কালবেলা (চলচ্চিত্র)
চলচ্চিত্র
কালবেলা (English: Kalbela) চলচ্চিত্রটি ২০০৯ সালে পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় তৈরী হয়। এই চলচ্চিত্রে মূখ্য ভূমিকা গুলিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলী দাম, সন্তু মুখোপাধ্যায়, সুনীল মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সমরেশ মজুমদার-এর কালবেলা উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রটি বানানো হয়েছে।
কালবেলা | |
---|---|
![]() কালবেলা ছবির পোস্টার | |
পরিচালক | গৌতম ঘোষ |
প্রযোজক | দূরদর্শন প্রসার ভারতী |
রচয়িতা | সমরেশ মজুমদার |
শ্রেষ্ঠাংশে | পরমব্রত চট্টোপাধ্যায় পাওলী দাম সন্তু মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় |
সুরকার | গৌতম ঘোষ |
চিত্রগ্রাহক | বিজয় আনন্দ গৌতম ঘোষ |
সম্পাদক | শুভ্র রায় |
পরিবেশক | NFDC/ ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন |
মুক্তি | ১৬ জানুয়ারী, ২০০৯ |
দৈর্ঘ্য | ১৭৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
তথ্যসূত্রসম্পাদনা
চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |