দেবদাস (২০১৩-এর চলচ্চিত্র)
দেবদাস ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা চলচ্চিত্র। ১৫ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেয়া হয়।[২] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি।[২] এটি বাংলাদেশে নির্মিত দেবদাস গল্পের দ্বিতীয় সংস্করণ এবং বাংলাতে প্রথম রঙিন চলচ্চিত্র সংস্করণ। ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, গল্পের চন্দ্রমুখী ও পার্বতী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী এবং অপু বিশ্বাস।[২]
দেবদাস | |
---|---|
পরিচালক | চাষী নজরুল ইসলাম |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (উপন্যাস) চাষী নজরুল ইসলাম (চিত্রনাট্য) |
শ্রেষ্ঠাংশে | সাকিব খান মৌসুমী অপু বিশ্বাস শহিদুজ্জামান সেলিম |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | লাল মহাম্মাদ |
সম্পাদক | আতিকুর রাহমান মল্লিক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | আশির্বাদ চলচ্চিত্র |
মুক্তি | প্রিমিয়ারঃ ১২ ফেব্রুয়ারি, ২০১৩[১] সিনেমা হলে মুক্তিঃ১৫ ফেব্রুয়ারি, ২০১৩ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
১৯৮২ সালে পরিচালক চাষী নজরুল ইসলাম বাংলাদেশে প্রথম দেবদাস নির্মাণ এটি ছিল সাদা-কালো, এর নাম ভূমিকায় ছিলেন প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ, চন্দ্রমুখী ও পার্বতী চরিত্রে ছিলেন কবরী এবং আনোয়ারা। চলচ্চিত্রটি ১৯৮২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কয়েকটি বিভাগে মনোনয়নের জন্য জমা দেয়া হয়। কিন্তু জুরিবোর্ড সদস্যরা চলচ্চিত্রিটিকে পুননির্মিত/পুনঃনির্মাণ অভিহিত করে কোনো শাখাতেই মনোনয়ন দেয়নি।[৩]
চাষী নজরুল ইসলাম ২০১০ সালে চলচ্চিত্রিটি নির্মানের কাজ হাতে নেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে। কিছুটা ধীর গতির নির্মানের ফলে ২০১১, ২০১২ পেরিয়ে ২০১৩ সালে মুক্তি লাভ করে। এটির মহরত অনুষ্ঠানে চিত্রনাযক মান্না ও প্রথম দেবদাস চরিত্রের অভিনেতা বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন।
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাশ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাকিব খান - দেবদাস
- অপু বিশ্বাস - পার্বতী
- মৌসুমী - চদ্রমুখী
- শহীদুজ্জামান সেলিম - চুনিলাল
- আহমেদ শরীফ
- মহম্মদ হান্নান
- কে এস ফিরোজ
- খলিলুর রহমান কাদেরী
- আবুল হোসেন
- শিরিন বকুল
- ফেরদৌসী আহমেদ লীনা
- রেখা চৌধুরী
- পীরজাদা শহীদুল হারুন
সংগীত
সম্পাদনাগানের তালিকা
সম্পাদনাএই জীবন ধুপের মতো গন্ধ বিলায়। মৌসুমী
পুরস্কার
সম্পাদনাজাতীয় চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ অভিনেত্রী :-মৌসুমী
নোট:-দেবদাস মুভিটির তিনটি চরিত্রই প্রধান।
পরিচালক তিনটি চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের কাছে প্রধান অভিনেত্রী অভিনেতাদের শাখায় জমা দিয়েছিলেন
এর ফলে জুরি বোর্ডের কাছে মৌসুমী জয় লাভ করে
মনের মধ্যে চন্দ্রমুখিি চরিত্রটা পার্শ্বচরিত্র
তবে দেবদাস গল্পে তিনটি চরিত্র ছিল প্রধান চরিত্র
যার ফলে পুরস্কার লাভ করেন।
ন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ দৈনিক বাংলাদেশ প্রতিদিন (১২ ফেব্রুয়ারি ২০১৩)। "'দেবদাস'র প্রিমিয়ার আজ"। শোবিজ প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ ক খ গ দৈনিক প্রথম আলো (৬ ডিসেম্বর ২০১২)। "ভালোবাসা দিবসে 'দেবদাস'"। বিনোদন প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ দৈনিক বাংলাদেশ প্রতিদিন (১৭ ডিসেম্বর ২০১২)। "অস্বচ্ছতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। শোবিজ প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দেবদাস (ইংরেজি)