শাকিল খান
বাংলাদেশী অভিনেতা
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। (জুন ২০২০) |
শাকিল খান একজন বাংলাদেশি অভিনেতা। তিনি একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সাথে অভিনেত্রী সাদিকা পারভিন পপির বহুল আলোচিত প্রেমের সম্পর্ক ছিল।[১] তবে শাকিল খান বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন।[২]
শাকিল খান | |
---|---|
জন্ম | শাকিল আহসান নভেম্বর ০৩, ১৯৭৩ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, ব্যবসায়ী |
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
কর্মজীবনসম্পাদনা
১৯৯৭ সালে আমার ঘর আমার বেহেশত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শাকিল খান চলচ্চিত্রে প্রবেশ করেন। চলচ্চিত্রটিতে সাদিকা পারভিন পপিও অভিনয় করেছিলেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলি হল মা যখন বিচারক , এই মন তোমাকে দিলাম , বিয়ের ফুল , নারীর মন ইত্যাদি।
কর্পোরেট কর্মজীবনসম্পাদনা
বর্তমানে খান নিজের প্রতিষ্ঠান 'রোজ হার্বাল' এর ব্যবস্থাপনা পরিচালক। খান চট্টগ্রামে 'পাবলিক হসপিটাল' নামে একটি বেসরকারি ক্লিনিকের মালিক।
উল্লেখযোগ্য চলচ্চিত্রসম্পাদনা
- আমার ঘর আমার বেহেশত (১৯৯৭)
- এই মন তোমাকে দিলাম (১৯৯৮)
- মা যখন বিচারক (১৯৯৮)
- প্রাণের প্রিয়তমা (১৯৯৯)
- মগের মুল্লুক (১৯৯৯)
- সবার অজান্তে (১৯৯৯)
- পাহারাদার (১৯৯৯)
- বিয়ের ফুল (১৯৯৯)
- নারীর মন (২০০০)
- সন্ত্রাসী বন্ধু (২০০০)
- আমার বৌ (২০০০)
- কষ্ট (২০০০)
- মন (২০০১)
- মেঘলা আকাশ (২০০২)
- হর হর মহাদেব(হিন্দি)(২০০২)
- বলোনা ভালবাসি (২০০৫)
- রক্ত পিপাসা (২০০৭)
- বাবা আমার বাবা (২০০৮)
- তোমাকেই খুঁজেছি (২০০৮)
- অবুঝ বৌ (২০১০)
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "শাকিল খান শুধুই অতীত: পপি"। poriborton.com। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- ↑ "কেমন আছেন নায়ক শাকিল খান"। kalerkantho.com।