শাহনাজ সুমি

বাংলাদেশী অভিনেত্রী, নৃত্যশিল্পী

শাহনাজ সুমি বাংলাদেশি একজন অভিনেত্রী। তিনি নারী দিবস উপলক্ষে জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয় হন।[১] সালাহউদ্দিন লাভলুর 'সোনার পাখি রুপার পাখি নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয়।[২] তিনি ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনয়শিল্পী বিভাগে[৩] এবং ২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান।[৪]

শাহনাজ সুমি
জন্ম
শাহনাজ সুমি

১৮ এপ্রিল ২০০১
ঢাকা
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নামসুমি
পেশাঅভিনেত্রী
উচ্চতা৫ ফুট ৬ ইঞ্চি
পিতা-মাতা
  • মো: জহিরুল ইসলাম (পিতা)
  • শাহিনুর আক্তার (মাতা)

শিক্ষা জীবন

সম্পাদনা

তিনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন।[৫]

কর্মজীবন

সম্পাদনা

২০১৫ সালে চ্যানেল আই 'সেরা নাচিয়ে' সিজন ৩-এর সেরা দশে ছিলেন।[৬] ২০১৫ সালে সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপার পাখি’ নাটকে অভিনয়ে মাধ্যমে অভিনয় জগতে আসেন।[৭] তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন ২০১৮ সালে ‘ইতি তোমারই ঢাকা’ নামে একটি সিনেমার মাধ্যমে।[৮] এরপর পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'পাপ পূণ্য' চলচ্চিত্রের মাধ্যমে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অভিষেক ঘটে।[৯]

চলচ্চিত্র

সম্পাদনা
  • সোনার পাখি রুপার পাখি

ওয়েব সিরিজ

সম্পাদনা
  • মোবারকনামা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দেশ কাঁদানো সেই সুমির কথা | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ২০১৭-০৬-০১। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪ 
  2. "এক চুলও ছাড় নয়!"সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪ 
  3. "মনোনয়নের এই অনুভূতি স্বপ্নের চেয়ে কম কিছু নয়"প্রথম আলো। ২০২৩-০৯-০২। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  4. ডেস্ক, বিনোদন (২০২৪-০৪-২৩)। "ওয়েব সিরিজ বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  5. "মানুষ প্রথমেই সব কাজ পারে না: শাহনাজ সুমি"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  6. "নায়িকায় নয়, আমি অভিনয়ে বিশ্বাসী: সুমি"বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  7. "কথোপকথনসমালোচনা করার মতো কোনো দৃশ্য নেই"আজকের পত্রিকা। ২৪ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  8. "'পাপ-পূণ্য'তে প্রশংসিত শাহনাজ সুমি"ঢাকাটাইমস। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৮ 
  9. সাজু, শাহ আলম (২০২২-০৭-২২)। "ঢাকাই সিনেমায় নতুন প্রজন্মের নায়িকা"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৮