সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার
সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতাদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১]
সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার | |
---|---|
বিবরণ | তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার জন্য |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | মেরিল ও দৈনিক প্রথম আলো |
প্রথম পুরস্কৃত | ১৯৯৯ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৫ |
বর্তমানে আধৃত | শাকিব খান তুফান (২০২৪) |
ওয়েবসাইট | prothom-alo |
এই বিভাগে প্রথমবার পুরস্কার লাভ করেন রিয়াজ। টানা পাঁচবারসহ সর্বাধিক আটবার এই পুরস্কার লাভ করেন শাকিব খান। তিনি ২০১১ থেকে ২০১৫ সালের আয়োজনে টানা পাঁচবার এই পুরস্কার লাভ করেন। শাকিব খান সর্বাধিক ১৮ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী শাকিব খান তুফান (২০২৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বিজয়ীদের তালিকা
সম্পাদনানিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেতাদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
১৯৯৮-২০০৯
সম্পাদনা২০১০-এর দশক
সম্পাদনা২০২০-এর দশক
সম্পাদনা- ১৯৯৮-২০০০ সালে কোন নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য মনোনয়ন দেওয়া হয়নি।
একাধিকবার জয় ও মনোনয়ন
সম্পাদনা
নিন্মোক্ত অভিনেতাগণ দুই বা ততোধিক পুরস্কার লাভ করেছেন:
|
নিন্মোক্ত অভিনেতাগণ দুই বা ততোধিক মনোনয়ন লাভ করেছেন:
|
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo awards for 2005 given"। দ্য ডেইলি স্টার। ১৩ মে ২০০৯। ১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৬"। দৈনিক প্রথম আলো। ৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৭"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "Meril-Prothom Alo Award ceremony held"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ আলম, জাহাঙ্গীর (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards: Lifetime honour goes to Nazrul exponent Shudhin Das"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১০"। দৈনিক প্রথম আলো। ২০ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ আলম, জাহাঙ্গীর (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"। ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২"। দৈনিক প্রথম আলো। ১৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল—প্রথম আলো পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril Prothom Alo Awards Gala Night"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "ছেলে আব্রামকে পুরস্কার উৎসর্গ করলেন শাকিব"। দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "সেরা চলচ্চিত্র অভিনেতা–অভিনেত্রী যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "জনপ্রিয় বিভাগে যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"। দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "তারকা জরিপ ও সমালোচক পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ১২ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।
- ↑ "মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১"। দৈনিক প্রথম আলো। ২৭ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।
- ↑ আলম, মো রাশেদুল (৯ সেপ্টেম্বর ২০২৩)। "মেরিল-প্রথম আলো পুরস্কার: তারকা জরিপ পুরস্কারে সেরা হলেন যারা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "'এর চেয়ে সুন্দর সুখের স্মৃতি হতে পারে না'"। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "তারকা জরিপ পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা–অভিনেত্রীর মনোনয়ন পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৫।