কুসুম কুসুম প্রেম
২০১১-এর মুশফিকুর রহমান গুলজার পরিচালিত চলচ্চিত্র
কুসুম কুসুম প্রেম ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র[১]। ছবিটির কাহিনীকার ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার । ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস ও রিয়াজ। এছাড়াও কয়েকটি চরিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, অমল বোস ও নাসিমা খান[২]।
কুসুম কুসুম প্রেম | |
---|---|
![]() ছবির বাণিজ্যিক পোস্টের | |
পরিচালক | মুশফিকুর রহমান গুলজার |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | মুশফিকুর রহমান গুলজার |
শ্রেষ্ঠাংশে | মৌসুমী ফেরদৌস রিয়াজ এটিএম শামসুজ্জামান প্রবীর মিত্র অমল বোস নাসিমা খান |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | মুজিবুল হক ভূইয়া |
সম্পাদক | সহিদুল হক |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ৩১ আগস্ট, ২০১১ |
দেশ | ![]() |
ভাষা | বাংলা ভাষা |
অভিনয়ে
সম্পাদনা- মৌসুমী - কুসুম
- ফেরদৌস - হাশেম
- রিয়াজ - বাদল
- এটিএম শামসুজ্জামান - সানু মুন্সী
- প্রবীর মিত্র - কাশেম
- খালেদা আক্তার কল্পনা - বাদলের মা
- অমল বোস - গুনিন
- নাসিমা খান - হাশেমর চাচি
- জামিলুর রহমান শাখা
সংগীত
সম্পাদনাকুসুম কুসুম প্রেম ছবির সংগীত পরিচালনা করেন ইমন সাহা। সিনেমায় নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে ছিলেন কনক চাঁপা, এন্ড্রু কিশোর, মনির খান, পলাশ ও সেলিম চৌধুরী।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কুসুম কুসুম প্রেম (ইংরেজি) - এ