দুই নয়নের আলো
দুই নয়নের আলো মোস্তাফিজুর রহমান মানিক রচিত ও পরিচালিত ২০০৫ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। নবধারা চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হুমায়ূন কবীর। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস আহমেদ, শাকিল খান ও বুলবুল আহমেদ। এটি নিম্নবিত্ত একটি তরুণীর জীবন-সংগ্রাম ও মর্যাদার লড়াই নিয়ে আবর্তিত হয়েছে।[১]
দুই নয়নের আলো | |
---|---|
পরিচালক | মোস্তাফিজুর রহমান মানিক |
প্রযোজক | হুমায়ূন কবীর |
রচয়িতা | মোস্তাফিজুর রহমান মানিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | এম এইচ স্বপন |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | নবধারা চলচ্চিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৫ সালের ১৩ই মে মুক্তি পায়। এতে অভিনয় করে শাবনূর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২] এছাড়া চলচ্চিত্রটি সঙ্গীত শাখায় আরও দুটি পুরস্কার অর্জন করে।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- শাবনূর - সেঁজুতি
- ফেরদৌস আহমেদ - আকাশ
- শাকিল খান - শাকিল
- বুলবুল আহমেদ
- অমল বোস
- প্রবীর মিত্র - সেঁজুতির বাবা
- রেহানা জলি - সেঁজুতির মা
- জামিলুর রহমান শাখা
- ডন
- রতন খান
- সেতু
- বাপ্পী
- সেলিম রেজা
- কমল
- মঞ্জুর মোর্শেদ
- চুন্নু
- কাজল
- সোহাগ
- রজনী
- মোসাদ্দেক রহমান ফাগুন
- রিয়াজ - শিরোনাম গানে অতিথি চরিত্রে
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন এবং গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, মনির খান, ও বেবী নাজনীন।
গানের তালিকা
সম্পাদনাসকল গানের গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল; সকল গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আমার নাম আমার ঠিকানা" | বেবী নাজনীন | |
২. | "দুই নয়নের আলো" | মনির খান | |
৩. | "ও পরী" | কুমার বিশ্বজিৎ | |
৪. | "পূর্ণিমা চাঁদ নও" | সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর | |
৫. | "সুখের পাখিরে" | সাবিনা ইয়াসমিন | |
৬. | "বধূয়ারে বুঝো না কেউ ভুল" | সুবীর নন্দী |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | মনির খান | বিজয়ী | ||
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | সাবিনা ইয়াসমিন | বিজয়ী | ||
৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | শাবনূর | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শাবনূরের সেরা দশ সিনেমা"। ভোরের কাগজ। ৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ সারওয়াত, নাদিয়া (২৫ অক্টোবর ২০০৮)। "National Film Awards generate enthusiasm"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দুই নয়নের আলো (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে দুই নয়নের আলো