১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১৬তম আয়োজন; যা ১৯৯১ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১]
১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৯১ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ১৯৯৩ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | পদ্মা মেঘনা যমুনা | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | গোধূলী | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর পিতা মাতা সন্তান | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা অচেনা | |||
সর্বাধিক পুরস্কার | পদ্মা মেঘনা যমুনা (৬) | |||
|
এই বছর একটি মরণোত্তর পুরস্কারসহ মোট ১৯টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[২]
বিজয়ীদের তালিকা
সম্পাদনামেধা পুরস্কার
সম্পাদনাপুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | মোহাম্মদ ইকবাল হোসেন | পদ্মা মেঘনা যমুনা |
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | গোধূলী | |
শ্রেষ্ঠ পরিচালক | এ. জে. মিন্টু | পিতা মাতা সন্তান |
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর | পিতা মাতা সন্তান |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা | অচেনা |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | রাজীব | দাঙ্গা |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | নূতন | স্ত্রীর পাওনা |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | জয়সন | সান্ত্বনা |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | খন্দকার নুরুল আলম | পদ্মা মেঘনা যমুনা |
শ্রেষ্ঠ গীতিকার | নুরুল ইসলাম বাবু | পদ্মা মেঘনা যমুনা |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পী | এন্ড্রু কিশোর | পদ্মা মেঘনা যমুনা[৩] |
শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পী | সাবিনা ইয়াসমিন | দাঙ্গা[৪] |
কারিগরী পুরস্কার
সম্পাদনাপুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | কাজী মোরশেদ শিবলি সাদিক |
সান্ত্বনা অচেনা |
শ্রেষ্ঠ কাহিনীকার | মোহাম্মদ মহিউদ্দিন | পদ্মা মেঘনা যমুনা |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | বরুণ শংকর | সান্ত্বনা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | আবু হেনা বাবলু | পিতা মাতা সন্তান |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মহিউদ্দিন ফারুক | পিতা মাতা সন্তান |
শ্রেষ্ঠ সম্পাদক | মুজিবুর রহমান দুলু | পিতা মাতা সন্তান |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মোহাম্মদ জাহাঙ্গীর | পদ্মা মেঘনা যমুনা |
মরণোত্তর পুরস্কার
সম্পাদনা- জাফর ইকবাল
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ দীপিতা, নভেরা (৯ সেপ্টেম্বর ২০০৫)। "Andrew Kishore: The regaling voice"। দ্য ডেইলি স্টার। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- ↑ "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"। দৈনিক আজাদী। ২৪ জানুয়ারি ২০১৩। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫।