২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার
২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের পঞ্চবিংশ আয়োজন। ২০২৩ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৪ সালের ২৪শে মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়।[১] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হানিফ সংকেত।
২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো | ||||
তারিখ | ২৪ মে ২০২৪ | |||
স্থান | ‘দ্য গ্রেস’ মিলনায়তন, ইউনাইটেড কনভেনশন সেন্টার, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | হানিফ সংকেত | |||
|
বিজয়ী ও মনোনীত
সম্পাদনা২০২৪ সালের ২১শে সমালোচক শাখায় সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র,[২][৩] ওয়েব ধারাবাহিক,[৪][৫] ও চলচ্চিত্র[৬][৭] এবং ২২শে মে তারকা জরিপে সঙ্গীত,[৮] ছোট পর্দা,[৯] ও চলচ্চিত্র,[১০] নবাগত অভিনয়শিল্পী,[১১] মনোনীতদের নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৪শে মে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা প্রদান করা হয়েছে এবং বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
আজীবন সম্মাননা
সম্পাদনাবিশেষ সম্মাননা
সম্পাদনাতারকা জরিপ
সম্পাদনাসেরা গায়ক | সেরা গায়িকা |
---|---|
|
|
সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
|
|
সেরা নবাগত অভিনয়শিল্পী | |
|
সমালোচক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন ভেন্যুতে মেরিল–প্রথম আলো পুরস্কার আজ"। দৈনিক প্রথম আলো। ২৪ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "মনোনয়ন পেয়ে অবাক, সঙ্গে ভীষণ ভালো লাগা কাজ করছে'"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "'মনোনয়ন পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার'"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার শুরু থেকেই যে স্ট্যান্ডার্ড মেনে চলে"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "'এটাই পুরস্কার পাওয়ার মতো আনন্দ দিচ্ছে'"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "'মনোনয়ন পেয়ে অনুষ্ঠানে যাচ্ছি, এটাই অনেক বড় পাওয়া'"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "'এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা'"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "'এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না'"। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "তাঁদের অনুরোধ করব আরও বেশি করে ভোট দিতে..."। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "'এর চেয়ে সুন্দর সুখের স্মৃতি হতে পারে না'"। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "' বাবা আমাদের ভাইবোনকে ডেকে নিয়ে অনুষ্ঠান দেখাতে বসাতেন'"। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ Correspondent, Staff (২০২৪-০৫-২৪)। "Masud Ali Khan gets Meril-Prothom Alo Lifetime Achievement Award"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪।