২০২৩ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
এটি বাংলাদেশী চলচ্চিত্রের একটি তালিকা, যা ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে। কিছু চলচ্চিত্রের তারিখ ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো চলচ্চিত্রায়ন চলছে, কিছু চলচ্চিত্রের প্রযোজনার কাজ চলছে কিন্তু মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। যে চলচ্চিত্রগুলো প্রকাশ্যে এখনও ঘোষণা করা হয়নি সেগুলো "মুক্তি প্রতীক্ষিত" হিসাবে তালিকাবদ্ধ করা হলো।[১]
জানুয়ারি-মার্চ সম্পাদনা
মুক্তির তারিখ | শিরোনাম | প্রযোজনা কোম্পানি | অভিনেতা এবং কলাকুশলী | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|
জা নু য়া রি |
১৩ | ব্ল্যাক ওয়ারঃ মিশন এক্সট্রিম ২ | কপ ক্রিয়েশন | সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ (পরিচালক); আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, মিশা সওদাগর, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস দীপ | [২][৩][৪] |
২০ | অ্যাডভেঞ্চার অব সুন্দরবন | বঙ্গ বিডি, শট বাই শট | আবু রায়হান জুয়েল (পরিচালক); সিয়াম আহমেদ, পরীমনি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশীষ খন্দকার, আবু হুরায়রা তানভীর | [৫][৬][৭][৮] | |
২৭ | সাঁতাও | গণ-অর্থায়নে নির্মিত | খন্দকার সুমন (পরিচালক); আইনুন পুতুল, ফজলুল হক, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল | [৯][১০][১১] | |
ফ্রে ব্রু য়া রি |
৩ | বীরকন্যা প্রীতিলতা | সরকারি অনুদানপ্রাপ্ত | প্রদীপ ঘোষ (পরিচালক); নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার প্রামাণিক, কামরুজ্জামান তাপু | [১২][১৩][১৪][১৫] |
ভাগ্য | অভি কথাচিত্র | মাহবুবুর রশিদ (পরিচালক); নিপুণ আক্তার, চিত্রনায়ক মুন্না, মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা | [১৬][১৭][১৮][১৯] | ||
১০ | কথা দিলাম | জসিম উদ্দিন | রকিবুল আলম (পরিচালক); কেয়া (অভিনেত্রী), জামশেদ শামীম, সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা | [২০][২১][২২][২৩] | |
মন দিয়েছি তারে | সামি বাণী চিত্র | মোস্তাফিজুর রহমান বাবু (পরিচালক); আসিফ ইমরোজ, অমৃতা খান, সুজাতা (বাংলাদেশী অভিনেত্রী), সাগর, কাকন শাহা, সাদেক বাচ্চু | [২৪][২৫] | ||
১৭ | বুবুজান | শাপলা মিডিয়া | শামীম আহমেদ রনি (পরিচালক); মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত সালওয়া, সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর | [২৬][২৭][২৮] | |
২৪ | মায়ার জঞ্জাল (ডেব্রিস অব ডিজায়ার) | জসীম আহমেদ, ফ্লিপবুক, এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনা | ইন্দ্রনীল রায় চৌধুরী (পরিচালক); অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল মন্ডল, চান্দ্রেয়ী ঘোষ, ব্রাত্য বসু, কমলিকা বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় | [২৯][৩০][৩১][৩২] | |
মা র্চ |
৩ | ওরা ৭ জন | খিজির হায়াত খান | খিজির হায়াত খান (পরিচালক); জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস, সাইফ খান, খালিদ মাহবুব, নাফিজ আহমেদ | [৩৩][৩৪][৩৫][৩৬] |
জেকে ১৯৭১ | ফাখরুল আরিফিন খান | ফাখরুল আরিফিন খান (পরিচালক); সৌরভ শুভ্র দাশ, সব্যসাচী চক্রবর্তী, যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি | [৩৭][৩৮][৩৯][৪০] | ||
১০ | রেডিও | তরঙ্গ প্রোডাকশন | অনন্য মামুন (পরিচালক); রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী | [৪১][৪২][৪৩][৪৪][৪৫] |
এপ্রিল - জুন সম্পাদনা
মুক্তির তারিখ | শিরোনাম | প্রযোজনা কোম্পানি | অভিনেতা এবং কলাকুশলী | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|
এ প্রি ল |
২২ | লিডার - আমিই বাংলাদেশ | বেঙ্গল মাল্টিমিডিয়া | তপু খান (পরিচালক); শাকিব খান, শবনম বুবলি | [৪৬][৪৭] |
কিল হিম | মোহাম্মদ ইকবাল | মোহাম্মদ ইকবাল (পরিচালক); অনন্ত জলিল, আফিয়া নুসরাত বর্ষা, মিশা সওদাগর, রুবেল, রাহুল দেব | [৪৮] | ||
জ্বীন | জাজ মাল্টিমিডিয়া | নাদের চৌধুরী (পরিচালক); সজল নূর, জিয়াউল রোশান, পূজা চেরি রায়, জান্নাতুন নূর, সুজাতা (বাংলাদেশী অভিনেত্রী) | [৪৯][৫০][৫১] | ||
শত্রু | অহৃদ্য ফিল্মস | সুমন ধর (পরিচালক); বাপ্পি চৌধুরী, মিশা সওদাগর, জাহারা মিতু | [৫২][৫৩][৫৪] | ||
লোকাল | ক্লিওপেট্রা ফিল্মস | সাইফ চন্দন (পরিচালক); আদর আজাদ, শবনম বুবলি, মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ | [৫৫][৫৬][৫৭] | ||
পাপঃ প্রথম চাল | জাজ মাল্টিমিডিয়া | সৈকত নাসির (পরিচালক); ইয়ামিন হক ববি, জিয়াউল রোশান, আমান রেজা, জাকিয়া মাহা, আরিয়ানা | [৪৯][৫১] | ||
আদম | টি এইচ আর মিডিয়া হাউজ | আবু তাওহীদ হিরণ (পরিচালক); ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যালেন শুভ্র, রঙ্গন হৃদ্য, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য, শহীদুজ্জামান সেলিম, রাইসুল ইসলাম আসাদ | [৫৮] | ||
প্রেম প্রীতির বন্ধন | উপমা কথাচিত্র | সোলায়মান আলী লেবু (পরিচালক); অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর, আমান রেজা | [৫৯][৬০] | ||
মে | ময়ূরাক্ষী | আজ ইন্টারন্যাশনাল লিমিটেড | রশীদ পলাশ (পরিচালক); ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহি, দিপক কুমার | [৬১][৬২][৬৩] | |
১৯ | মা | অরণ্যে পুলক (এপি) | অরণ্য আনোয়ার (পরিচালক); পরীমনি, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য চৌধুরী, শাহাদাত হোসেন | [৬৪][৬৫] | |
জু ন |
২ | সুলতানপুর | জাজ মাল্টিমিডিয়া | সৈকত নাসির (পরিচালক); আশীষ খন্দকার, অধরা খান, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুক | [৬৬][৬৭] |
২৯ (ঈদ উল আজহা) | এম আর-নাইন | জাজ মাল্টিমিডিয়া | আসিফ আকবর (পরিচালক); এবিএম সুমন, মাইকেল জেই হোয়াইট, ফ্রাঙ্ক গ্রিলো, কেলি গ্রেসন, ম্যাট পাসমোর, দ্য গ্রেট কালী | [৬৮][৬৯] | |
লাল শাড়ি | অপু-জয় চলচ্চিত্র | বন্ধন বিশ্বাস (পরিচালক); সাইমন সাদিক, অপু বিশ্বাস | |||
প্রিয়তমা | আরশাদ আদনান, ভার্সেটাইল মিডিয়া | হিমেল আশরাফ (পরিচালক); শাকিব খান | [৭০][৭১][৭২] | ||
সুড়ঙ্গ | চরকি | রায়হান রাফী (পরিচালক); আফরান নিশো, তমা মির্জা |
জুলাই - সেপ্টেম্বর সম্পাদনা
মুক্তির তারিখ | শিরোনাম | প্রযোজনা কোম্পানি | অভিনেতা এবং কলাকুশলী | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|
জু লা ই |
দুঃসাহসী খোকা | বাংলাদেশ সরকার,ফরিদুর রেজা সাগর | ফজলুর রহমান বাবু,লুৎফর রহমান জর্জ | ||
আ গ ষ্ট |
|||||
সে প্টে ম্ব র |
অক্টোবর - ডিসেম্বর সম্পাদনা
মুক্তির তারিখ | শিরোনাম | প্রযোজনা কোম্পানি | অভিনেতা এবং কলাকুশলী | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|
অ ক্টো ব র |
|||||
ন ভে ম্ব র |
|||||
ডি সে ম্ব র |
মুক্তি প্রতীক্ষিত[১] সম্পাদনা
শিরোনাম | সম্ভাব্য মুক্তির তারিখ | প্রযোজনা কোম্পানি | অভিনেতা এবং কলাকুশলী | তথ্যসূত্র / নোট |
---|---|---|---|---|
লাল শাড়ি | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | অপু বিশ্বাস (অপু-জয় প্রোডাকশনস) এবং সরকারী অনুদানপ্রাপ্ত | বন্ধন বিশ্বাস (পরিচালক); অপু বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েল | [৭৩] |
অন্তর্জাল | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | মোশন পিপল স্টুডিও | দীপংকর দীপন (পরিচালক); সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন | [৭৪][৭৫][৭৬][৭৭][৭৮][৭৯] |
প্রহেলিকা | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | চয়নিকা চৌধুরী ও জামাল হোসেন | চয়নিকা চৌধুরী (পরিচালক); মাহফুজ আহমেদ, শবনম বুবলি | [৮০] |
টোকাই | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | হিরো আলম প্রোডাকশন | বাবুল রেজা (পরিচালক); হিরো আলম, কাজী হায়াৎ, রিনা খান, দুলারী, ড্যানীরাজ, চিত্রনায়ক মেহেদী, রেহানা জলি | [৮১][৮২][৮৩] |
নূর | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | শাপলা মিডিয়া | রায়হান রাফী (পরিচালক); আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, | [৮৪][৮৫][৮৬] |
শনিবার বিকেল | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনা | মোস্তফা সরয়ার ফারুকী (পরিচালক); নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ, ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক | [৮৭][৮৮] |
মুজিব: একটি জাতির রূপকার | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনা | শ্যাম বেনেগল (পরিচালক); আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, গাজী রাকায়েত, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, রিয়াজ, ফেরদৌস আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, জায়েদ খান (অভিনেতা), খায়রুল আলম সবুজ, সাবিলা নূর, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, তুষার খান, সায়েম সামাদ, খলিলুর রহমান কাদেরি | [৮৯][৯০][৯১] |
শরতের জবা | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | কুসুম সিকদার / পহরডাঙ্গা পিকচার্স | কুসুম শিকদার (পরিচালক); ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন | [৯২][৯৩] |
পায়ের তলায় মাটি নাই | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | আবু শাহেদ ইমন, গল্প রাজ্য ফিল্মস, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স | মোহাম্মদ রাব্বি মৃধা (পরিচালক); মোস্তফা মন্ওয়ার, দীপান্বিতা মার্টিন, প্রিয়াম অর্চি | [৯৪][৯৫] |
রিকশা গার্ল | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা | অমিতাভ রেজা চৌধুরী (পরিচালক); নভেরা রহমান, চম্পা (অভিনেত্রী), মোমেনা চৌধুরী, নরেশ ভুঁইয়া, অ্যালেন শুভ্র | [৯৬][৯৭] |
অন্তরাত্মা | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | সোহানী হোসেন | ওয়াজেদ আলী সুমন (পরিচালক); শাকিব খান, দর্শনা বণিক | [৯৮][৯৯][১০০] |
নো ল্যান্ডস ম্যান | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | এ আর রহমান, ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে | মোস্তফা সরয়ার ফারুকী (পরিচালক); নওয়াজুদ্দীন সিদ্দিকী, মেগান মিশেল, তাহসান রহমান খান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ | [১০১] |
অন্যদিন… | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | কামার আহমাদ সাইমন, সারা আফরীন | কামার আহমাদ সাইমন (পরিচালক) | [১০২][১০৩][১০৪] |
নেত্রী-দ্য লিডার | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | মুনসুন ফিল্মস | অনন্ত জলিল (পরিচালক); অনন্ত জলিল, বর্ষা | [১০৫] |
অগ্নি ৩ | শ্যুটিং চলমান | জাজ মাল্টিমিডিয়া | বাংলাদেশ থেকে পরিচালক হিসেবে থাকবেন সৈকত নাসির। হলিউড অংশের পরিচালনা করবেন আসিফ আকবর। | [১০৬][১০৭] |
রক্তজবা | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | ইমপ্রেস টেলিফিল্ম, আবু শাহেদ ইমন | নিয়ামুল মুক্তা (পরিচালক); নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া | [১০৮][১০৯][১১০][১১১] |
দামপাড়া | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ | শুদ্ধমান চৈতন (পরিচালক); ফেরদৌস আহমেদ, আশনা হাবিব ভাবনা | [১১২][১১৩][১১৪] |
স্বপ্নবাজি | ঘোষিত | পিএইচ এন্টারটেইনমেন্ট | রায়হান রাফি (পরিচালক); সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জান্নাতুল ফেরদৌস পিয়া, প্রিয়ন্তী | [১১৫][১১৬][১১৭][১১৮] |
শিরোনামহীন ইফতারকার চৌধুরীর চলচ্চিত্র | ঘোষিত | ইফতেখার চৌধুরী (পরিচালক); আরিফিন শুভ, নুসরাত ফারিয়া | [১১৯] | |
ব্যাচেলর ইন ট্রিপ | শীঘ্রই মুক্তির অপেক্ষায় | আম্মাজান ফিল্মস | নাসিম সাহনিক (পরিচালক); কায়েস আরজু, শিরীন শিলা, রাজ রিপা | [১২০][১২১][১২২][১২৩][১২৪] |
লিপস্টিক | ঘোষিত | স্মর্টি মাল্টিমিডিয়া | কামরুজ্জামান রুমান (পরিচালক); আদর আজাদ, দর্শনা বণিক | [১২৫][১২৬] |
আরও দেখুন সম্পাদনা
- ২০২০ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- ২০২১ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- ২০২২ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- ২০২৩ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- বাংলাদেশের চলচ্চিত্র
- ঢালিউড
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ প্রতিবেদক, বিনোদন। "'২২কে ছাড়িয়ে যেতে পারে ' ২৩"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ ডেস্ক, বিনোদন। "বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র পেয়েছে 'ব্ল্যাক ওয়ার'"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "জানুয়ারিতে আসছে 'ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২'"। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "৪৪ হল দিয়ে 'ব্ল্যাক ওয়ার' শুরু"। Bangla Tribune। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "আসছে 'অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন', বাচ্চারা তৈরি তো?"। bdnews24। ২০২৩-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন'-এর ট্রেইলার প্রকাশ"। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "২০ জানুয়ারি শিশুদের জন্য 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "১৭ সিনেমা হলে সিয়াম-পরীর 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "অবশেষে হল পাচ্ছে 'সাঁতাও'"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "দেশের ৫ হলে মুক্তি পেল 'সাঁতাও'"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ হোসেন, মকফুল। "লড়াই শেষে হলে 'সাঁতাও'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ নিউজ, সময়। "ভাষার মাসে মুক্তি পাচ্ছে 'বীরকন্যা প্রীতিলতা' | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ BonikBarta। "আগামীকাল প্রেক্ষাগৃহে বীরকন্যা প্রীতিলতা"। আগামীকাল প্রেক্ষাগৃহে বীরকন্যা প্রীতিলতা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "'বীরকন্যা প্রীতিলতা' ১০ সিনেমা হলে"। bdnews24। ২০২৩-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-০৩)। "মুক্তি পেয়েছে বীরকন্যা প্রীতিলতা"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ ডেস্ক, বিনোদন। "ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে মুন্না-নিপুণের 'ভাগ্য'"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ নিউজ, সময়। "আসছে মুন্না-নিপুণের 'ভাগ্য' | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "২১ হলে মুক্তি পাচ্ছে নিপুণ-মুন্নার 'ভাগ্য'"। banglanews24.com। ২০২৩-০২-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "নিপুণ-মুন্নার 'ভাগ্য'র পরীক্ষা ৩ ফেব্রুয়ারি"। bdnews24। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ ডেস্ক, বিনোদন। "যেসব সিনেমা হলে 'কথা দিলাম'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ নিউজ, সময়। "১৩ প্রেক্ষাগৃহে জামশেদ-কেয়ার 'কথা দিলাম' | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ভালোবাসা দিবস আসছে 'কথা দিলাম'"। banglanews24.com। ২০২৩-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "কেয়ার 'কথা দিলাম' মুক্তি আজ"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "১৫ হলে চলবে 'মন দিয়েছি তারে'"। Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ Pratidin, Bangladesh (২০২৩-০২-১২)। "মন দিয়েছি তারে"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-০২)। "'বুবুজান' মাহিয়া মাহির জন্য পাগল এক ভাইয়ের গল্প"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ নিউজ, সময়। "২১ হলে 'বুবুজান' | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "নতুন জুটির অভিষেক, ২১ হলে 'বুবুজান'"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "মায়ার জঞ্জাল নিয়ে বড় পর্দায় ফিরছেন অপি করিম"। bdnews24। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ নিউজ, সময়। "দুই বাংলায় মুক্তি পাচ্ছে 'মায়ার জঞ্জাল' | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "আগামীকাল মুক্তি পাচ্ছে 'মায়ার জঞ্জাল' – ATN Bangla"। www.atnbangla.tv। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ Dhakatimes24.com। "দুই বাংলাতেই মুক্তি পেল অপি করিমের 'মায়ার জঞ্জাল'"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'ওরা ৭ জন' মুক্তি আজ"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ Dhakatimes24.com। "যে ২৬ হলে দেখা যাচ্ছে 'ওরা ৭ জন'"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "রণাঙ্গনের গল্পে 'ওরা ৭ জন'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "যুদ্ধের ময়দান থেকে 'ওরা ৭ জন'"। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "মুক্তির অনুমতি পেল 'জেকে–১৯৭১'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "'জেকে ১৯৭১' চলচ্চিত্র মুক্তি ৩ মার্চ"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'জেকে ১৯৭১' মুক্তি পাচ্ছে ৩ মার্চ"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'জেকে ১৯৭১' এর আনকাট সেন্সর,সঙ্গে মিলেছে ভূয়সী প্রশংসা"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-১৮)। "'রেডিও' মুক্তি ১০ মার্চ"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "টিভিতে দেখানোর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'রেডিও'"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ BusinessInsiderBd.com। "রিয়াজ-মমর 'রেডিও' মুক্তি পাবে মার্চে"। Business Insider Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "টেলিভিশনের পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'রেডিও'"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "১৭ মার্চ সিনেমা হলে 'রেডিও'"। Dainikbangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "ঈদে আসছে শাকিব-বুবলির 'লিডার: আমিই বাংলাদেশ'"। bdnews24। ২০২৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ঈদে আসছে যেসব সিনেমা"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ঈদুল ফিতরে আসছে অনন্ত জলিলের 'কিল হিম'"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ ক খ https://www.risingbd.com। "ঈদে জাজের দুই সিনেমা, থাকছেন পূজাও"। Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "পছন্দের সিনেমায় পূজা চেরি"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ ক খ "শাকিব-বুবলী চূড়ান্ত, অনন্তর প্রস্তুতি, পূজা চেরিও আসছেন"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ঈদে আসছে 'শত্রু', বাপ্পির দৌড়ঝাঁপ"। https://www.risingbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "বাপ্পী-মিতুর 'শত্রু'র ঝলক"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "পুলিশ বাপ্পি ও বখাটে মিতুর ট্রেলার কেমন হল?"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "আদর-বুবলীর 'লোকাল' আসছে ঈদে"। bdnews24। ২০২৩-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "ট্রেলারে চমক, ঈদে আসছে আদর-বুবলীর 'লোকাল'"। banglanews24.com। ২০২৩-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "ট্রেইলারে চমক দেখালো 'লোকাল', মুক্তি ঈদে"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "এসেছে 'আদম' এর ট্রেইলার, মুক্তি ঈদে"। bdnews24। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ঈদে আসছে অপু-জয়ের ছবি, শুরু হয়েছে হল বুকিং"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০৪-০৪)। "অপু বিশ্বাসের ঈদের সিনেমা ২০ প্রেক্ষাগৃহ, ৩৫ শিল্পকলায়"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ববির 'ময়ূরাক্ষী' অভিযান শুরু"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ঈদের পর মুক্তি পাবে ববির 'ময়ূরাক্ষী'"। banglanews24.com। ২০২২-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ https://www.facebook.com/rtvonline। "মে মাসে মুক্তি পাবে ববির 'ময়ূরাক্ষী'"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "প্রেক্ষাগৃহে 'মা' হয়ে আসছেন পরীমণি"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২১।
- ↑ anjuman। "১৯ মে আসছে পরীমণি অভিনীত 'মা'"। businesshour24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২১।
- ↑ "জুনে মুক্তি পাচ্ছে 'সুলতানপুর'"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ Sangbad, Protidiner। "জুনে মুক্তি পাচ্ছে 'সুলতানপুর'"। Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "কোরবানির ঈদে এমআর-৯"। www.kalerkantho.com। 2023-04। সংগ্রহের তারিখ 2023-04-05। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "মাসুদ রানার 'এমআর নাইন' আসছে ঈদুল আজহায় - বাংলা মুভি ডেটাবেজ"। ২০২৩-০৩-৩১T২১:১০:৩০+০৬:০০। সংগ্রহের তারিখ 2023-04-05। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০৪-২৬)। "শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমার শুটিং শুরু ৮ মে"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "এবার শাকিবের 'প্রিয়তমা', মুক্তি সামনের ঈদে"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ "কুরবানি ঈদে আসছে শাকিবের 'প্রিয়তমা'"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ "ঈদে আসছে 'লাল শাড়ি'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে দীপনের 'অন্তর্জাল'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ঈদের চমক তাদের 'অন্তর্জাল'"। Bangla Tribune। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে দীপনের 'অন্তর্জাল'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ঈদের চমক তাদের 'অন্তর্জাল'"। Bangla Tribune। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "প্রকাশ্যে 'অন্তর্জাল'র মোশন পোস্টার, মুক্তি ঈদে"। banglanews24.com। ২০২২-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "আসছে ঈদে সাইবার যুদ্ধ দেখাবে 'অন্তর্জাল'"। bdnews24। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ঈদে আসছে মাহফুজ-বুবলীর 'প্রহেলিকা'"। Daily Manobkantha। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "রুচিশীলদের প্রতি 'টোকাই' হিরো আলমের অনুরোধ"। dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১০।
- ↑ "এবার 'টোকাই' হলেন হিরো আলম"। banglanews24.com। ২০২১-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১০।
- ↑ Rajowan। "হিরো আলম এবার 'টোকাই'"। businesshour24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১০।
- ↑ "চমকানো লুক দেখিয়ে শুভ বলছেন, সিনেমা মুক্তি পেলে ধারণা পাল্টে যাবে"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ https://www.facebook.com/rtvonline। "অবশেষে মুক্তির অনুমতি পেল 'নূর'"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "মুক্তির অনুমতি পেলো শুভ-ঐশীর 'নূর'"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০১-২১)। "ফারুকীর 'শনিবার বিকেল' মুক্তিতে আর বাধা নেই"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "'শনিবার বিকেল' নিয়ে সিদ্ধান্ত হয়নি, আবার দেখবে আপিল কমিটি"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২২-০৫-২০)। "প্রকাশ হলো 'মুজিব' বায়োপিকের ট্রেলার"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "সেপ্টেম্বরে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক"। Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ সংবাদদাতা, নিজস্ব; নয়াদিল্লি (২০২২-০৯-০৭)। "এ বছরের শেষে 'মুজিব' বায়োপিক মুক্তি পেতে পারে"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'শরতের জবা'র জন্য নতুন পরিচয়, স্বপ্ন পূরণ কুসুমের"। banglanews24.com। ২০২৩-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "নতুন পরিচয়ে কুসুম"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২২-০৮-৩০)। "সেন্সর পেল 'পায়ের তলায় মাটি নাই'"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "মুক্তির অনুমতি পেলো 'পায়ের তলায় মাটি নাই'"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "জানুয়ারিতে আসছে 'রিকশা গার্ল'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "পাইরেসির কবলে 'রিকশা গার্ল'"। bdnews24। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "শাকিবের ঈদের ছবি 'অন্তরাত্মা', নায়িকা কলকাতার দর্শনা"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ ডেস্ক, বিনোদন। "শাকিবের ঈদের ছবির নায়িকা কলকাতার দর্শনা"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ঈদে আসছে শাকিবের তিন ছবি"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "সিডনিতে 'নো ল্যান্ডস ম্যান', ফারুকীর সঙ্গী হবেন মেগান"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "ইডফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে কামার আহমাদ সাইমনের 'অন্যদিন...'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "ফার্স্ট লুকে প্রথম বাংলা ছবি 'অন্যদিন...'"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "আরও দুটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে 'অন্যদিন...'"। bdnews24। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "অনন্তর 'নেত্রী: দ্য লিডার' ছবির আনুষ্ঠানিক ঘোষণা"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২।
- ↑ নিউজ, সময়। "আসছে 'অগ্নি-৩', থাকছেন না মাহি | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'অগ্নি ৩' সিনেমার পোস্টার প্রকাশ, থাকছেন না মাহি"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "'কাঠবিড়ালী'র পর 'রক্তজবা', এবার তিশা-রাজ"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "শরিফুল রাজ-তিশার নতুন সিনেমা 'রক্তজবা'"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "মুক্তির মিছিলে 'রক্তজবা'"। Bangla Tribune। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ নিউজ, সময়। "মুক্তির অনুমতি পেল 'রক্তজবা' সিনেমা | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "দামপাড়া'য় ফেরদৌস, বিপরীতে ভাবনা"। bdnews24। ২০২৩-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ "বড়পর্দায় বীর পুলিশ অফিসার এসপি শামসুলকে নিয়ে 'দামপাড়া'"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ "দামপাড়া সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ফেরদৌস ও ভাবনা"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "'স্বপ্নবাজী'তে প্রিয়ন্তী"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Dhakatimes24.com। "'স্বপ্নবাজি' হবে আমার টার্নিং পয়েন্ট: মাহি"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "'ফ্লপের গণ্ডি' থেকে বেরোতে চান মাহি"। bdnews24। ২০২৩-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ Dhakatimes24.com। "রুপালি পর্দায় ফিরেছেন পিয়া"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ Dhakatimes24.com। "নতুন ছবিতে নুসরাত ফারিয়া"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩।
- ↑ "'শীঘ্রই নতুন চলচ্চিত্রের শুটিং করবো'- নাসিম সাহনিক"। bengalivoices.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ Dhakatimes24.com। "নতুন সিনেমায় রাজ রিপা"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "নাসিম সাহনিকের 'ব্যাচেলর ইন ট্রিপ' সিনেমায় অপ্সরা"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "মান-অভিমান ভুলে কাজ করলেন শিল্পীরা"। www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "পুরোদমে চলছে 'ব্যাচেলর ইন ট্রিপ' চলচ্চিত্রের শুটিং"। bengalivoices.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "আদর আজাদের নতুন সিনেমা 'লিপস্টিক', নায়িকা কলকাতার"। bdnews24। ২০২৩-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।
- ↑ ডেস্ক, বিনোদন। "আদরের 'লিপিস্টিক'-এ কলকাতার দর্শনা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।