ও প্রিয়া তুমি কোথায়
ও প্রিয়া তুমি কোথায় বাংলা ভাষায় রচিত একটি আধুনিক সংগীত। গানটি বাংলাদেশী গায়ক আসিফ আকবরের প্রথম স্টুডিও অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় -এর শিরোনামীয় সংগীত এবং ঐ এ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান।[১] ইথুন বাবু এই গানের গীতিকার এবং একই সাথে ঐ এ্যালবামের সকল গানের সুর ও সঙ্গীত পরিচালক ছিলেন। জনপ্রিয়তার নিরিখে গানটি বাংলা চলচ্চিত্রেও প্রভাব রাখে।[২][৩][৪]
"ও প্রিয়া তুমি কোথায়" | ||
---|---|---|
ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম থেকে | ||
আসিফ আকবর কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | বাংলা | |
প্রকাশিত | ২০০১ | |
মুক্তিপ্রাপ্ত | ৩০ জানুয়ারি ২০০১ | |
ধারা | বাংলা পপ, আধুনিক, চলচ্চিত্র সংগীত | |
দৈর্ঘ্য | ০৫:১৬ | |
লেবেল | সাউন্ডটেক | |
লেখক | ইথুন বাবু | |
প্রযোজক | ইথুন বাবু | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "ও প্রিয়া তুমি কোথায়" | ||
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "ও প্রিয়া তুমি কোথায়" চলচ্চিত্রে |
মুক্তিলাভ
সম্পাদনাঅডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক ইলেক্ট্রনিক্সের ব্যানারে এই গানটি ২০০১ সালের ৩০ জানুয়ারি অডিও ক্যাসেট ও সিডিতে প্রথম মুক্তি পায়।[৫] এই গানের মিউজিক ভিডিও ২০১৬ সালের ৫ মে সাউন্ডটেক তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করে।[৬] চলচ্চিত্রের সংস্করণটি ঈগল মিউজিকের ব্যানারে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তারিখে ইউটিউবে অবমুক্ত করা হয়।[৭]
জনপ্রিয়তা ও স্বীকৃতি
সম্পাদনা২০০১ সালে বিরহধর্মী এই গানের অডিও মুক্তির পরপরই বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ গানের জনপ্রিয়তাকে কাজে লগিয়ে ২০০২ সালে শাহাদাত হোসেন লিটন[৮] একই নামের চলচ্চিত্র ‘ও প্রিয়া তুমি কোথায়’ নির্মাণ করেন।[২][৩][৯] গানটি এই চলচ্চিত্রে সুর ও কথা ঠিক রেখে হুবহু ব্যবহার করা হয়। চলচ্চিত্রে রিয়াজ এই গানের চিত্রায়নে ঠোঁট মিলিয়েছিলেন। ২০০৯ হতে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত কয়েকটি 'আন-অফিসিয়াল' ইউটিউব চ্যানেল হতে গানটি ৭০ লাখেরও বেশিবার শোনা হয়েছে।[৩]
এই গানের জন্য আসিফ আকবর ২০০১ সালে শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার জয় করেন।[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী"। bdtoday24.com। ৬ মে ২০১৪। ৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৪।
- ↑ ক খ "'ও প্রিয়া তুমি কোথায়' গানের সাথে রিয়াজ-শাবনূর"। অবিরত। ২০১৮-০১-৩১। ২০১৯-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪।
- ↑ ক খ গ "'ও প্রিয়া তুমি কোথায়' ইউটিউব থেকে শোনা হয়েছে ৭০ লাখ বারের বেশি"। কালের কণ্ঠ।
- ↑ "আসিফের সঙ্গে 'ও প্রিয়া তুমি কোথায়' গাইলেন রিয়াজ-শাবনূর"। চ্যানেল আই অনলাইন। ২০১৮-০১-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- ↑ "১০ বছর পর সাউন্ডটেকে ফিরলেন আসিফ আকবর | banglatribune.com"। Bangla Tribune। ২০১৯-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪।
- ↑ "Asif Akbar - O Priya Tumi Kothay | ও প্রিয়া তুমি কোথায় | Music Video"।
- ↑ "O Priya Tumi Kothay | Bangla Movie Song | Riaz | Shabnur | Asif Akbar"।
- ↑ "চলচ্চিত্র"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- ↑ "আসিফের সঙ্গে গাইলেন শাবনূর, রিয়াজ, ফেরদৌস, মিশা"। বলা না বলা। ২০১৮-০২-০১। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪।
- ↑ "কে কতটা এগিয়ে..."। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- চলচ্চিত্রে ও প্রিয়া তুমি কোথায়