শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের নেপথ্য নারী কণ্ঠশিল্পীদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে দেওয়া হয়। প্রথমবার এই পুরস্কার লাভ করেন সাবিনা ইয়াসমিন। তিনি সর্বাধিক ১৪ বার এই পুরস্কার লাভ করেন।[১] ১৯৮৩, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ও ২০০৪ সালের চলচ্চিত্রের নেপথ্য নারী কণ্ঠশিল্পীদের কোন পুরস্কার প্রদান করা হয় নি।
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৫ |
বর্তমানে আধৃত | প্রিয়াংকা গোপ (অনিল বাগচীর একদিন) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বিজয়ী কণ্ঠশিল্পীদের তালিকা
সম্পাদনা১৯৭০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৫ | সাবিনা ইয়াসমিন | সুজন সখী | "সব সখীরে পাড় করিতে" | [১] |
১৯৭৬ | রুনা লায়লা | দি রেইন | "চঞ্চলা হাওয়ারে" | [২] |
১৯৭৭ | রুনা লায়লা | যাদুর বাঁশি | "যাদু বিনা পাখি" | |
১৯৭৮ | সাবিনা ইয়াসমিন | গোলাপী এখন ট্রেনে | "হায়রে কপাল মন্দ" | [১] |
১৯৭৯ | সাবিনা ইয়াসমিন | সুন্দরী | "কেউ কোন দিন আমারে তো" |
১৯৮০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ | সাবিনা ইয়াসমিন | কসাই | "ভালবাসি বলিব না আর" | [১] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | [৩] | ||
১৯৮২ | মিতালী মুখার্জী | দুই পয়সার আলতা | "এই দুনিয়া এখন তো আর" | |
১৯৮৩ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৮৪ | সাবিনা ইয়াসমিন | চন্দ্রনাথ | "এই হৃদয়ে এত যে কথার কাঁপন" | [১] |
১৯৮৫ | সাবিনা ইয়াসমিন | প্রেমিক | "আমার মনের ভিতর অনেক জ্বালা" | |
১৯৮৬ | নীলুফার ইয়াসমীন | শুভদা | "এত সুখ সইবো কেমন করে" | |
১৯৮৭ | সাবিনা ইয়াসমিন | রাজলক্ষী শ্রীকান্ত | "শত জনমের স্বপ্ন" | [১] |
১৯৮৮ | সাবিনা ইয়াসমিন | দুই জীবন | "আবার দুজনে দেখা হল" | |
১৯৮৯ | রুনা লায়লা | এ্যাক্সিডেন্ট | [২] |
১৯৯০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ | শাহনাজ রহমতুল্লাহ | ছুটির ফাঁদে | "সাগরের সৈকতে" | |
১৯৯১ | সাবিনা ইয়াসমিন | দাঙ্গা | "হে মাতৃভূমি" | [১] |
১৯৯২ | সাবিনা ইয়াসমিন | রাধা কৃষ্ণ | "বনমালি তুমি" | |
১৯৯৩ | ফরিদা পারভিন | অন্ধ প্রেম | ||
১৯৯৪ | রুনা লায়লা | অন্তরে অন্তরে | "কাল তো ছিলাম ভালো" | [২] |
১৯৯৫ | কনক চাঁপা | লাভ স্টোরি | [৩] | |
১৯৯৬ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৭ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৮ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৯ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি |
২০০০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | সাবিনা ইয়াসমিন | দুই দুয়ারী | [১] | |
২০০১ | কনক চাঁপা | প্রেমের তাজমহল | "আমার প্রেমের তাজমহল" | |
২০০২ | উমা খান | হাসন রাজা | [৪] | |
২০০৩ | বেবি নাজনীন | সাহসী মানুষ চাই | ||
২০০৪ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
২০০৫ | সাবিনা ইয়াসমিন | দুই নয়নের আলো | "দুই নয়নের আলো" | [৫] |
২০০৬ | সামিনা চৌধুরী | রানীকুঠির বাকী ইতিহাস | "আমার মাঝে এখন নেই তো আমি" | |
২০০৭ | ফাহমিদা নবী | আহা! | "লুকোচুরি লুকোচুরি গল্প" | |
২০০৮ | কনক চাঁপা | ১ টাকার বউ | [৬] | |
২০০৯ | কাজী কৃষ্ণকলি ইসলাম ও চন্দনা মজুমদার | মনপুরা | "যাও পাখি বলো তারে" | [৭] |
২০১০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | শাম্মী আখতার | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | "ভালবাসলেই ঘর বাঁধা যায় না" | [৮] |
২০১১ | নাজমুন মুনিরা ন্যান্সি | প্রজাপতি | "প্রজাপতি" | [৯] |
২০১২ | রুনা লায়লা | তুমি আসবে বলে | [১০] | |
২০১৩ | রুনা লায়লা সাবিনা ইয়াসমিন |
দেবদাস | "এ জীবন ধুপের মতো গন্ধ বিলায়" "ভালবেসে একবার কাঁদালে" |
[১১][১২] |
২০১৪ | রুনা লায়লা মমতাজ বেগম |
প্রিয়া তুমি সুখী হও নেকাব্বরের মহাপ্রয়াণ |
- "নিশিপক্ষী রে" |
[১৩][১৪] |
২০১৫ | প্রিয়াংকা গোপ | অনিল বাগচীর একদিন | "আমার সুখ সে তো" | [১৫] |
পরিসংখ্যান
সম্পাদনাএকাধিকবার বিজয়ী
সম্পাদনাএখন পর্যন্ত তিনজন কণ্ঠশিল্পী একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন।
সংখ্যা | কণ্ঠশিল্পী |
---|---|
১৪ | সাবিনা ইয়াসমিন |
৭ | রুনা লায়লা |
৩ | কনক চাঁপা |
বয়সানুক্রমিক বিজয়ী
সম্পাদনারেকর্ড | কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | বয়স (বিজয়ের সাল) | বয়োজ্যেষ্ঠ বিজয়ী | সাবিনা ইয়াসমিন | পুত্র | ৬৫ (২০১৯)} | কনিষ্ঠ বিজয়ী | সাবিনা ইয়াসমিন | সুজন সখী | ২২ (১৯৭৬) |
---|
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ রওশন আরা বিউটি (২৪ জানুয়ারি ২০১৩)। "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"। দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "রুনা লায়লা এক নজরে"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "National film awards for 2002 and 2003 declared" [২০০২ ও ২০০৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]। দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ২৪ নভেম্বর ২০০৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "National Film Awards for the last fours years announced" [চার বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]। দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি ২০১২। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "Monpura best film for 2009"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২১ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "সেরা ছবি গহীনে শব্দ, অভিনয়ে সাকিব-পূর্ণিমা"। দৈনিক আজাদী। ২২ মার্চ ২০১২। ২০১৬-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "Guerrilla bags 10 National Film Awards"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ১৭ মার্চ ২০১৩। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২' ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ৭ ফেব্রুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ১০ মার্চ ২০১৫। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]