৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

চলচ্চিত্র পুরস্কার

৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৬তম আয়োজন; যা ২০১৩ সালে দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১১ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান২০১৩ (2013)
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
আজীবন সম্মাননারাজ্জাক
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগেরিলা
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রআল-বদরলোকনায়ক কাঙ্গাল হরিনাথ
শ্রেষ্ঠ অভিনেতাফেরদৌস আহমেদ
কুসুম কুসুম প্রেম
শ্রেষ্ঠ অভিনেত্রীজয়া আহসান
গেরিলা
সর্বাধিক পুরস্কারগেরিলা (১০)
 ← ৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩৭তম → 

বিজয়ীদের তালিকাসম্পাদনা

মেধা পুরস্কারসম্পাদনা

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র এশা ইউসুফফরিদুর রেজা সাগর গেরিলা
শ্রেষ্ঠ পরিচালক নাসির উদ্দীন ইউসুফ গেরিলা
শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস আহমেদ কুসুম কুসুম প্রেম
শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান গেরিলা
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা আলমগীর কে আপন কে পর
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী ববিতা কে আপন কে পর
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা শতাব্দী ওয়াদুদ
মিশা সওদাগর
গেরিলা
বস নাম্বার ওয়ান
শ্রেষ্ঠ শিশুশিল্পী সেমন্তী খন্ডগল্প ১৯৭১
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ প্রজাপতি
শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা কুসুম কুসুম প্রেম
শ্রেষ্ঠ গীতিকার শফিক তুহিন প্রজাপতি
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ প্রজাপতি
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি প্রজাপতি

কারিগরী পুরস্কারসম্পাদনা

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকার মুহাম্মদ জাফর ইকবাল আমার বন্ধু রাশেদ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নাসির উদ্দীন ইউসুফএবাদুর রহমান গেরিলা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা নাসির উদ্দীন ইউসুফএবাদুর রহমান গেরিলা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক অনিমেষ আইচ গেরিলা
শ্রেষ্ঠ সম্পাদক সমির আহমেদ গেরিলা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এল অপু রোজারিও আমার বন্ধু রাশেদ
শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন পাল আমার বন্ধু রাশেদ
শ্রেষ্ঠ সাজসজ্জা শিমুল ইউসুফ গেরিলা
শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল গেরিলা[২]

বিশেষ পুরস্কারসম্পাদনা

  • আজীবন সম্মাননা - রাজ্জাক[৩]
  • সেরা প্রামাণ্য চলচ্চিত্র- আল বদরলোকনায়ক কাঙ্গাল হরিনাথ

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "সেরা ছবিসহ ছয়টি বিভাগে 'গেরিলা' পুরস্কৃত"প্রথম আলো। ১৫ জানুয়ারি ২০১৩। ২০১৮-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  2. "'গেরিলা' ও নিজ সাফল্যে অভিভূত জয়া আহসান"dw.com। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫ 
  3. "অভিনন্দন 'নায়করাজ'"দৈনিক প্রথম আলো। ১৪ মার্চ ২০১৩। ২০১৬-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫