রুবেল

বাংলাদেশী অভিনেতা

মাসুম পারভেজ রুবেল (জন্ম: ৩ মে ১৯৬০[১]) একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, ফাইটিং ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক। রুবেল লড়াকু চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। সোহেল রানা অভিনীত ৮০ সালের একটি চলচ্চিত্রে নেপথ্য কন্ঠ দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্রে তিনি মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত। প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। রুবেলের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড

রুবেল
Masum Parvez Rubel (2) (cropped).jpg
জন্ম
মাসুম পারভেজ রুবেল

(1960-05-03) ৩ মে ১৯৬০ (বয়স ৬২)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
চলচ্চিত্র পরিচালক
চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯৮৬ – বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
লড়াকু, বীর পুরুষ, বিপ্লব, আমিই শাহেনশাহ, ভণ্ড, রুবেল আমার নাম, মহাগুরু, বিচ্চুবাহিনী, আগুন আমার নাম, ছোট বোন।
শৈলীমার্শাল, অ্যাকশন, ড্রামা।
উচ্চতা৫ ফু ৫ ইঞ্চি (১.৬৫ মি)
দাম্পত্য সঙ্গীসুলতানা পারভেজ নীলা
সন্তাননিলয় পারভেজ
পিতা-মাতাআঃ মালেক ও দিলোয়ারা
আত্মীয়সোহেল রানা (ভাই)
তানিয়া আহমেদ (ভাগ্নী)
পুরস্কারবাচসাস (২০০০/২০০১)

প্রাথমিক জীবনসম্পাদনা

রুবেল ১৯৬২ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। রুবেল ২২ বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা’র প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন । রুবেল ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক যার ছবিতে থাকতো নিত্য নতুন মারপিটের কৌশল।

চলচ্চিত্র জীবনসম্পাদনা

রুবেল বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে বেশি পরিচিত। এছাড়া লড়াকু নায়ক,বাংলার ব্রুসলী, সুপারষ্টার, মেগাস্টার নামেও পরিচিত।তিনি ২৪ বছর বয়সে ১৯৮৬ সালে "লড়াকু" চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। এই ছবি পরিচালনা করেন শহীদুল ইসলাম খোকন। এছাড়াও তিনি সামাজিক, রোমান্টিক, কমেডি ঘরানার ছবিও করছেন। পরবর্তীতে খোকনের সাথে জুটি বেঁধে ২৭টি ছবিতে অভিনয় করেছেন। ব্যতিক্রমী ভাবনার সব ছবি উপহার দিয়েছেন তারা দুজন। তাদের সব ছবিই পেয়েছে আকাশচুম্বী ব্যবসায়িক সাফল্য।তাদের দুজনের কাজের মধ্যে প্রায় সবগুলো ছবিই টানা হাউজফুলের রেকর্ড আছে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাই ক্ষমতা’ রুবেল আর খোকন জুটির শেষ ছবি। নায়ক রুবেল অভিনীত কোন ছবিই প্রায় দেড় যুগের বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়নি।এমনকি রুবেল অভিনীত প্রথম টানা ১০টি মুক্তিপ্রাপ্ত ছবিই ছিল বাম্পারহিট এবং সুপার হিট। লড়াকু নায়ক রুবেল একাধারে নায়ক, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী ও চিত্রপরিচালক, ফাইট ডিরেক্টর । রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন। তার সবগুলো ছবিতেই ‘দ্যা একশন ওয়ারিয়রস’ নামে একটি নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল।

তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।[২]

পারিবারিক জীবনসম্পাদনা

রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে নীলয় পারভেজ নীলয়।তার জন্ম ১৯৮৬ সালের ২৫ মার্চ।[৩]

অভিনীত চলচ্চিত্রের তালিকাসম্পাদনা

  1. লড়াকু (১৯৮৬)
  2. গোলমাল (১৯৮৬)
  3. বীর পুরুষ (১৯৮৮)
  4. বজ্রমুষ্ঠি (১৯৮৯)
  5. উদ্ধার (১৯৮৯)
  6. মারকশা (১৯৮৯)
  7. আমি শাহেনশাহ (১৯৮৯)
  8. অধিনায়ক (১৯৮৯)
  9. বিপ্লব (১৯৯০)
  10. বজ্রপাত (১৯৯০)
  11. অকর্মা (১৯৯০)
  12. বীরযোদ্ধা (১৯৯০)
  13. ওমর আকবর (১৯৯০)
  14. অর্জন (১৯৯০)
  15. লাওয়ারিশ (১৯৯১)
  16. জ্বলন্ত আগুন (১৯৯১)
  17. দেশ দুশমন (১৯৯১)
  18. সন্ত্রাস (১৯৯১)
  19. বিষদাঁত (১৯৯১)
  20. দিন মজুর (১৯৯১)
  21. লিঞ্জা (১৯৯১)
  22. রুবেল আমার নাম (১৯৯১)
  23. শেষ আঘাত (১৯৯১)
  24. টপ রংবাজ (১৯৯১)
  25. মা মাটি দেশ (১৯৯২)
  26. লৌহ মানব (১৯৯২)
  27. লড়াই (১৯৯২)
  28. আজাদ (১৯৯২)
  29. গোলামির জিঞ্জির (১৯৯২)
  30. উথান পতন (১৯৯২)
  31. শ্রদ্ধা (১৯৯২)
  32. মায়ের কান্না (১৯৯২)
  33. সম্পর্ক (১৯৯২)
  34. চোখের পানি (১৯৯২)
  35. ইনকিলাব (১৯৯২)
  36. শত্রু ভয়ংকর (১৯৯৩)
  37. বিক্রম (১৯৯৩)
  38. মালামাল (১৯৯৩)
  39. পলাতক আসামী (১৯৯৩)
  40. সতর্ক শয়তান (১৯৯৩)
  41. অপহরণ (১৯৯৩)
  42. বন্ধু বেঈমান (১৯৯৪)
  43. ঘরের শত্রু (১৯৯৪)
  44. মৃত্যুদণ্ড (১৯৯৪)
  45. দুঃসাহস (১৯৯৪)
  46. অন্যায় অত্যাচার (১৯৯৪)
  47. ডন (১৯৯৪)
  48. বেয়াদব (১৯৯৪)
  49. ঘাতক (১৯৯৪)
  50. ঘৃণা (১৯৯৪) - সাগর
  51. আখেরী রাস্তা (১৯৯৪)
  52. মীরজাফর (১৯৯৪)
  53. শত্রু ঘায়েল (১৯৯৫)
  54. ভাংচুর (১৯৯৫)
  55. অগ্নি সন্তান (১৯৯৫)
  56. বিশ্বপ্রেমিক (১৯৯৫)
  57. দমকা (১৯৯৫)
  58. গৃহযুদ্ধ (১৯৯৬)
  59. স্বজন (১৯৯৬)
  60. বিদ্রোহী কন্যা (১৯৯৬)
  61. রাক্ষস (১৯৯৬)
  62. মিথ্যার রাজা (১৯৯৬)
  63. লম্পট (১৯৯৬)
  64. জজ সাহেব (১৯৯৭)
  65. নীল সাগরের তীরে (১৯৯৭)
  66. চারিদিকে শত্রু (১৯৯৭)
  67. বেইমানির শাস্তি (১৯৯৭)
  68. আত্মপ্রকাশ (১৯৯৭)
  69. নর পিশাচ (১৯৯৭)
  70. মৃত্যুদণ্ড (১৯৯৭)
  71. জীবন মানেই যুদ্ধ (১৯৯৭)
  72. মানুষ (১৯৯৭)
  73. ক্ষমা নেই (১৯৯৭)
  74. উল্কা (১৯৯৮)
  75. শত্রু সাবধান (১৯৯৮)
  76. ভন্ড (১৯৯৮) - ইমন
  77. মুক্তি চাই (১৯৯৮)
  78. কালো চশমা (১৯৯৮)
  79. অন্ধ আইন (১৯৯৮)
  80. বিপদ সংকেত (১৯৯৮)
  81. গরীবের বিচার নাই (১৯৯৮)
  82. পরাধীন (১৯৯৮)
  83. সুখের আশায় (১৯৯৮)
  84. রাজার ভাই বাদশা (১৯৯৯)
  85. কুংফু নায়ক (১৯৯৯)
  86. সেয়ানা পাগল (১৯৯৯)
  87. পাগলা ঘণ্টা (১৯৯৯)
  88. মাস্তানের দাপট (১৯৯৯)
  89. বাঘের থাবা (১৯৯৯)
  90. রাগী (১৯৯৯)
  91. হারামখোর (১৯৯৯)
  92. রবি মাস্তান (১৯৯৯)
  93. হিংস্র থাবা (২০০০)
  94. খাইছি তোরে (২০০০)
  95. কাটা রাইফেল (২০০০)
  96. অসভ্য মানুষ (২০০০)
  97. চুরমার (২০০০)
  98. যোদ্ধা (২০০০) - বিপ্লব
  99. প্রেমিক ডাকাত (২০০০)
  100. মায়ের জন্য যুদ্ধ (২০০১)
  101. বিচ্ছু বাহিনী (২০০১)
  102. প্রবেশ নিষেধ
  103. কঠিন শাস্তি (২০০১)
  104. শিকারী (২০০১)
  105. ভয়ংকর সন্ত্রাসী (২০০১)
  106. বিল্লু মাস্তান (২০০২)
  107. মুখোশধারী (২০০২)
  108. রক্ত গরম (২০০৩)
  109. গড ফাদার (২০০৩)
  110. মরণ আঘাত (২০০৩)
  111. গেরিলা বাহিনী (২০০৩)
  112. খুনের পরিণাম (২০০৩)
  113. অন্ধকারে চিতা (২০০৩)
  114. ধর মাস্তান (২০০৩)
  115. চরম শিক্ষা (২০০৩)
  116. চাই ক্ষমতা (২০০৩)
  117. মানিক বাদশা (২০০৩)
  118. বাঘে বাঘে লড়াই (২০০৩)
  119. আগুন আমার নাম (২০০৪)
  120. টর্নেডো কামাল (২০০৪)
  121. প্রেমিকা ছিনতাই (২০০৪) - মুন্না
  122. ডেঞ্জার মিশন (২০০৪)
  123. ডেঞ্জার হিরো (২০০৪)
  124. মুখোশ (২০০৫)
  125. কয়লা (২০০৫)
  126. অবৈধ অস্ত্র (২০০৫)
  127. অশান্ত বাদশা (২০০৫)
  128. কাউন্টার এ্যাটাক (২০০৫)
  129. তল্লাশী (২০০৫)
  130. দোজখ (২০০৫)
  131. ব্যারিকেড (২০০৫)
  132. এলাকার বাদশা (২০০৫)
  133. ঢাকার সম্রাট (২০০৫)
  134. বিষাক্ত চোখ (২০০৫)
  135. কালা দুনিয়া (২০০৫)
  136. ভয়ংকর রাজা (২০০৫)
  137. ধান্ধা (২০০৫)
  138. বাংলার বাঘ (২০০৫)
  139. কাঙ্গালী রাজা (২০০৫)
  140. সদরঘাটের কুলি (২০০৫)
  141. শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার (২০০৬)
  142. জবাব দে (২০০৬)
  143. আজকের গরম খবর (২০০৬)
  144. ডাল ভাত (২০০৬)
  145. বাদশা গুন্ডা (২০০৬)
  146. দুশমনের দুশমন (২০০৬)
  147. একশো কোটি টাকা (২০০৬)
  148. পাগলা মাস্তান (২০০৬)
  149. সিটি রংবাজ (২০০৬)
  150. চ্যালেঞ্জের মুখে (২০০৭)
  151. খেসারত (২০০৭)
  152. জজের রায়ে ফাঁসি (২০০৭)
  153. দুর্ধর্ষ দুর্জয় (২০০৭) - দুর্জয়
  154. মাস্তান সম্রাট (২০০৭)
  155. ময়দান (২০০৭)
  156. চারিদিকে অন্ধকার (২০০৭)
  157. রক্ত পিপাসা (২০০৭)
  158. দাঙ্গা দমন (২০০৭)
  159. ঘুম হারাম (২০০৭)
  160. ছোট বোন (২০০৮)
  161. ভাইয়া নাম্বার ওয়ান (২০০৮)
  162. বড় ভাই জিন্দাবাদ (২০০৮)
  163. ফুটপাথের শাহেনশাহ (২০০৯)
  164. আদরের ছোট ভাই (২০০৯)
  165. রিটার্ণ টিকিট (২০০৯)
  166. জমিদার (২০১০)
  167. রাজপথের বাদশা (২০১১)
  168. এক নাম্বার আসামি (২০১৪)
  169. পাগলা দিওয়ানা (২০১৫)
  170. ওয়ার্নিং (২০১৫)
  171. ব্ল্যাক মানি (২০১৫)
  172. গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ
  173. হুংকার (বছর অজানা)
  174. বীরবিক্রম (বছর অজানা)
  175. আন (বছর অজানা)
  176. মহাগুরু (বছর অজানা)
  177. মিন্টু সম্রাট (বছর অজানা)
  178. মহাশত্রু (বছর অজানা)
  179. ট্রাক ড্রাইভার (বছর অজানা)
  180. গোলাবারুদ (বছর অজানা)
  181. রক্ত নিশান (বছর অজানা)
  182. গোয়েন্দা (বছর অজানা)
  183. জ্বলন্ত বারুদ (বছর অজানা)
  184. আজকের হিটলার (বছর অজানা)
  185. দুর্নীতিবাজ (বছর অজানা)
  186. মূর্খ মানব (বছর অজানা)
  187. দেশ দেশান্তর (বছর অজানা)
  188. আর্তনাদ (বছর অজানা)
  189. গরীবের সম্মান (বছর অজানা)
  190. প্রেমিক রংবাজ (বছর অজানা)
  191. জননেতা (বছর অজানা)
  192. দুই চোর (বছর অজানা)
  193. দুর্দান্ত দাপট (বছর অজানা)
  194. ক্ষমতার লড়াই (বছর অজানা)
  195. মুখোশ (বছর অজানা)
  196. জ্যান্ত লাশ (বছর অজানা)
  197. মৃত্যুর সাথে পাঞ্জা (বছর অজানা)
  198. জিন্দা দাফন (বছর অজানা)
  199. সুখের আগুন (বছর অজানা)
  200. সন্ত্রাসী নায়ক (বছর অজানা)
  201. টাইম নাই (বছর অজানা)
  202. সাইক্লোন (বছর অজানা)
  203. খালাস (বছর অজানা)
  204. বাবা কেন আসামী (বছর অজানা)
  205. ফেরারি আসামী (বছর অজানা)
  206. হিরো নাম্বার ওয়ান (বছর অজানা)
  207. বস্তির শাহেনশাহ (বছর অজানা)
  208. তছনছ (বছর অজানা)
  209. প্রেমিক ডাকাত (বছর অজানা)
  210. এলাকার বাদশা (বছর অজানা)
  211. ওরা সোলজার (বছর অজানা)
  212. দুশমনের দুশমন (বছর অজানা)
  213. কাটা লাশ (বছর অজানা)
  214. রাঙা মাস্তান (বছর অজানা)
  215. প্রেমিকা ছিনতাই (বছর অজানা)
  216. শীর্ষ সন্ত্রাসী (বছর অজানা)
  217. উত্তর দক্ষিণ (বছর অজানা)
  218. মহাতাণ্ডব (বছর অজানা)
  219. নেশা (বছর অজানা)
  220. কালা দুনিয়া (বছর অজানা)
  221. জিদ্দি সন্তান (বছর অজানা)
  222. অন্যায়ের প্রতিশোধ (বছর অজানা)

পরিচালনাসম্পাদনা

  1. মায়ের জন্য যুদ্ধ (২০০১)
  2. বিচ্ছু বাহিনী (২০০১)
  3. প্রবেশ নিষেধ
  4. বাঘে বাঘে লড়াই (২০০৩)
  5. অন্ধকারে চিতা (২০০৩)
  6. খুনের পরিণাম (২০০৩)
  7. টর্নেডো কামাল (২০০৪)
  8. বিষাক্ত চোখ (২০০৫)
  9. সিটি রংবাজ (২০০৬)
  10. চারিদিকে অন্ধকার (২০০৭)
  11. রক্ত পিপাসা (২০০৭)

রুবেল-খোকন জুটির চলচ্চিত্রসম্পাদনা

  1. লড়াকু (১৯৮৬)
  2. বীরপুরুষ (১৯৮৮)
  3. বজ্রমুষ্ঠি (১৯৮৯)
  4. উদ্ধার (১৯৮৯)
  5. বিপ্লব (১৯৯০)
  6. অকর্মা (১৯৯০)
  7. সন্ত্রাস (১৯৯১)
  8. বিষদাঁত (১৯৯১)
  9. দিন মজুর (১৯৯১)
  10. টপ রংবাজ (১৯৯১)
  11. উত্থান পতন (১৯৯২)
  12. শত্রু ভয়ংকর (১৯৯২)
  13. সতর্ক শয়তান (১৯৯৩)
  14. অপহরণ (১৯৯৩)
  15. দুঃসাহস (১৯৯৪)
  16. ঘাতক (১৯৯৪)
  17. বিশ্বপ্রেমিক (১৯৯৫)
  18. গৃহযুদ্ধ (১৯৯৬)
  19. রাক্ষস (১৯৯৬)
  20. লম্পট (১৯৯৬)
  21. চারিদিকে শত্রু (১৯৯৭)
  22. নর পিশাচ (১৯৯৭)
  23. ভণ্ড (১৯৯৮)
  24. পাগলা ঘণ্টা (২০০০)
  25. যোদ্ধা (২০০০)
  26. মুখোশধারী (২০০২)
  27. চাই ক্ষমতা (২০০৩)

প্রযোজক ও পরিচালকসম্পাদনা

৯০ দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনায় নামেন।১৯৯৯সালে রুবেল প্রযোজিত প্রথম ছবি 'বাঘের থাবা" মুক্তি পায়।সেই ছবিতে প্রথম মোসুমী,চম্পা,মুনমুনকে কাষ্ট করেন। ছবিটি ব্যবসা সফল হয়।পরের ছবি রুবেল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মায়ের জন্য যুদ্ধ’। এটি ২০০১ সালে মুক্তি পায়। তার প্রযোজিত ও পরিচালিত ছবি বিচ্ছু বাহিনী, একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ২০০১ সালে এবং বছরের সেরা ছবি হিসাবে বিবেচিত হয়। ৯০ দশকের পর থেকে ২০০১ সালের আগ পর্যন্ত যত ছবি রিলিজ হয় ২/৩টি ছবি ব্যতীত এই ছবির রেকর্ড ভংগ করেনী। সুপার বাম্পার হিট ব্যবসা লাভ করে। নায়ক রুবেল " বাচসাস এওয়ার্ড লাভ করেন ওই ছবির় জন্য। পরবর্তিতে তিনি প্রবেশ নিষেধ,অন্ধকারে চিতা,খুনের পরিনাম, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, বিষাক্ত চোখ, রক্ত পিপাসা, সিটি রংবাজ, চারিদিকে অন্ধকার। সব কটি ছবিই সুপার হিট ব্যবসা করে।তিনি এ পর্যন্ত ১৭ টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

পুরস্কারসম্পাদনা

লাক্স আনন্দ ধারা পুরস্কার পেয়েছেন ৯৮ সালে। ও বাচসাস পুরস্কার পেয়েছেন যথাক্রমে যুদ্ধা (২০০০) এবং বিচ্ছু বাহিনী (২০০১) চলচ্চিত্রের জন্য। এছাড়া সমগ্র অবদানের জন্য বিশেষ সম্মাননা পান ২০১৫ সালে। যা তিনি নেননি এবং শিল্পী সমিতি প্রদত্ত বিশেষ সম্মাননা ২০১৭ পান[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বাবা-ছেলের বন্ধুত্ব : নায়ক রুবেল ও ছেলে নিলয়"কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬ 
  2. "সিনেমার খবর নেই, সমিতি নিয়ে মাতামাতি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  3. "রুবেলের সংসার জীবন" 
  4. "ঢাকাই সিনেমার কুংফু কিং চিত্রনায়ক রুবেলের জন্মদিন আজ"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা