দুই জীবন
আবদুল্লাহ আল মামুন পরিচালিত ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র
দুই জীবন ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার সামাজিক চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন।[১] ছায়াছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ আল মামুন এবং সংলাপ লিখেছেন জহিরুল হক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরী[২], আফজাল হোসেন, দিতি প্রমুখ।[৩] ছায়াছবিটি ১৯৮৮ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
দুই জীবন | |
---|---|
![]() | |
পরিচালক | আবদুল্লাহ আল মামুন |
প্রযোজক | সূচনা ফিল্মস |
চিত্রনাট্যকার | আবদুল্লাহ আল মামুন |
কাহিনিকার | আবদুল্লাহ আল মামুন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | রফিকুল বারী চৌধুরী |
সম্পাদক | আতিকুর রহমান মল্লিক |
পরিবেশক | সূচনা ফিল্মস (১৯৮৮) নিউ ঈগল ভিডিও (২০১১) |
মুক্তি | ১৯৮৮ |
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- বুলবুল আহমেদ - মুস্তাফা
- কবরী - তাহমিনা
- আফজাল হোসেন - রবিন
- দিতি - মৌসুমী
- নিপা মোনালিসা - কুলসুম
- টিনা খান - ডায়ানা
- জহিরুল হক - তাহমিনার বাবা
- আদিল - রায়হান
- অমল বোস
- মিনু রহমান - মুস্তাফার মা
- মিনতি হোসেন
- মনোয়ারা
সঙ্গীত
সম্পাদনাদুই জীবন ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির।[৪] গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, ও শামীমা ইয়াসমিন দিবা। এ ছায়াছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
গানের তালিকা
সম্পাদনানং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী | গানের দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১ | তুমি ছাড়া আমি একা | সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী | বুলবুল আহমেদ ও নিপা মোনালিসা | ৪:৪৪ |
২ | আবার দুজনে দেখা হল | সাবিনা ইয়াসমিন | বুলবুল আহমেদ ও কবরী সারোয়ার | ৩:৪৭ |
৩ | আমি একদিন তোমায় না দেখিলে | সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর | আফজাল হোসেন ও দিতি | ৫:১১ |
৪ | তুমি আজ কথা দিয়েছো | এন্ড্রু কিশোর ও রুনা লায়লা | আফজাল হোসেন ও দিতি | ৪:৪৮ |
৫ | আব্বু আমার বন্ধু | শামীমা ইয়াসমিন দিবা | বুলবুল আহমেদ ও নিপা মোনালিসা |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র - সূচনা ফিল্মস
- বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - আবদুল্লাহ আল মামুন
- বিজয়ী: শ্রেষ্ঠ গীতিকার - মনিরুজ্জামান মনির
- বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - সাবিনা ইয়াসমিন
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - আবদুল্লাহ আল মামুন
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রসম্পাদক - আতিকুর রহমান মল্লিক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলা ছায়াছবি: দুই জীবন"। টিভি গাইড বাংলাদেশ। ২০১৫-১১-১৮। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮।
- ↑ সারাহ বেগম কবরী (২০১০-০৭-১৬)। "তার স্মিত হাসি"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮।
- ↑ শান্তা মারিয়া (২০১৬-০৩-২০)। "অদ্বিতীয়া দিতির অকাল প্রয়াণ"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮।
- ↑ নুসরাত শারমিন (২০১৫-০৭-১৯)। "সোনালী দিনের সেইসব গান"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দুই জীবন (ইংরেজি)