৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
চলচ্চিত্র পুরস্কার
৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩২তম আয়োজন; যা ২৩ অক্টোবর ২০০৮ সালে দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১]
৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৭ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ২৩ অক্টোবর ২০০৮ | |||
স্থান | বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | আলমগীর ও ফারজানা | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | দারুচিনি দ্বীপ | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রিয়াজ দারুচিনি দ্বীপ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | জাকিয়া বারী মম দারুচিনি দ্বীপ | |||
সর্বাধিক পুরস্কার | দারুচিনি দ্বীপ (৭) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাবিজয়ীরা হলেন:[২]
মেধা পুরস্কার
সম্পাদনাপুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দারুচিনি দ্বীপ | |
শ্রেষ্ঠ পরিচালক | এনামুল করিম নির্ঝর | আহা! |
শ্রেষ্ঠ অভিনেতা | রিয়াজ | দারুচিনি দ্বীপ |
শ্রেষ্ঠ অভিনেত্রী | জাকিয়া বারী মম | দারুচিনি দ্বীপ |
পাশ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | আবুল হায়াত | দারুচিনি দ্বীপ |
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | নিপুণ আক্তার | সাজঘর |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচারক | এস আই টুটুল | দারুচিনি দ্বীপ |
শ্রেষ্ঠ গীতিকার | মুন্সি ওয়াদুদ | সাজঘর |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | এন্ড্রু কিশোর | সাজঘর |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | ফাহমিদা নবী | আহা! |
কারিগরী পুরস্কার
সম্পাদনাপুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | হুমায়ুন আহমেদ | দারুচিনি দ্বীপ |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | সাইফুল ইসলাম বাদল | আহা! |
শ্রেষ্ঠ নিত্যপরিচালক | কবিরুল ইসলাম রতন | দারুচিনি দ্বীপ |
শ্রেষ্ঠ সম্পাদক | অর্ঘ কমল মিত্র | আহা! |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৮।