মায়া (ওয়েব চলচ্চিত্র)
মায়া ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী অতিলৌকিক হরর ওয়েব চলচ্চিত্র। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প অবলম্বনে পরিচালনা করেছেন অনিমেষ আইচ।[১] প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, রোদেলা টাপুর ও মেঘলা টুপুর। এটি দীপ্তি প্লে-তে ২০২৪ সালের ১৪ই এপ্রিল মুক্তি পায়।[২]
মায়া | |
---|---|
বিভূতি বাবুর ১ নং দিশি ভুতের গল্প: মায়া | |
পরিচালক | অনিমেষ আইচ |
চিত্রনাট্যকার | অনিমেষ আইচ |
কাহিনিকার | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | |
পরিবেশক | দীপ্ত প্লে |
মুক্তি |
|
স্থিতিকাল | ৭৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনা১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এ ওয়েব ফিল্মে দেখা যাবে, মানবেন্দ্র নামের এক গরিব ব্রাহ্মণ সন্তান জীবিকার অন্বেষণে একটি গ্রামে আসে। সেখানে পরাশর বাবুর পুরনো এক বাড়ি পাহারা দেয়ার চাকরি পায়। গ্রামবাসীর শত বাধা সত্ত্বেও সে এ অভিশপ্ত বাড়িতে অবস্থান করে। এরপর সে বাড়িতে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মানবেন্দ্র এক অশরীরী আত্মা চিনুর প্রেমে পড়ে। কী এক মায়ায় যেন আটকে যায়, কোনোভাবেই সে আর ওই বাড়ি থেকে বের হতে পারে না। মানবেন্দ্র বাড়িটি থেকে বেরিয়ে আসতে পারবে নাকি আটকে যাবে আরো গভীর কোনো মায়ায়, তা নিয়েই ফিল্মটি সাজিয়েছেন নির্মাতা।[১]
অভিনয়শিল্পী
সম্পাদনামুক্তি
সম্পাদনা২০২৪ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ৭৫ মিনিটের ওয়েব চলচ্চিত্রটি দীপ্ত প্লে এ মুক্তি পায়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ BonikBarta। "বিভূতিভূষণের গল্প থেকে অনিমেষের মায়া"। বিভূতিভূষণের গল্প থেকে অনিমেষের মায়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
- ↑ "মায়া"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
- ↑ "দুই জোড়া জমজকে নিয়ে একশ বছরের পুরোনো গল্প পর্দায় আনছেন অনিমেষ"। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে মায়া
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মায়া (ইংরেজি)