প্রিয়া তুমি সুখী হও

প্রিয়া তুমি সুখী হও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন গীতালি হাসান। এটি গীতালি হাসানের প্রথম চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ফেরদৌস আহমেদশায়লা সাবি। এটি শায়লা সাবি অভিনীত প্রথম চলচ্চিত্র।[][]

প্রিয়া তুমি সুখী হও
পরিচালকগীতালি হাসান
রচয়িতাগীতালি হাসান
উৎসকাজী নজরুল ইসলাম কর্তৃক 
অতৃপ্ত কামনা
শ্রেষ্ঠাংশে
সুরকারবিনোদ রায়
চিত্রগ্রাহকজেড এইচ মিন্টু
সম্পাদকএম এইচ সোহেল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ১৫ জুলাই ২০১৪ (2014-07-15) (ব্লকবাস্টার সিনেমাস)
  • ২৯ জুলাই ২০১৪ (2014-07-29) (চ্যানেল আই)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

২০১৪ সালের ১৫ই জুলাই ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রটি উদ্বোধনী প্রদর্শনী হয় ও পরবর্তীতে ২৯শে জুলাই চ্যানেল আইয়ে ছবিটি মুক্তি দেওয়া হয়।[] ছবিটির গানে কণ্ঠ দিয়ে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রুনা লায়লা শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।[]

কুশীলব

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। গীত রচনা করেছেন আনিস-উল-ইসলাম, বিনোদ রায় ও গীতালি হাসান। এছাড়া কাজী নজরুল ইসলাম রচিত ও সুরারোপিত একটি গান ছবিতে ব্যবহৃত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ।

পুরস্কার

সম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'প্রিয়া তুমি সুখী হও' চলচ্চিত্রে ফেরদৌস-শায়লা"প্রিয়.কম। ৩০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "নজরুলের গল্প নিয়ে 'প্রিয়া তুমি সুখী হও'"দৈনিক প্রথম আলো। ৩০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 
  3. "'প্রিয়া তুমি সুখি হও' চলচ্চিত্রের প্রিমিয়ার শো"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা