লুৎফর রহমান জর্জ
লুৎফুর রহমান জর্জ (জন্ম: ১ জুলাই ১৯৬৩) একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক কোথাও কেউ নেই - এ অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।[১] এছাড়াও তিনি আগুনের পরশমণি এবং আয়নবাজির মতো ছবিতে কাজ করেছেন। [২] বর্তমানে তিনি অভিনয় শিল্পী সংঘ তথা অ্যাক্টর্স ইক্যুইটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক।[৩]
লুৎফর রহমান জর্জ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনয় |
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম |
কর্মজীবনসম্পাদনা
লুৎফুর রহমান ১৯৮৫ সালে থিয়েটারে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি নামী সংস্থা নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে কাজ করেছিলেন। তিনি হুমায়ূন আহমেদের বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক কোথাও কেউ নেই -এ মজনুর ভূমিকায় অভিনয় করে টিভি নাটকে পদার্পণ করেন। তারপর তিনি হুমায়ূন আহমেদেরই পরিচালিত আগুনের পরশমণি (১৯৯৪) ও পোকামকড়ের ঘরবসতি (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি প্রাত ১৪ বছর অভিনয় থেকে দূরে থেকে ব্যবসায় মনোযোগ দেন। তারপর তার হার্ট অ্যাটাক হলে সুস্থ হওয়ার পর আবার তিনি অভিনয়ে ফিরে আসেন।[৪] মোস্তফা সরয়ার ফারুকীর টিভি নাটক ৪২০ -এ তার ভূমিকাও প্রশংসিত হয়েছিল।[২][৫] এছাড়া তিনি বেশকিছু চলচ্চিত্র, টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।
চলচ্চিত্র তালিকাসম্পাদনা
- আগুনের পরশমণি (১৯৯৪)
- পোকামাকড়ের ঘরবসতি (১৯৯৬)[৪]
- বেইলি রোড (২০১১)
- মৃত্তিকা মায়া (২০১৩)
- আয়নাবাজি (২০১৬)[৪]
- গহীন বালুচর (২০১৭)
- ভয়ংকর সুন্দর (২০১৭)
- কালের পুতুল (২০১8)[৬]
- ইতি তোমারই ঢাকা (২০১৯)
- ইন্দুবালা (২০১৯)
- হডসনের বন্দুক (২০২২)
- রেডিও (২০২২)
টিভি নাটক ও টেলিফিল্মসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বদির বিদায়ে কাঁদছেন মজনু"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ ক খ "Lutfur Rahman George opens up about television, films and more"। The Daily Star। ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "মধ্যমণি অভিনেতা জর্জ"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ ক খ গ "'সুস্থ থাকার জন্য অভিনয় করি'"। চ্যানেল আই অনলাইন। ২০১৭-০২-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "ফারুকীর '৪২০' আবারও টিভিতে"। The Business Standard। ২০২০-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "দৈনিক জনকন্ঠ || হাসপাতালে লুৎফর রহমান জর্জ"। দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "'কোথাও কেউ নেই', 'বহুব্রীহি' এখনও জীবন্ত: নুহাশ"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "চ্যানেল আইয়ে চলছে ফারুকীর '৪২০'"। চ্যানেল আই অনলাইন। ২০২০-১০-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "'দিনশেষে দর্শক পারিবারিক ড্রামাগুলোই মনে রাখে'"। চ্যানেল আই অনলাইন। ২০২০-১২-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "বিজয় দিবসের নাটক 'আত্মজ'"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "'কাল নিতুর বিয়ে'"। Sarabangla.net। ২০২০-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "টেলিফিল্ম 'বুকের বাঁ পাশে'"। sarabangla.ne। ২০২১-০২-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "বেকারত্বকে 'সৌরভ' হিসেবে দেখছেন শাওন!"। এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ১০, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০২১।