২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার

২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের পঞ্চবিংশ আয়োজন। ২০২৩ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৪ সালের ২৪শে মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়।[১] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হানিফ সংকেত

২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২৪ মে ২০২৪
স্থান‘দ্য গ্রেস’ মিলনায়তন, ইউনাইটেড কনভেনশন সেন্টার, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকহানিফ সংকেত
 ← ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২৬তম → 

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

২০২৪ সালের ২১শে সমালোচক শাখায় সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র,[২][৩] ওয়েব ধারাবাহিক,[৪][৫] ও চলচ্চিত্র[৬][৭] এবং ২২শে মে তারকা জরিপে সঙ্গীত,[৮] ছোট পর্দা,[৯] ও চলচ্চিত্র,[১০] নবাগত অভিনয়শিল্পী,[১১] মনোনীতদের নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৪শে মে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা প্রদান করা হয়েছে এবং বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

আজীবন সম্মাননা

সম্পাদনা

বিশেষ সম্মাননা

সম্পাদনা

তারকা জরিপ

সম্পাদনা
সেরা গায়ক সেরা গায়িকা
সেরা চলচ্চিত্র অভিনেতা সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী
সেরা নবাগত অভিনয়শিল্পী

সমালোচক

সম্পাদনা
সেরা চলচ্চিত্র সেরা পরিচালক (চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম)
সেরা চলচ্চিত্র অভিনেতা সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা পরিচালক
  • মৌমিতা হুসেইন - সময় সব জানে
    • আহমেদ তাওকীর - বুক পকেটে জীবন
    • মেজবাহ উদ্দিন সুমন - প্রিয় পরিবার
  • সাকিব ফাহাদ - সময় সব জানে
    • অনন্য ইমন - বুক পকেটে জীবন
    • আতিক জামান - জাহান
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতা সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী
সেরা ওয়েব ধারাবাহিক সেরা পরিচালক (ওয়েব ধারাবাহিক)
সেরা অভিনেতা (ওয়েব ধারাবাহিক) সেরা অভিনেত্রী (ওয়েব ধারাবাহিক)
সেরা চিত্রনাট্যকার (ওয়েব ধারাবাহিক)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নতুন ভেন্যুতে মেরিল–প্রথম আলো পুরস্কার আজ"দৈনিক প্রথম আলো। ২৪ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  2. "মনোনয়ন পেয়ে অবাক, সঙ্গে ভীষণ ভালো লাগা কাজ করছে'"দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  3. "'মনোনয়ন পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার'"দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  4. "মেরিল-প্রথম আলো পুরস্কার শুরু থেকেই যে স্ট্যান্ডার্ড মেনে চলে"দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  5. "'এটাই পুরস্কার পাওয়ার মতো আনন্দ দিচ্ছে'"দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  6. "'মনোনয়ন পেয়ে অনুষ্ঠানে যাচ্ছি, এটাই অনেক বড় পাওয়া'"দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  7. "'এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা'"দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  8. "'এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না'"দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  9. "তাঁদের অনুরোধ করব আরও বেশি করে ভোট দিতে..."দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  10. "'এর চেয়ে সুন্দর সুখের স্মৃতি হতে পারে না'"দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  11. "' বাবা আমাদের ভাইবোনকে ডেকে নিয়ে অনুষ্ঠান দেখাতে বসাতেন'"দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  12. Correspondent, Staff (২০২৪-০৫-২৪)। "Masud Ali Khan gets Meril-Prothom Alo Lifetime Achievement Award"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪