মুজিবুর রহমান দুলু
মুজিবুর রহমান দুলু একজন বাংলাদেশী চলচ্চিত্র সম্পাদক। তিনি ১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র সম্পাদনার জন্য সর্বাধিক (৮ বার) জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চিত্র সম্পাদক এনামূল হকের সহকারী হিসেবে তিনি চিত্রজগতে এসেছিলেন।
মুজিবুর রহমান দুলু | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চিত্রসম্পাদক |
কর্মসম্পাদনা
মুজিবুর রহমান দুলু সম্পাদিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে:[১]
- দিন যায় কথা থাকে
- ছোট মা
- নাগর দোলা
- ভাত দে (১৯৮৪)
- তিন কন্যা (১৯৮৫)
- সত্য মিথ্যা (১৯৮৯)
- পিতা মাতার সন্তান (১৯৯১)
- বাংলার বধূ (১৯৯৩)
- মেঘলা আকাশ (২০০১)
- ইতিহাস (২০০২)
- আয়না (২০০৬)
- অবুঝ বউ (২০১০ )
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ হায়াৎ, অনুপম (১৯৮৭)। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস। ঢাকা: বিএফডিসি। পৃষ্ঠা ২৩৬।