শাকিল খান
শাকিল খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা যিনি ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সক্রিয় ছিলেন।
শাকিল খান | |
---|---|
জন্ম | শেখ শাকিল আহসান ৩ নভেম্বর ১৯৭০ রামপাল, বাগেরহাট |
পেশা | রাজনীতি, চলচ্চিত্রে অভিনয় |
কর্মজীবন | ১৯৯৪—২০১০ |
উল্লেখযোগ্য কর্ম | বিয়ের ফুল, মেঘলা আকাশ, অবুঝ বউ, বাবা আমার বাবা |
অভিনয় জীবন
সম্পাদনাশাকিল খান ১৯৯৪ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন।[১]
রাজনীতি
সম্পাদনাবাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক খুলনার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৮ সালের এপ্রিলে সংসদ থেকে পদত্যাগ করলে,[২] শাকিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করেন। তবে শাকিল প্রতিদ্বন্দ্বীতা ছেড়ে দিলে খালেকের স্ত্রী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৩]
শাকিল ডিসেম্বর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে আসনটির জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান, কিন্তু দলটি ক্ষমতাসীন প্রার্থীকেই মনোনয়ন দেয়।[৪]
চলচ্চিত্র ক্যারিয়ার
সম্পাদনাশাকিল পাহারাদার, বিয়ের ফুল, নারীর মন, কষ্ট, এবং আবুঝ বউ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।
শাকিল হৃদয়ের বাঁশিতে তার সহ-অভিনেত্রী জনাকে ২০০২ সালে বিয়ে করলেও সেই বিয়ে বেশিদিন টেকেনি।[৫]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাবছর | মুক্তির সময় | শিরোনাম | ভূমিকা | সহ-অভিনেতা | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|---|
১৯৯৭ | ০৩.১০.১৯৯৭ | আমার ঘর আমার বেহেস্ত | পপি | সোহানুর রহমান সোহান | [৬] | |
১৯৯৮ | ২১.০৮.১৯৯৮ | মা যখন বিচারক | পপি | সোহানুর রহমান সোহান | ||
৩০.০১.১৯৯৮
ঈদুল ফিতর |
এই মন তোমাকে দিলাম | পপি | মোস্তাফিজুর রহমান বাবু | |||
০৮.০৪.১৯৯৮
ঈদুল আযহা |
অগ্নিস্বাক্ষী | পপি | সোহানুর রহমান সোহান | |||
১৯.০৬.১৯৯৮ | রাজা রাণী বাদশা | শতাব্দী রায় | আজিজুর রহমান বুলি | |||
২৫.০৯.১৯৯৮ | মিলন মালার প্রেম | পপি | ফিরোজ আল মামুন | |||
০২.১০.১৯৯৮ | মানুষ কেন অমানুষ | শাবনূর | রায়হান মুজিব | |||
০৪.১২.১৯৯৮ | আমার অন্তরে তুমি | শাবনূর | এম এম সরকার | |||
১৯৯৯ | ১৯.০১.১৯৯৯
ঈদুল ফিতর |
পাহারাদার | পপি | শিবলি সাদিক | [৬] | |
১৯.০১.১৯৯৯
ঈদুল ফিতর |
বিয়ের ফুল | আকাশ | শাবনূর, রিয়াজ | মতিন রহমান | [৬] | |
২৯.০৩.১৯৯৯
ঈদুল আযহা |
অবুঝ মনের ভালোবাসা | পপি | শফি বিক্রমপুরী | |||
৩০.০৪.১৯৯৯ | প্রাণের প্রিয়তমা | পপি | শওকত জামিল | |||
২১.০৫.১৯৯৯ | মগের মুল্লুক | মৌসুমী | মনতাজুর রহমান আকবর | |||
২৫.০৬.১৯৯৯ | মানুষ মানুষের জন্য | পপি | মারুফ হোসেন মিলন | |||
১৬.০৭.১৯৯৯ | জোর | পপি | মোতালেব হোসেন | |||
২০.০৮.১৯৯৯ | শত্রু ধ্বংস | ভাগ্যশ্রী | ইস্পাহানি আরিফ জাহান | |||
০৩.০৯.১৯৯৯ | বিলাত ফেরত মেয়ে | মিতালী | রানা হামিদ | |||
১৫.১০.১৯৯৯ | লাভ ইন থাইল্যান্ড | ঋতুপর্ণা | মোহাম্মদ হোসেন | |||
০৫.১১.১৯৯৯ | মাস্তানের দাপট | পপি | গাজী জাহাঙ্গীর | |||
২০০০ | ০৯.০১.২০০০
ঈদুল ফিতর |
নারীর মন | শাবনূর | মতিন রহমান | [৬] | |
২৮.০১.২০০০ | তুমি যে আমার | পূর্ণিমা | মুখলেসুর রহমান গোলাপ | |||
১৮.০২.২০০০ | দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে | শাবনূর | উত্তম আকাশ | |||
২৫.০২.২০০০ | জীবন ছবি | পূর্ণিমা, ফেরদৌস আহমেদ, পপি, রাজ্জাক, বুলবুল আহমেদ, আনোয়ার হোসেন, ডলি জহুর | আলমগীর কুমকুম | |||
১৭.০৩.২০০০
ঈদুল আযহা |
কষ্ট | শাকিল | মান্না, মৌসুমী | কাজী হায়াৎ | [৬] | |
০২.০৬.২০০০ | যাবি কই | মুনমুন | ওয়াকিল আহমেদ | |||
০৭.০৭.২০০০ | বর্ষা বাদল | পপি | ছটকু আহমেদ | |||
২১.০৭.২০০০ | আমার প্রেম আমার অহংকার | মৌসুমী | জামশেদুর রহমান | |||
১৮.০৮.২০০০ | সবার অজান্তে | শাবনূর | শিল্পী চক্রবর্তী | |||
২৫.০৮.২০০০ | তুমি আমার ভালোবাসা | তামান্না | অণ্জন সরকার | |||
২০.১০.২০০০ | গিরিঙ্গিবাজ | মৌসুমী | উত্তম আকাশ | |||
২০০১ | ২৭.০৪.২০০১ | মন | শাবনূর | মোস্তাফিজুর রহমান বাবু | ||
২৬.১০.২০০১ | আমার বউ | পপি | ইস্পাহানি আরিফ জাহান | |||
২০০২ | ২২.০৩.২০০২ | মেঘলা আকাশ | টিংকু | পূর্ণিমা, মৌসুমী | নারগিস আক্তার | [৬] |
২৫.১০.২০০২ | হৃদয়ের বাঁশি | জনা | রেজা হাসমত | [৭] | ||
১৫.০৩.২০০২ | সন্ত্রাসী বন্ধু | তামান্না | শওকত জামিল | |||
২০০৪ | ১৫.১১.২০০৪
ঈদুল ফিতর |
অন্য মানুষ | শাবনূর | কাজী হায়াৎ | ||
২০০৫ | ২৭.০৫.২০০৫ | বলোনা ভালোবাসি | সুজন | ফেরদৌস, শাবনূর | সোহানুর রহমান সোহান | |
১৩.০৫.২০০৫ | দুই নয়নের আলো | শাবনূর | মোস্তাফিজুর রহমান মানিক | |||
১০.০৬.২০০৫ | মহব্বত জিন্দাবাদ | কেয়া | মতিন রহমান | |||
১৬.১২.২০০৫ | জীবন সীমান্তে | অতিথি শিল্পী | গাজী জাহাঙ্গীর | |||
২০০৬ | ১০.০২.২০০৬ | একশ কোটি টাকা | বিশেষ শিল্পী | মোহাম্মদ হোসেন জেমী | ||
৩১.০৩.২০০৬ | রণাঙ্গন | ঋতুপর্ণা | এফ আই মানিক | |||
২১.০৪.২০০৬ | সাথী তুমি কার | পূর্ণিমা | এস এম সরকার | |||
২৬.০৫.২০০৬ | রসিয়া সুন্দরী | নেহা | নুর মহম্মদ মনি | |||
০৯.০৬.২০০৬ | দাঁত ভাঙ্গা জবাব | মুনমুন | সালাউদ্দিন | |||
২৩.০৬.২০০৬ | ঘাত সংঘাত | শায়লা | মোতালেব হোসেন | |||
২০০৭ | ০২.০৩.২০০৭ | বৃষ্টি ভেজা আকাশ | বিশেষ শিল্পী | সোহানুর রহমান সোহান | [৮] | |
১১.০৫.২০০৭ | স্টেশনের রংবাজ | নিশু | রকিবুল আলম রকিব | |||
২২.০৬.২০০৭ | খেসারত | নিশু | পল্লী মালেক | |||
০২.১১.২০০৭ | মায়ের বদলা | কেয়া, শাকিরা | কাজী আলমগীর | |||
২৩.১১.২০০৭ | রক্ত পিপাসা | মৌমিতা | মাসুম পারভেজ রুবেল | |||
২১.১২.২০০৭
ঈদুল আযহা |
বিয়াইন সাব | মৌসুমী | আবুল কালাম আজাদ | |||
২০০৮ | বাবা আমার বাবা | শফিক | ফেরদৌস, দীঘি, মৌসুমী, ইলিয়াস কাঞ্চন | ইলিয়াস কাঞ্চন | ||
১৮.০৭.২০০৮ | তোমাকেই খুঁজছি | রিয়াজ, পূর্ণিমা, কারিনা | মতিন রহমান | [৯] | ||
২০০৯ | ১৬.০১.২০০৯ | ভুল সবই ভুল | সাগরিকা | মঈন বিশ্বাস | ||
২০১০ | ১১.০৯.২০১০
ঈদুল ফিতর |
অবুঝ বউ | নিপুন | নার্গিস আক্তার | [৯] | |
২০১১ | ০২.১২.২০১১ | কে আপন কে পর | অতিথি শিল্পী | শাহীন সুমন |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যে কারণে চলচ্চিত্র জগৎ ছেড়ে গেছেন নায়ক শাকিল খান"। প্রথম আলো। ৭ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩।
- ↑ "AL MP Khaleque resigns to contest Khulna city polls"। The Daily Star। ১০ এপ্রিল ২০১৮।
- ↑ "Awami League candidate Bina wins Bagerhat seat unopposed"। bdnews24.com। ৪ জুন ২০১৮।
- ↑ "নৌকার মাঝি হতে মনোনয়নপত্র কিনলেন শাকিল খান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩।
- ↑ "Actress Jona to return to Dhaka in Eid"। The New Nation। ২৩ আগস্ট ২০১০।
She [Jona] first married film actor Shakil Khan. Later they went on separation.
- ↑ ক খ গ ঘ ঙ চ Alam, Manzurul (১১ মে ২০২০)। "Heartthrob Shakil Khan recalls Dhallywood days"। Prothom Alo।
- ↑ "দুই মাসের জন্য..."। মানবজমিন। ৫ জুলাই ২০১৯।
- ↑ "'Brishti Bheja Akash' on Channel i"। The Daily Star। ১৩ জুন ২০১৫।
- ↑ ক খ "Shakil Khan embarrassed"। The New Nation (ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০১৭। ২১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩।