এনামুল করিম নির্ঝর

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

এনামুল করিম নির্ঝর (জন্ম: ২৯ নভেম্বর, ১৯৬২) একজন বাংলাদেশী স্থপতি এবং চলচ্চিত্র পরিচালক। তিনি সিস্টেম আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা এবং প্রধান স্থপতি। সিস্টেম আর্কিটেক্টস রেসিডেন্সিয়াল, মিক্সড ইউজ, কমার্শিয়াল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, হসপিটালিটি এবং সামাজিক উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন সেক্টরে আধুনিক নকশা প্রণয়নের জন্য সুপরিচিত। ১৯৯০ এর দশকে, নির্ঝর ভিন্ন আঙ্গিকে ইন্টেরিয়র ডিজাইনের উদ্যোগ নেন যা ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোর সামগ্রিক চিত্রকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। তিনি ঢাকা এবং চট্টগ্রামে বেশ কয়েকটি কন্সেপচুয়াল রেস্টুরেন্ট ডিজাইন করেছেন, যেমন বুখারা, সানতুর, বোনানজা, হোয়াইট ক্যাসেল এবং অ্যাস্পারাগাস। তার স্থাপত্য প্রতিভার নিদর্শন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। তিনি যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে উই (WE) নামে একটি রেস্টুরেন্ট ডিজাইন করেছেন। তাঁর ভৌতিক থিমে পারিবারিক বিনোদন রেস্টুরেন্ট আইডিয়া – ‘ভূত’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এনামুল করিম নির্ঝর
জাতীয়তাবাংলাদেশী
পেশাস্থপতি,
পরিচিতির কারণচলচ্চিত্র পরিচালক
উল্লেখযোগ্য কর্ম
আহা![]
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
ওয়েবসাইটwww.eknirjhar.com

নির্ঝর তার স্থাপত্যচর্চা আরও বিস্তৃত করার উদ্দেশ্যে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করেন যা শুধু স্থাপত্য নকশাতেই সীমাবদ্ধ নয় বরং এটি স্থপতির তত্ত্বাবধানে পুর্নাঙ্গ স্থাপনা তৈরিকে গুরুত্ব দেয়। তাঁর মতে এই প্রক্রিয়াটিকে বলা হয় "টোটাল আর্কিটেকচার"। তাঁর উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান ট্যাবাকোর সদর দপ্তর, নিনাকাব্য এবং ফেরা। এনামুল করিম নির্ঝর সম্প্রতি ভারতীয় উদ্যোক্তা এবং স্থপতিদের সাথে সিস্টেম আর্কিটেক্টস ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছেন।

তিনি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের একজন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – আহা! (২০০৭)। এটি শ্রেষ্ঠ পরিচালক সহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে।

এনামুল করিম নির্ঝর একাধারে স্থপতি, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক।[] তার কথা ও সুরে ১০১টি গানের সংকলন নিয়ে প্রথম অ্যালবাম ‘এক নির্ঝরের গান: ০০১’ ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। অ্যালবামটিতে নতুন ও পুরনো মিলিয়ে ৪৩ জন শিল্পী গানগুলোতে কণ্ঠ দিয়েছেন।[] তিনি স্থাপত্য, চলচ্চিত্র এবং সঙ্গীতের অভিজ্ঞতার আলোকে এক নির্ঝর কোলাবোরেশন নামে একটি প্রতিষ্ঠান (EK Nijhar Collaborations - EKNC) তৈরি করছেন। এই প্ল্যাটফর্মটি বিভিন্ন সৃজনশীল মাধ্যমের তরুণ পেশাজীবীদের সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে যাতে তাদের সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের সাথে সাথে একটি সৎ আয়ের উৎসও নিশ্চিত করতে পারে।

চলচ্চিত্রসমূহ

সম্পাদনা

প্রামাণ্য চিত্র

সম্পাদনা
  • তাড়না (২০০১)
  • দ্য শ্যাডো গ্যাপ (২০০৩)
  • খেয়াল (২০০৩)
  • কহেন (২০০৪)
  • তখন (২০০৪)
  • এবং পরবাসী (২০০৪)
  • তিনি (২০০৫)
  • মানুষ (২০০৬)
  • কয়টা (২০০৬)
  • আসছে (২০০৬)

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পাদনা

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

আহা! ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ পরিচালক এনামুল করিম নির্ঝর ২০০৭ সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও স্থাপত্যকলার জন্যে এনামুল করিম নির্ঝর পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। পুরস্কৃত হয়েছেন আলোকচিত্রের জন্যেও।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিয়ে করলেন নির্ঝর-অপি করিম"। ২১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 
  2. মেহেদী মাসুদ (১৩ জানুয়ারি ২০১৬)। "বাবা-ছেলে দুজনেই গিটার বাজাতে ভালোবাসেন"। প্রথম আলো অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 
  3. ওবায়দুল হক তুহিন (০৪ নভেম্বর ২০১৭)। "এক নির্ঝরের গান: আমি থেকে আমরা হওয়ার প্রয়াস"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা