অমল বোস
অমল বোস (জন্ম: ১৯৪৩ — মৃত্যু: ২৩ জানুয়ারি, ২০১২) বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন। পাশাপাশি মঞ্চ, টিভি, বেতার, বিজ্ঞাপনচিত্রসহ সর্বক্ষেত্রেই দীপ্ত পদচারণা ছিল তার।[২] তার প্রকৃত নাম অমলেন্দু বিশ্বাস।[২] তিনি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। ১৯৬৩ সালে থেকে তিনি ক্লাব থিয়েটার-এ মঞ্চ নাটকে কাজ করেন।[৩] ১৯৬৬ সালে তিনি প্রথম রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করেন।[১]
অমল বোস | |
---|---|
জন্ম | অমলেন্দু বিশ্বাস[১] ১৯৪৩ |
মৃত্যু | ২৩ জানুয়ারি, ২০১২ |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | অমল বোস, অমলদা |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | চলচ্চিত্র অভিনেতা মঞ্চ অভিনেতা টিভি অভিনেতা বেতার অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৬–২০১২ |
দাম্পত্য সঙ্গী | স্বাতী বোস |
সন্তান | মন্দিরা বোস |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅমল বোস ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশকের প্রথম থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন। একাধারে মঞ্চ, টিভি, চলচ্চিত্র ও বেতার জগতে পদচারণা ছিল। সেই সুবাদে ঢাকাতেই তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছিল তার স্ত্রী - স্বাতী বোস, একমাত্র মেয়ে - মন্দিরা বোস ও জামাই - ইন্দ্রজিৎ সরকার।[৪]
জনপ্রিয় এ অভিনেতা পেশাগত জীবনে জুট মিলস্ কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন।
অভিনয় জীবন
সম্পাদনামঞ্চ নাটক
সম্পাদনা১৯৬০-এর দশকে অমল বোস তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তিনি ১৯৬৩ সালে থেকে ঢাকা ক্লাব থিয়েটার-এ মঞ্চ নাটকে কাজ করেছেন। নুরুল মোমেনের নাটক আলো ছায়া তার নির্দেশনায় দারুণ জনপ্রিয়তা পায়। সেই সময় তিনি অবসর, সপ্তরূপা, শৈবাল ও রংধনু নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেন।[৩]
চলচ্চিত্র জগৎ
সম্পাদনা১৯৬৬ সালে রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন। এরপর তিনি নীল আকাশের নিচে ও শ্বশুরবাড়ী জিন্দাবাদ-সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন অমল বোস। ১৯৭৫ সালে তিনি "কেন এমন হয়" নামক একটি চলচ্চিত্র পরিচালনা করেন।[৫]
ছোট পর্দায়
সম্পাদনাবাংলাদেশ টেলিভিশনের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি 'জাতীয় মহিষাসুর' হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ ৩৮ বছর ঐ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।[৬] ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ নাটিকায় কংসের চরিত্রে অভিনয়েও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্ব্বী।[৭]
এছাড়াও, বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র 'নানা-নাতি' পর্বে অমল বোসের নানা ও মোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয়।[৮][৯]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৪ | সীমারেখা | দেলোয়ার নাজমুল ও স্বপন সাহা | বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র | |
এক কাপ চা | নাঈম ইমতিয়াজ নেয়ামুল | বাচসাস পুরুস্কার প্রাপ্ত | ||
২০১২ | নাইওরি | রুহুল আমিন রোবেল | ||
২০১১ | গার্মেন্টস কন্যা | জি সরকার | ||
কোটি টাকার প্রেম | সোহানুর রহমান সোহান | |||
কুসুম কুসুম প্রেম | গুনিন | মুশফিকুর রহমান গুলজার | ||
২০১০ | অবুঝ বউ | নারগিস আক্তার | রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'সমাপ্তি' অবলম্বনে নির্মিত | |
২০০৯ | বলবো কথা বাসর ঘরে | শাহ মোঃ সংগ্রাম | মেরিল-প্রথম আলো পুরস্কার প্রাপ্ত | |
মন বসে না পড়ার টেবিলে | আব্দুল মান্নান | |||
২০০৮ | তুমি স্বপ্ন তুমি সাধনা | শাহাদত হোসেন লিটন | ||
কোটি টাকার ফকির | রাজ্জাক | |||
আক্কেল আলীর নির্বাচন | জিল্লুর রহমান | |||
মায়ের স্বপ্ন | ইলিয়াস কাঞ্চন | |||
২০০৭ | ময়দান | পল্লী মালেক | ||
বিয়াইন সাব | আজাদী হাসনাত ফিরোজ | |||
গ্রাম গঞ্জের পিরিতি | আজাদী হাসনাত ফিরোজ | |||
২০০৬ | মায়ের মর্যাদা | দিলীপ বিশ্বাস | ||
রাঙ্গা বাইদানী | তোজাম্মেল হক বকুল | |||
ভেজাল | পল্লী মালেক | |||
ঠান্ডা মাথার খুনি | শাহাদাত হোসেন লিটন | |||
এ দেশ কার! | ওয়াজেদ আলী বাবলু | |||
২০০৫ | গাদ্দারী | সাফি উদ্দিন সাফি ও ইকবাল | ||
মাতৃত্ব | মাতব | জাহিদ হোসেন | ||
রং নাম্বার | আবিরের বাবা | মতিন রহমান | ||
দুই নয়নের আলো | মোস্তাফিজুর রহমান মানিক | জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত | ||
টক ঝাল মিষ্টি | ডিআইজি | দেবাশীষ বিশ্বাস | ||
২০০৪ | তেজী পুরুষ | পি এ কাজল | ||
তোমার জন্য পাগল | শিল্পী চক্রবর্তী | |||
২০০৩ | মাসুদ রানা এখন ঢাকায় | সুজাউর রহমান সুজা | ||
হাছন রাজা | চাষী নজরুল ইসলাম | |||
২০০২ | মিলন হবে কত দিনে | সৈয়দ বদরুজ্জামান | জাকির হোসেন রাজু | |
ফায়ার | মোহাম্মদ হোসেন | |||
ক্ষত বিক্ষত | মনোয়ার হোসেন | |||
২০০১ | শ্বশুরবাড়ি জিন্দাবাদ | মিঃ মজুমদার | দেবাশীষ বিশ্বাস | দেবাশীষ বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র |
২০০০ | আমার প্রেম আমার অহংকার | জামশেদুর রহমান | ||
ক্ষ্যাপাবাসু | বাসার মামা | কমল সরকার | ||
১৯৯৯ | অনন্ত ভালোবাসা | সোহানুর রহমান সোহান | ||
সন্তান যখন শত্রু | রাজ্জাক | রাজলক্ষ্মী প্রোডাকশন্স প্রযোজিত | ||
হঠাৎ বৃষ্টি | ভোলা (টেলিফোন অপারেটর) | বাসু চ্যাটার্জী | বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনা | |
আমি তোমারি | চৌধুরী | মতিন রহমান | ||
বিয়ের ফুল | কাশেম মল্লিক | মতিন রহমান | ||
১৯৯৮ | রাঙা বউ | মোহাম্মদ হোসেন | ||
১৯৯৬ | অজান্তে | আকবর | দিলীপ বিশ্বাস | জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত |
স্বপ্নের পৃথিবী | বাদল খন্দকার | |||
তোমাকে চাই | ইজ্জত আলী | মতিন রহমান | ||
১৯৯৫ | মহামিলন | দিলীপ সোম | ||
১৯৯৩ | কেয়ামত থেকে কেয়ামত | সোহানুর রহমান সোহান | ||
১৯৯২ | দাঙ্গা | কাজী হায়াৎ | ||
১৯৮৪ | মহানায়ক | হীরা ক্রেতা | আলমগীর কবির | জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত |
অন্যান্য চলচ্চিত্র:
- রাজা সন্ন্যাসী
- নীল আকাশের নিচে
- মহুয়া
- সোনালী আকাশ
- চন্দন দ্বীপের রাজকন্যা
- গুনাই বিবি
- রাজলক্ষ্মী শ্রীকান্ত
- অবিচার
- আজকের প্রতিবাদ
- আমি সেই মেয়ে
- তোমাকে চাই
- মন মানে না - ব্রিটিশ মামা
- কাজের মেয়ে - এম আলী
- তুমি শুধু তুমি
- মায়ের সম্মান - কাশেম
- রং নাম্বার (২০০৪) - আওলাদ
- তোমার জন্য পাগল
- মন - আইনজীবী
- ভালোবাসা কারে কয় - পুলিশ অফিসার
সম্মাননা
সম্পাদনাঅমল বোস তার দীর্ঘ অভিনয় জীবনে নব্বইয়ের দশকে পরিচালক চাষী নজরুল ইসলাম নির্মিত "আজকের প্রতিবাদ" ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন।[২]
মৃত্যুবরণ
সম্পাদনা২০১২ সালের ২৩ জানুয়ারিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল।[১] কিন্তু তিনি সেই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।[১] পরবর্তীতে বেলা ১২টায় তার মেয়ের জামাই ইন্দ্রজিৎ সরকার হৃদরোগজনিত কারণে অমল বোসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।[১০]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ প্রকাশকঃ দৈনিক প্রথম আলো অমল বোসের পথ বদলে গেল চির প্রস্থানের দিকে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৭-১৬ তারিখে সংগৃহীত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০১২
- ↑ ক খ গ জানুয়ারি ২৪, ২০১২, যায় যায় দিন এক নজরে অমল বোস সংগৃহীত হয়েছেঃ ২৪ জানুয়ারি, ২০১২
- ↑ ক খ জানুয়ারি ২৩ ২০১২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) অভিনেতা অমল বোস আর নেই ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জানুয়ারি ২০১২ তারিখে সংগৃহীত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০১২
- ↑ দৈনিক প্রথম আলো, ঢাকা, মুদ্রিত সংস্করণ, ২৬ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠা-১৯
- ↑ "আজকের এই দিনে / অমল বোসের প্রয়াণ দিবস"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।
- ↑ দৈনিক ইত্তেফাক, বিনোদন প্রতিদিন, মুদ্রিত সংস্করণ, ২৪ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠাঃ ১২
- ↑ দৈনিক যুগান্তর, আনন্দনগর, মুদ্রিত সংস্করণ, ২৪ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠাঃ ১৩
- ↑ প্রকাশকঃ দৈনিক প্রথম আলো চলে গেলেন অমল বোস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুলাই ২০১৯ তারিখে সংগৃহীত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০১২
- ↑ দৈনিক প্রথম আলো, আনন্দ, ঢাকা, মুদ্রিত সংস্করণ, ২৬ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠা-৩
- ↑ The Daily Star, Printed Version, P. 20, January 24, 2012
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অমল বোস (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অমল বোস
- নানা ছাড়া নাতি অসম্পূর্ণ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৯-০৮ তারিখে