নূতন (বাংলাদেশী অভিনেত্রী)

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

ফারহানা আমিন রত্না (মঞ্চ নাম নূতন হিসেবে সর্বাধিক পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[] ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[] তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

নূতন
জন্ম
ফারহানা আমিন রত্না

১৯৫৬
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৬৯ – বর্তমান
পরিচিতির কারণওরা ১১ জন
স্ত্রীর পাওনা
হিরো: দ্যা সুপারস্টার
দাম্পত্য সঙ্গীরুহুল আমিন বাবুল (বি. ১৯৭৮)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১বার)

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র চরিত্র সহশিল্পী পরিচালক টীকা
১৯৭০ নতুন প্রভাত নূতন আনসার মুস্তফা মেহমুদ প্রথম চলচ্চিত্র
১৯৭২ ওরা ১১ জন খসরু, শাবানা চাষী নজরুল ইসলাম
১৯৭৩ ফকির মজনু শাহ
রাজদুলারী
১৯৭৪ সংগ্রাম রাজ্জাক আব্দুস সামাদ
১৯৭৭ বসুন্ধরা ববিতা, ইলিয়াস কাঞ্চন সুভাষ দত্ত
১৯৮০ যদি জানতেম
১৯৮৮ রাঙা ভাবী আলমগীর, শাবানা
অলংকার
১৯৯১ স্ত্রীর পাওনা আলমগীর, শাবানা সুভাষ দত্ত বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
মহেশখালীর বাঁকে উজ্জ্বল, শাবানা
শাহজাদা
কার পাপে
কন্যা বদল
চেনা মুখ
প্রেম বন্ধন
রাজমহল
সোনার চেয়ে দামী
বদনাম রাজ্জাক
সময় কথা বলে
আমার মা
প্রেম বিরহ
শিরি ফরহাদ
ব্যবধান
আওয়াজ
১৯৮৩ প্রান সজনী
গাদ্দার
গুলবাহার
তাজ ও তলোয়ার
সুরুজ
পাতাল বিজয়
অধিকার
অশান্ত
গৃহবিবাদ
সওদাগর
কাবিন রাজ্জাক
সৎ ভাই রাজ্জাক
মিঃ মাওলা রাজ্জাক
মালা মতি মালা রাজ্জাক
রুপের রানী গানের রাজা জসিম
নাচে নাগিন জসিম দেলোয়ার জাহান ঝন্টু
সাহস জসিম
পাগলা রাজা রাজ্জাক []
১৯৯৭ আমি সেই মেয়ে আলমগীর, প্রসেনজিত ইন্দো-বাংলা প্রযোজনা[]
২০১০ নাম্বার ওয়ান শাকিব খান শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ বদিউল আলম খোকন []
ক্রাইম সিটি বস ওমর সানি, পূর্ণিমা, মিশা সওদাগর বাবুল রেজা ভিলেন রুপে[]
বলো না তুমি আমার
পুত্র এখন পয়সাওয়ালা ববিতা নার্গিস আক্তার
২০১৩ কি প্রেম দেখাইলা বাপ্পি চৌধুরী, আঁচল, ববিতা শাহ মুহম্মদ সংগ্রাম
অন্যরকম ভালোবাসা মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী শাহিন সুমন ১৫ ফেব্রুয়ারি, ২০১৩ তে মুক্তিপ্রাপ্ত[]
মাই নেইম ইজ খান শাকিব খান, অপু বিশ্বাস বদিউল আলম খোকন [][]
২০১৪ হিরো: দ্য সুপারস্টার সালমা খান শাকিব খান, অপু বিশ্বাস, ববি, আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান বদিউল আলম খোকন ২৯ জুলাই, ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত[১০]

টেলিভিশন

সম্পাদনা
বছর প্রোগ্রাম উপস্থাপক চ্যানেল
২০১৫ আমার ছবি শাফিউজ্জামান খান লোদী চ্যানেল আই[১১]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তিনি ১৯৮৭ সালে বাচসাস এবং ১৯৯১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
১৯৮৭ বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
১৯৯১ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী স্ত্রীর পাওনা বিজয়ী
২০১৫ বাংলাসিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা বিজয়ী[১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নূতন ও রাজ্জাক তনয় সম্রাট"আমার দেশ অনলাইন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "The celebrity name game"দ্য ডেইলি স্টার। সেপ্টেম্বর ২৮, ২০০৯। অক্টোবর ১৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৯ 
  3. "স্বর্ণযুগের তারকা"আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০১৪। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. জয়ন্ত সাহা (২৫ সেপ্টেম্বর ২০১৫)। "যৌথ প্রযোজনার চলচ্চিত্র: সাংস্কৃতিক বিনিময় না কেবলই ব্যবসা?"বিডি নিউজ। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "সেন্সরে নাম্বার ওয়ান শাকিব খান"দৈনিক ডেসটিনি। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. "এবার ভিলেন!"দৈনিক কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  7. "পর্দায় আসছেন চিরসবুজ অভিনেত্রী নূতন"। আমাদের মেহেরপুর। ৫ ফেব্রুয়ারি ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  8. "ভবিষ্যতে সিনিয়রদের পাবে না চলচ্চিত্র"। আলকিত বাংলাদেশ। জুন ২৩, ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫ 
  9. "ঢালিউড কাঁপানো নূতন এখন"এনটিভি অনলাইন। ১৪ এপ্রিল ২০১৪। ১৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  10. "শাকিবের প্রযোজনায় ববিতা-নূতন"Daily Manab Zamin। ডিসেম্বর ২৩, ২০১৩। মে ৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  11. "'আমার ছবি'র অতিথি অভিনেত্রী নূতন"। সাতদিন। ১৯ মে ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  12. "জমকালো আয়োজনে 'বাংলাসিনে অ্যাওয়ার্ড'-এর মনোনয়ন ঘোষণা"দৈনিক মানব জমিন। ৪ সেপ্টেম্বর ২০১৫। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা