মন বসে না পড়ার টেবিলে

চলচ্চিত্র

মন বসে না পড়ার টেবিলে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান এবং ছবির প্রধান ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজশাবনুর। এছাড়াও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু ও দুলারী।

মন বসে না পড়ার টেবিলে
মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রের পোস্টার.jpg
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকআব্দুল মান্নান
প্রযোজকমোহাম্মদ হেলাল উদ্দিন হেলু
মোহাম্মদ এমাম হোসেন
রচয়িতামোহাম্মদ হেলাল উদ্দিন হেলু
শ্রেষ্ঠাংশেরিয়াজ
শাবনুর
নিপুন
এটিএম শামসুজ্জামান
ডলি জহুর
মিশা সওদাগর
সুরকারদেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়
চিত্রগ্রাহকএ কে কাইয়ুম
সম্পাদকচিশতি জামাল
পরিবেশকগাজীপুর চলচ্চিত্র
মুক্তি২০০৯
দৈর্ঘ্য১৪২ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

সম্মাননাসম্পাদনা

মন বসে না পড়ার টেবিলে কমেডি ধাঁচের এই চলচ্চিত্রটি ২০০৯ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা কৌতুক অভিনেতা পুরস্কার পুরস্কার নাভ করে।[১][২][৩]

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসম্পাদনা

সংগীতসম্পাদনা

মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়। ছবিতে মোট ছয়টি গান রয়েছে।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "দৈনিক জনকন্ঠে প্রকাশিত ২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। ২০১৪-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮ 
  2. http://www.banglanews24.com/beta/printpage/page/262033.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
  3. http://www.banglanews24.com/beta/printpage/page/262594.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

বহিঃসংযোগসম্পাদনা