একক জনপ্রিয় নাটকে কাজ করেছেন।[৩]

গোলাম ফরিদা ছন্দা
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামছন্দা
শিক্ষানাট্যকলা
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীসতীর্থ রহমান রুবেল (বি. ২০০৫)
সন্তান

প্রাথমিক জীবন ও শিক্ষা সম্পাদনা

ছন্দা মুন্সীগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।[৪] ২০০১ সালে নির্মাতা-অভিনেতা সতীর্থ রহমান রুবেলকে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের কোলজুড়ে ২০০৫ সালে আসে যমজ মেয়ে টাপুর ও টুপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে এবং ছাত্রাবস্থাতেই মঞ্চে অভিনয় করেছেন।[৫]

কর্মজীবন সম্পাদনা

গোলাম ফরিদা ছন্দা ১৯৯৯ সালে 'এভাবেই গল্প শুরু' নাটকের অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় নাম লেখান ।[৫] এছাড়া বাংলাদেশ টেলিভিশনে জিনাত হাকিমের রচনায় 'কাজল কালো দিন' নাটকে প্রথম অভিনয় করেন ।[৩] এছাড়া 'জোছনা' শিরোনামের এ নাটক পরিচালনার মাধ্যমে নাট্য পরিচালকের তালিকায় নাম লেখান এই অভিনেত্রী।[৬]

চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক টীকা
২০২৩ দুঃসাহসী খোকা মুশফিকুর রহমান গুলজার বঙ্গবন্ধুর কিশোর জীবনী
২০২২ টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা
২০২১ যৈবতী কন্যার মন নারগিস আক্তার সেলিম আল দীন কর্তৃক একই নামে মঞ্চনাটক অবলম্বনে
কোন এক কালে
নকশী কাঁথার জমিন
২০২১ অর্পিতা শাহরিয়ার নাজিম জয়

নাটক সম্পাদনা

একপর্ব সম্পাদনা

  • এভাবেই গল্প শুরু
  • কাজল কালো দিন
  • স্ত্রীর পত্র
  • একজন আয়নাল লস্কর
  • মা
  • কে বলে প্রেম নেই

ধারাবহিক সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাজু, শাহ আলম (২০২৩-০৯-১৭)। "মুস্তাফা মনোয়ারের 'স্ত্রীর পত্র' নাটক আমার ক্যারিয়ারে মাইলফলক: গোলাম ফরিদা ছন্দা"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪ 
  2. "নতুন এক ছন্দার দেখা মিলবে -গোলাম ফরিদা ছন্দা"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "পুরোনো ছন্দেই ছন্দা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৮ 
  4. "গোলাম ফরিদা ছন্দা"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৮ 
  5. "মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা"Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৮ 
  6. টেলিভিশন, Ekushey TV | একুশে। "অভিনেত্রী ছন্দার ক্যারিয়ারে নতুন ইনিংস"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা