অমল বোস

বাংলাদেশী অভিনেতা

অমল বোস (জন্ম: ১৯৪৩ — মৃত্যু: ২৩ জানুয়ারি, ২০১২) বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন। পাশাপাশি মঞ্চ, টিভি, বেতার, বিজ্ঞাপনচিত্রসহ সর্বক্ষেত্রেই দীপ্ত পদচারণা ছিল তার।[] তার প্রকৃত নাম অমলেন্দু বিশ্বাস[] তিনি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। ১৯৬৩ সালে থেকে তিনি ক্লাব থিয়েটার-এ মঞ্চ নাটকে কাজ করেন।[] ১৯৬৬ সালে তিনি প্রথম রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করেন।[]

অমল বোস
অমল বোস
জন্ম
অমলেন্দু বিশ্বাস[]

১৯৪৩
মৃত্যু২৩ জানুয়ারি, ২০১২
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামঅমল বোস, অমলদা
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাচলচ্চিত্র অভিনেতা
মঞ্চ অভিনেতা
টিভি অভিনেতা
বেতার অভিনেতা
কর্মজীবন১৯৬৬–২০১২
দাম্পত্য সঙ্গীস্বাতী বোস
সন্তানমন্দিরা বোস

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

অমল বোস ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশকের প্রথম থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন। একাধারে মঞ্চ, টিভি, চলচ্চিত্র ও বেতার জগতে পদচারণা ছিল। সেই সুবাদে ঢাকাতেই তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছিল তার স্ত্রী - স্বাতী বোস, একমাত্র মেয়ে - মন্দিরা বোস ও জামাই - ইন্দ্রজিৎ সরকার।[]

জনপ্রিয় এ অভিনেতা পেশাগত জীবনে জুট মিলস্‌ কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন।

অভিনয় জীবন

সম্পাদনা

মঞ্চ নাটক

সম্পাদনা

১৯৬০-এর দশকে অমল বোস তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তিনি ১৯৬৩ সালে থেকে ঢাকা ক্লাব থিয়েটার-এ মঞ্চ নাটকে কাজ করেছেন। নুরুল মোমেনের নাটক আলো ছায়া তার নির্দেশনায় দারুণ জনপ্রিয়তা পায়। সেই সময় তিনি অবসর, সপ্তরূপা, শৈবাল ও রংধনু নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেন।[]

চলচ্চিত্র জগৎ

সম্পাদনা

১৯৬৬ সালে রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন। এরপর তিনি নীল আকাশের নিচেশ্বশুরবাড়ী জিন্দাবাদ-সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন অমল বোস। ১৯৭৫ সালে তিনি "কেন এমন হয়" নামক একটি চলচ্চিত্র পরিচালনা করেন।[]

ছোট পর্দায়

সম্পাদনা

বাংলাদেশ টেলিভিশনের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি 'জাতীয় মহিষাসুর' হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ ৩৮ বছর ঐ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।[] ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ নাটিকায় কংসের চরিত্রে অভিনয়েও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্ব্বী।[]

এছাড়াও, বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র 'নানা-নাতি' পর্বে অমল বোসের নানামোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয়।[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০১৪ সীমারেখা দেলোয়ার নাজমুলস্বপন সাহা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র
এক কাপ চা নাঈম ইমতিয়াজ নেয়ামুল বাচসাস পুরুস্কার প্রাপ্ত
২০১২ নাইওরি রুহুল আমিন রোবেল
২০১১ গার্মেন্টস কন্যা জি সরকার
কোটি টাকার প্রেম সোহানুর রহমান সোহান
কুসুম কুসুম প্রেম গুনিন মুশফিকুর রহমান গুলজার
২০১০ অবুঝ বউ নারগিস আক্তার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'সমাপ্তি' অবলম্বনে নির্মিত
২০০৯ বলবো কথা বাসর ঘরে শাহ মোঃ সংগ্রাম মেরিল-প্রথম আলো পুরস্কার প্রাপ্ত
মন বসে না পড়ার টেবিলে আব্দুল মান্নান
২০০৮ তুমি স্বপ্ন তুমি সাধনা শাহাদত হোসেন লিটন
কোটি টাকার ফকির রাজ্জাক
আক্কেল আলীর নির্বাচন জিল্লুর রহমান
মায়ের স্বপ্ন ইলিয়াস কাঞ্চন
২০০৭ ময়দান পল্লী মালেক
বিয়াইন সাব আজাদী হাসনাত ফিরোজ
গ্রাম গঞ্জের পিরিতি আজাদী হাসনাত ফিরোজ
২০০৬ মায়ের মর্যাদা দিলীপ বিশ্বাস
রাঙ্গা বাইদানী তোজাম্মেল হক বকুল
ভেজাল পল্লী মালেক
ঠান্ডা মাথার খুনি শাহাদাত হোসেন লিটন
এ দেশ কার! ওয়াজেদ আলী বাবলু
২০০৫ গাদ্দারী সাফি উদ্দিন সাফি ও ইকবাল
মাতৃত্ব মাতব জাহিদ হোসেন
রং নাম্বার আবিরের বাবা মতিন রহমান
দুই নয়নের আলো মোস্তাফিজুর রহমান মানিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
টক ঝাল মিষ্টি ডিআইজি দেবাশীষ বিশ্বাস
২০০৪ তেজী পুরুষ পি এ কাজল
তোমার জন্য পাগল শিল্পী চক্রবর্তী
২০০৩ মাসুদ রানা এখন ঢাকায় সুজাউর রহমান সুজা
হাছন রাজা চাষী নজরুল ইসলাম
২০০২ মিলন হবে কত দিনে সৈয়দ বদরুজ্জামান জাকির হোসেন রাজু
ফায়ার মোহাম্মদ হোসেন
ক্ষত বিক্ষত মনোয়ার হোসেন
২০০১ শ্বশুরবাড়ি জিন্দাবাদ মিঃ মজুমদার দেবাশীষ বিশ্বাস দেবাশীষ বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র
২০০০ আমার প্রেম আমার অহংকার জামশেদুর রহমান
ক্ষ্যাপাবাসু বাসার মামা কমল সরকার
১৯৯৯ অনন্ত ভালোবাসা সোহানুর রহমান সোহান
সন্তান যখন শত্রু রাজ্জাক রাজলক্ষ্মী প্রোডাকশন্স প্রযোজিত
হঠাৎ বৃষ্টি ভোলা (টেলিফোন অপারেটর) বাসু চ্যাটার্জী বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনা
আমি তোমারি চৌধুরী মতিন রহমান
বিয়ের ফুল কাশেম মল্লিক মতিন রহমান
১৯৯৮ রাঙা বউ মোহাম্মদ হোসেন
১৯৯৬ অজান্তে আকবর দিলীপ বিশ্বাস জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
স্বপ্নের পৃথিবী বাদল খন্দকার
তোমাকে চাই ইজ্জত আলী মতিন রহমান
১৯৯৫ মহামিলন দিলীপ সোম
১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত সোহানুর রহমান সোহান
১৯৯২ দাঙ্গা কাজী হায়াৎ
১৯৮৪ মহানায়ক হীরা ক্রেতা আলমগীর কবির জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত

অন্যান্য চলচ্চিত্র:

  • রাজা সন্ন্যাসী
  • নীল আকাশের নিচে
  • মহুয়া
  • সোনালী আকাশ
  • চন্দন দ্বীপের রাজকন্যা
  • গুনাই বিবি
  • রাজলক্ষ্মী শ্রীকান্ত
  • অবিচার
  • আজকের প্রতিবাদ
  • আমি সেই মেয়ে
  • তোমাকে চাই
  • মন মানে না - ব্রিটিশ মামা
  • কাজের মেয়ে - এম আলী
  • তুমি শুধু তুমি
  • মায়ের সম্মান - কাশেম
  • রং নাম্বার (২০০৪) - আওলাদ
  • তোমার জন্য পাগল
  • মন - আইনজীবী
  • ভালোবাসা কারে কয় - পুলিশ অফিসার

সম্মাননা

সম্পাদনা

অমল বোস তার দীর্ঘ অভিনয় জীবনে নব্বইয়ের দশকে পরিচালক চাষী নজরুল ইসলাম নির্মিত "আজকের প্রতিবাদ" ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন।[]

মৃত্যুবরণ

সম্পাদনা

২০১২ সালের ২৩ জানুয়ারিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল।[] কিন্তু তিনি সেই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।[] পরবর্তীতে বেলা ১২টায় তার মেয়ের জামাই ইন্দ্রজিৎ সরকার হৃদরোগজনিত কারণে অমল বোসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।[১০]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রকাশকঃ দৈনিক প্রথম আলো অমল বোসের পথ বদলে গেল চির প্রস্থানের দিকে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৭-১৬ তারিখে সংগৃহীত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০১২
  2. জানুয়ারি ২৪, ২০১২, যায় যায় দিন এক নজরে অমল বোস সংগৃহীত হয়েছেঃ ২৪ জানুয়ারি, ২০১২
  3. জানুয়ারি ২৩ ২০১২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) অভিনেতা অমল বোস আর নেই ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জানুয়ারি ২০১২ তারিখে সংগৃহীত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০১২
  4. দৈনিক প্রথম আলো, ঢাকা, মুদ্রিত সংস্করণ, ২৬ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠা-১৯
  5. "আজকের এই দিনে / অমল বোসের প্রয়াণ দিবস"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪ 
  6. দৈনিক ইত্তেফাক, বিনোদন প্রতিদিন, মুদ্রিত সংস্করণ, ২৪ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠাঃ ১২
  7. দৈনিক যুগান্তর, আনন্দনগর, মুদ্রিত সংস্করণ, ২৪ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠাঃ ১৩
  8. প্রকাশকঃ দৈনিক প্রথম আলো চলে গেলেন অমল বোস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুলাই ২০১৯ তারিখে সংগৃহীত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০১২
  9. দৈনিক প্রথম আলো, আনন্দ, ঢাকা, মুদ্রিত সংস্করণ, ২৬ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠা-৩
  10. The Daily Star, Printed Version, P. 20, January 24, 2012

বহিঃসংযোগ

সম্পাদনা