রুবেল

বাংলাদেশী অভিনেতা

মাসুম পারভেজ রুবেল (জন্ম: ৩ মে ১৯৬০)[১] হলেন একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, লড়াকু পরিচালক, প্রযোজক ও পরিচালক।[২] তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি।[৩] বাংলাদেশ চলচ্চিত্রে তিনি মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত। তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড[৪][৫][৬][৭]

রুবেল
জন্ম
মাসুম পারভেজ রুবেল

(1960-05-03) ৩ মে ১৯৬০ (বয়স ৬৪)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
চলচ্চিত্র পরিচালক
চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯৮৬ – বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
লড়াকু, বীর পুরুষ, বিপ্লব, আমিই শাহেনশাহ, ভণ্ড, রুবেল আমার নাম, মহাগুরু, বিচ্চুবাহিনী, আগুন আমার নাম, ছোট বোন।
শৈলীমার্শাল, অ্যাকশন, ড্রামা।
উচ্চতা৫ ফু ৫ ইঞ্চি (১.৬৫ মি)
দাম্পত্য সঙ্গীসুলতানা পারভেজ নীলা
সন্তাননিলয় পারভেজ
পিতা-মাতাআঃ মালেক ও দিলোয়ারা
আত্মীয়সোহেল রানা (ভাই)
তানিয়া আহমেদ (ভাগ্নী)
পুরস্কারবাচসাস (২০০০/২০০১)

প্রাথমিক জীবন

সম্পাদনা

রুবেল ১৯৬০ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। রুবেল ২২ বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা’র প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। রুবেল ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক যার ছবিতে থাকতো নিত্য নতুন মারপিটের কৌশল।

চলচ্চিত্র জীবন

সম্পাদনা

রুবেল বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে বেশি পরিচিত। এছাড়া লড়াকু নায়ক, বাংলার ব্রুসলী, সুপারষ্টার, মেগাস্টার নামেও পরিচিত।তিনি ২৪ বছর বয়সে ১৯৮৬ সালে "লড়াকু" চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। এই ছবি পরিচালনা করেন শহীদুল ইসলাম খোকন। এছাড়াও তিনি সামাজিক, রোমান্টিক, কমেডি ঘরানার ছবিও করছেন। পরবর্তীতে খোকনের সাথে জুটি বেঁধে ২৭টি ছবিতে অভিনয় করেছেন। ব্যতিক্রমী ভাবনার সব ছবি উপহার দিয়েছেন তারা দুজন। তাদের সব ছবিই পেয়েছে আকাশচুম্বী ব্যবসায়িক সাফল্য। তাদের দুজনের কাজের মধ্যে প্রায় সবগুলো ছবিই টানা হাউজফুলের রেকর্ড আছে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাই ক্ষমতা’ রুবেল আর খোকন জুটির শেষ ছবি। নায়ক রুবেল অভিনীত কোন ছবিই প্রায় দেড় যুগের বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়নি।এমনকি রুবেল অভিনীত প্রথম টানা ১০টি মুক্তিপ্রাপ্ত ছবিই ছিলো বাম্পারহিট এবং সুপার হিট। রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন। তার সবগুলো ছবিতেই ‘দ্যা একশন ওয়ারিয়রস’ নামে একটি নিজস্ব ফাইটিং গ্রুপ ছিলো।

পারিবারিক জীবন

সম্পাদনা

রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে নীলয় পারভেজ নীলয়। তার জন্ম ১৯৮৬ সালের ২৫ মার্চ।[৮]

অভিনীত চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
ক্রম নং চলচ্চিত্রের নাম পরিচালক বছর
০১ লড়াকু শহীদুল ইসলাম খোকন ১৯৮৬
০২ গোলমাল অজানা
০৩ বীর পুরুষ শহীদুল ইসলাম খোকন ১৯৮৮
০৪ মারকশা মাসুদ পারভেজ ১৯৮৯
০৫ আমি শাহেনশাহ আবুল খায়ের বুলবুল
০৬ বীর বিক্রম আহমেদ সাত্তার
০৭ বজ্রমুষ্ঠি শহিদুল ইসলাম খোকন
০৮ উদ্ধার শহিদুল ইসলাম খোকন
০৯ অধিনায়ক জিয়া উদ্দীন মাসুদ
১০ বিপ্লব শহীদুল ইসলাম খোকন ১৯৯০
১১ অর্জন শিবলি সাদিক
১২ বজ্রপাত আহমেদ সাত্তার
১৩ হুংকার আবুল খায়ের বুলবুল
১৪ অকর্মা শহীদুল ইসলাম খোকন
১৫ বীরযোদ্ধা আহমেদ সাত্তার
১৬ ওমর আকবর ফজল আহমেদ বেনজির
১৭ জ্বলন্ত আগুন কমল সরকার ১৯৯১
১৮ লাওয়ারিশ আকবর কবির পিন্টু
১৯ দেশ দুশমন আহমেদ সাত্তার
২০ সন্ত্রাস শহীদুল ইসলাম খোকন
২১ বিষদাঁত শহীদুল ইসলাম খোকন
২২ দিন মজুর শহীদুল ইসলাম খোকন
২৩ লিনজা রানা নাসের
২৪ রুবেল আমার নাম আহমেদ সাত্তার
২৫ শেষ আঘাত আবুল খায়ের বুলবুল
২৬ টপ রংবাজ শহীদুল ইসলাম খোকন
২৭ মা মাটি দেশ শিবলি সাদিক ১৯৯২
২৮ লৌহ মানব নূর মোহাম্মদ মনি
২৯ লড়াই ফজলে হক
৩০ আজাদ এম এ মালেক
৩১ গোলামির জিন্জির আহমেদ সাত্তার
৩২ সুখের আগুন কমল সরকার
৩৩ উত্থান পতন শহীদুল ইসলাম খোকন
৩৪ ইনকিলাব স্বপন চৌধুরী
৩৫ শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার
৩৬ মায়ের কান্না আবুল খায়ের বুলবুল
৩৭ সম্পর্ক ফজলে হক
৩৮ চোখের পানি মাসুদ পারভেজ
৩৯ শত্রু ভয়ঙ্কর শহীদুল ইসলাম খোকন ১৯৯৩
৪০ বিক্রম আল মাসুদ
৪১ মালামাল কামরুজ্জামান
৪২ আন এম. এ. মালেক
৪৩ সতর্ক শয়তান শহীদুল ইসলাম খোকন
৪৪ রক্ত নিশান সিদ্দিক জামাল নান্টু
৪৫ মহাগুরু এ. জে. রানা
৪৬ মিন্টু সম্রাট এ. জে. রানা
৪৭ অপহরণ শহীদুল ইসলাম খোকন
৪৮ মহাশত্রু রানা নাসের
৪৯ বন্ধু বেঈমান স্বপন চৌধুরী ১৯৯৪
৫০ ঘরের শত্রু মাসুদ পারভেজ
৫১ মৃত্যুদণ্ড এ. জে. রানা
৫২ দুঃসাহস শহীদুল ইসলাম খোকন
৫৩ অন্যায় অত্যাচার রানা নাসের
৫৪ ট্রাক ড্রাইভার জিয়াউদ্দিন আহমেদ
৫৫ ডন এ. জে. রানা
৫৬ বেয়াদব কবীর আনোয়ার
৫৭ ঘাতক শহীদুল ইসলাম খোকন
৫৮ আখেরি রাস্তা সোহানুর রহমান সোহান
৫৯ ঘৃণা মালেক আফসারী
৬০ মীরজাফর আবুল খায়ের বুলবুল
৬১ শত্রু ঘায়েল স্বপন চৌধুরী ১৯৯৫
৬২ ক্ষমতার লড়াই নূর মোহাম্মদ মনি
৬৩ ভাংচুর সিদ্দিক জামাল নান্টু
৬৪ অগ্নি সন্তান আবুল খায়ের বুলবুল
৬৫ বিশ্বপ্রেমিক শহীদুল ইসলাম খোকন
৬৬ দুর্নীতিবাজ এম. এ. মালেক
৬৭ দমকা আব্দুল্লাহ আল মামুন
৬৮ গৃহযুদ্ধ শহীদুল ইসলাম খোকন ১৯৯৬
৬৯ স্বজন সোহানুর রহমান সোহান
৭০ আজকের হিটলার এ. জে. রানা
৭১ বিদ্রোহী কন্যা সোহানুর রহমান সোহান
৭২ রাক্ষস শহীদুল ইসলাম খোকন
৭৩ মিথ্যার রাজা কমল সরকার
৭৪ সন্ত্রাসী নায়ক এ. জে. রানা
৭৫ প্রেমিক রংবাজ ওস্তাদ জাহাঙ্গীর আলম
৭৬ লম্পট শহীদুল ইসলাম খোকন
৭৭ দেশ দেশান্তর স্বপন চৌধুরী
৭৮ গোলা বারুদ জিয়াউদ্দিন মাসুদ
৭৯ গোয়েন্দা কমল সরকার
৮০ পলাতক আসামী গাজী জাহাঙ্গীর
৮১ জজ সাহেব শামসুদ্দিন টগর ১৯৯৭
৮২ মৃত্যুর সাথে পাণ্জা মারুফ হোসেন
৮৩ নীল সাগরের তীরে দেলোয়ার জাহান ঝন্টু
৮৪ মূর্খ মানব এ. জে. রানা
৮৫ চারিদিকে শত্রু শহীদুল ইসলাম খোকন
৮৬ উত্তর দক্ষিণ আল মাসুদ
৮৭ বেঈমানির শাস্তি কমল সরকার
৮৮ আত্মপ্রকাশ সেলিম আজম
৮৯ নরপিশাচ শহীদুল ইসলাম খোকন
৯০ জীবন মানেই যুদ্ধ মোস্তাফিজুর রহমান বাবু
৯১ মানুষ এ. জে. রানা
৯২ ক্ষমা নেই আবুল খায়ের বুলবুল
৯৩ উল্কা গাজী মাজহারুল আনোয়ার ১৯৯৮
৯৪ শত্রু সাবধান মাসুদ পারভেজ
৯৫ ভন্ড শহিদুল ইসলাম খোকন
৯৬ মুক্তি চাই মোহাম্মদ হোসেন
৯৭ কালো চশমা এনায়েত করিম
৯৮ বিপদ সংকেত কমল সরকার
৯৯ অন্ধ আইন এস. এম. বাবুল
১০০ গরিবের বিচার নাই তোজাম্মেল হক বকুল
১০১ পরাধীন গাজী মাজহারুল আনোয়ার
১০২ সুখের আশায় মতিন রহমান
১০৩ নেশা সাইদুর রহমান সাঈদ
১০৪ গরিবের সম্মান গাজী জাহাঙ্গীর
১০৫ রাজার ভাই বাদশা সিদ্দিক জামাল নান্টু ১৯৯৯
১০৬ রবি মাস্তান শাহাদাৎ হোসেন লিটন
১০৭ কুংফু নায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম
১০৮ সেয়ানা পাগল এ. জে. রানা
১০৯ হারামখোর এম. এ. মালেক
১১০ জননেতা এনায়েত করিম
১১১ পাগলা ঘণ্টা শহীদুল ইসলাম খোকন
১১২ বাঘের থাবা মাসুদ পারভেজ
১১৩ দুর্দান্ত দাপট আবিদ হাসান বাদল
১১৪ মাস্তানের দাপট গাজী জাহাঙ্গীর
১১৫ রাগী গাজী মাজহারুল আনোয়ার
১১৬ জিদ্দি সন্তান জিল্লুর রহমান ময়না ২০০০
১১৭ বাবা কেন আসামী এম. এ. আউয়াল
১১৮ হিংস্র থাবা মোস্তাফিজুর রহমান বাবু
১১৯ বস্তির শাহেনশাহ এনায়েত করিম
১২০ দুই চোর সৈয়দ মুখলেছুর রহমান
১২১ সাইক্লোন এ. জে. রানা
১২২ খাইছি তোরে মাসুদ পারভেজ
১২৩ যোদ্ধা শহীদুল ইসলাম খোকন
১২৪ প্রেমিক ডাকাত ডি এইচ বাদল খান
১২৫ ওরা সোলজার আর এ খান
১২৬ জিন্দা দাফন গাজী জাহাঙ্গীর
১২৭ চুরমার ইফতেখার জাহান
১২৮ অসভ্য মানুষ ডি এইচ খান বাদল
১২৯ কাটা রাইফেল পি. এ. কাজল
১৩০ কঠিন শাস্তি শাহাদাৎ হোসেন লিটন ২০০১
১৩১ ভয়ঙ্কর সন্ত্রাসী মনতাজুর রহমান আকবর
১৩২ মায়ের জন্য যুদ্ধ মাসুম পারভেজ রুবেল
১৩৩ টাইম নাই রায়হান মুজিব
১৩৪ শিকারী ইস্পাহানি আরিফ জাহান
১৩৫ কাটালাশ বাদশা ভাই
১৩৬ বিচ্ছু বাহিনী মাসুম পারভেজ রুবেল
১৩৭ হিরো নাম্বার ওয়ান আহমেদ আলী মণ্ডল
১৩৮ মুখোশধারী শহীদুল ইসলাম খোকন ২০০২
১৩৯ বিল্লু মাস্তান কমল সরকার
১৪০ আর্তনাদ গাজী মাজহারুল আনোয়ার
১৪১ প্রবেশ নিষেধ মাসুম পারভেজ রুবেল
১৪২ মহাতান্ডব ছটকু আহমদ
১৪৩ তছনছ রকিবুল আলম রকিব
১৪৪ রক্ত গরম আহমেদ আলী মন্ডল ২০০৩
১৪৫ চাই ক্ষমতা শহীদুল ইসলাম খোকন
১৪৬ অন্ধকারে চিতা মাসুম পারভেজ রুবেল
১৪৭ চরম শিক্ষা কালাম কায়সার
১৪৮ ধর মাস্তান স্বপন চৌধুরী
১৪৯ খুনের পরিনাম মাসুম পারভেজ রুবেল
১৫০ গেরিলা বাহিনী আজাদ খান
১৫১ মানিক বাদশা এম. এ. আওয়াল
১৫২ খালাস শাহীন-সুমন
১৫৩ মরন আঘাত কালাম কায়সার
১৫৪ বাঘে বাঘে লড়াই মাসুম পারভেজ রুবেল
১৫৫ গডফাদার শাহীন-সুমন
১৫৬ ডেঞ্জার হিরো আহমদ আলী মন্ডল ২০০৪
১৫৭ ডেঞ্জার মিশন আজাদ খান
১৫৮ দুর্নীতি দমন কালাম কায়সার
১৫৯ আগুন আমার নাম স্বপন চৌধুরী
১৬০ প্রেমিকা ছিনতাই ফিরোজ খান প্রিন্স
১৬১ টর্নেডো কামাল মাসুম পারভেজ রুবেল
১৬২ ব্যারিকেড আর এন খান ২০০৫
১৬৩ দোজখ দেওয়ান নজরুল
১৬৪ তল্লাশি কালাম কায়সার
১৬৫ কাউণ্টার এটাক সামসুল আলম
১৬৬ অশান্ত বাদশা গাজী মাহবুব
১৬৭ রাঙা মাস্তান বাদশা ভাই
১৬৮ অবৈধ অস্ত্র রাজু চৌধুরী
১৬৯ কয়লা পল্লী মালেক
১৭০ বিষাক্ত চোখ মাসুম পারভেজ রুবেল
১৭১ সদর ঘাটের কুলি রকিবুল আলম রকিব
১৭২ এলাকার বাদশা এস এম বাবুল
১৭৩ বাংলার বাঘ আহমেদ নাসের
১৭৪ কাঙ্গালী রাজা নাদিম মাহমুদ
১৭৫ ঢাকার সম্রাট আহমদ আলী মন্ডল
১৭৬ মুখোশ জেড আর সিদ্দিকি
১৭৭ ফেরারী আসামী এম. এ. আওয়াল
১৭৮ ভয়ংকর রাজা মনতাজুর রহমান আকবর
১৭৯ কালা দুনিয়া ওয়াকিল আহমদ
১৮০ ধান্দা শাহীন-সুমন
১৮১ পাগলা মাস্তান আজাদ খান ২০০৬
১৮২ একশ কোটি টাকা মোহাম্মদ হোসেন জেমী
১৮৩ দুশমনের দুশমন সামসুল আলম
১৮৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মাজেদুর রহমান সানু
১৮৫ জবাব দে আবুল খায়ের বুলবুল
১৮৬ বাদশা গুন্ডা নাদিম মাহমুদ
১৮৭ ডালভাত নাদিম মাহমুদ
১৮৮ আজকের গরম খবর কামাল কায়সার
১৮৯ সিটি রংবাজ মাসুম পারভেজ রুবেল
১৯০ চ্যালেঞ্জের মুখে এস. আলম. সাকী ২০০৭
১৯১ দাঙ্গা দমন রকিবুল আলম রকিব
১৯২ জজের রায়ে ফাঁসি আবু সুফিয়ান
১৯৩ খেসারত পল্লী মালেক
১৯৪ দুর্ধর্ষ দুর্জয় এ. জে. রানা
১৯৫ মাস্তান সম্রাট বোরহান উদ্দিন রনি
১৯৬ ঘুম হারাম রাজু চৌধুরী
১৯৭ ময়দান পল্লী মালেক
১৯৮ রক্ত পিপাসা মাসুম পারভেজ রুবেল
১৯৯ চারিদিকে অন্ধকার মাসুম পারভেজ রুবেল
২০০ ভাইয়া নাম্বার ওয়ান ইকবাল হোসেন হারুন ২০০৮
২০১ ছোট বোন সুজাউর রহমান সুজা
২০২ বড় ভাই জিন্দাবাদ সাফি ইকবাল
২০৩ ফুটপাতের শাহেনশাহ এস. আলম. সাকী ২০০৯
২০৪ রিটার্ন টিকেট মাসুদ পারভেজ
২০৫ আদরের ছোট ভাই সুলতান বাদল
২০৬ জমিদার শাহীন-সুমন
২০৭ রাজপথের বাদশা এম. এ. আউয়াল ২০১১
২০৮ এক নম্বর আসামী রাজু চৌধুরী ২০১৪
২০৯ খেলা দিদার খান
২১০ পাগলা দিওয়ানা ওয়াজেদ আলী সুমন ২০১৫
২১১ ওয়ার্নিং সাফি উদ্দিন সাফি
২১২ ব্ল্যাকমানি সাফি উদ্দিন সাফি
২১৩ পৃথিবীর নিয়তি শেখ শামীম ২০১৬
২১৪ গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ মোস্তাফিজুর রহমান বাবু ২০১৯
২১৫ তুষের আগুন এম এ আউয়াল পিন্টু মুক্তি পায়নি

প্রযোজক ও পরিচালক

সম্পাদনা

৯০ দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনায় নামেন। ১৯৯৯ সালে রুবেল প্রযোজিত প্রথম ছবি বাঘের থাবা মুক্তি পায়। সেই ছবিতে প্রথম মৌসুমী, চম্পা, মুনমুনকে কাষ্ট করেন। ছবিটি ব্যবসায়িক ভাবে সফল হয়। পরের ছবি রুবেল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মায়ের জন্য যুদ্ধ’। এটি ২০০১ সালে মুক্তি পায়। তার প্রযোজিত ও পরিচালিত ছবি বিচ্ছু বাহিনী, একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ২০০১ সালে এবং বছরের সেরা ছবি হিসাবে বিবেচিত হয়। তিনি এ পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

পুরস্কার

সম্পাদনা

লাক্স আনন্দ ধারা পুরস্কার পেয়েছেন ১৯৯৮ সালে। বাচসাস পুরস্কার পেয়েছেন যথাক্রমে যুদ্ধা (২০০০) এবং বিচ্ছু বাহিনী (২০০১) চলচ্চিত্রের জন্য। এছাড়া সমগ্র অবদানের জন্য বিশেষ সম্মাননা পান ২০১৫ সালে। যা তিনি নেননি এবং শিল্পী সমিতি প্রদত্ত বিশেষ সম্মাননা ২০১৭ পান।[৯]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাবা-ছেলের বন্ধুত্ব : নায়ক রুবেল ও ছেলে নিলয়"কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬ 
  2. বাংলা চলচ্চিত্রের ‘অ্যাকশন কিং’ রুবেলThe Daily Star Bangla। ২০২১-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩ 
  3. "সিনেমার খবর নেই, সমিতি নিয়ে মাতামাতি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  4. "[WATCH NOW] Rubel returns with bigger, tougher looks!"The Daily Star। ৫ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  5. "Evergreen Zoom Bangladesh Foundation organises an event for children"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  6. "After 40 years, Bangladesh lifts ban on Bollywood films"NDTV.com। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  7. "Bithi Sarkar signs for four new films"The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  8. "রুবেলের সংসার জীবন"। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭ 
  9. "ঢাকাই সিনেমার কুংফু কিং চিত্রনায়ক রুবেলের জন্মদিন আজ"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা