পিতা মাতা সন্তান (১৯৯১-এর চলচ্চিত্র)
পিতা মাতা সন্তান এ জে মিন্টু পরিচালিত ১৯৯১ সালের বাংলাদেশী পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। সানফ্লাওয়ার মুভিজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন ছটকু আহমেদ এবং চিত্রনাট্য লিখেছেন মিন্টু। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাবানা, আলমগীর, রাইসুল ইসলাম আসাদ, ইমরান, নূতন ও জিনাত।
পিতা মাতা সন্তান | |
---|---|
পরিচালক | এ জে মিন্টু |
চিত্রনাট্যকার | এ জে মিন্টু |
কাহিনিকার | ছটকু আহমেদ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | আবু হেনা বাবলু |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
প্রযোজনা কোম্পানি | সানফ্লাওয়ার মুভিজ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশে মুক্তি পায়।[১] এটি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[২]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- শাবানা - রাবেয়া "রাবু"
- আলমগীর - আবদুর রহমান
- রাইসুল ইসলাম আসাদ - নয়ন
- ইমরান - স্বপন
- নূতন
- জিনাত
- আনোয়ার হোসেন - মজিদ মিয়া
- গোলাম মুস্তাফা - তালুকদার
- সৈয়দ হাসান ইমাম - মহসিন
- আরিফুল হক - মাজেদ চৌধুরী, রাবেয়ার বাবা
- সাইফুদ্দিন
- জহিরুল হক
- ফখরুল হাসান বৈরাগী
- পান্থ রেজা
- মিজু আহমেদ
- রীনা খান
- দিলদার
- স্বপ্না - জুবেদা খাতুন
- ইদ্রিস
- গোলাম রফিক
- মঞ্জুর হোসেন
- আবুল খায়ের
সঙ্গীত
সম্পাদনাপিতা মাতা সন্তান চলচ্চিত্রটির সুরারোপ করেছেন আলম খান।
সকল গানের সুরকার আলম খান।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "তুমি আরও কাছে আসিয়া" | এন্ড্রু কিশোর | ৪.৫২ মিনিট |
২. | "পিতা মাতার পায়ের নিচে" | খুরশিদ আলম | ৪.১১ মিনিট |
৩. | "এই বিংশ শতাব্দির তুমি আমি" | খালিদ হাসান মিলু ও বেবী নাজনীন | ৪.২১ মিনিট |
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | এ জে মিন্টু | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর | |||
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | আবু হেনা বাবলু | |||
শ্রেষ্ঠ সম্পাদক | মুজিবুর রহমান দুলু | |||
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মহিউদ্দীন ফারুক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70194-0045-9।
- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা ১৯৭৫-২০১২" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ঢাকা: তথ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)। পৃষ্ঠা ১–২৩। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পিতা মাতা সন্তান (ইংরেজি)