গৌতম ঘোষ
চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক, সঙ্গীত পরিচালক, সিনেমাটোগ্রাফার
গৌতম ঘোষ (জস্ম: ১৯৫০) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক । গৌতম ঘোষের জন্ম বাংলাদেশের ফরিদপুরে।
গৌতম ঘোষ | |
---|---|
জন্ম | ১৯৫০ |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | চলচ্চিত্র পরিচালক |
পুরস্কার | বঙ্গবিভূষণ (২০১২) |
জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা
কর্মজীবনসম্পাদনা
গৌতম ঘোষ তার কর্মজীবন শুরু করেন ডকুমেন্টারী দিয়ে। তার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
পরিচালিত ছবির তালিকাসম্পাদনা
- মাভূমি (১৯৭৯), তেলেগু ভাষায়
- দখল (১৯৮১)
- পাড় (১৯৮৪)
- অন্তর্জালী যাত্রা (১৯৮৭)
- পদ্মানদীর মাঝি (১৯৯২)
- পতঙ্গ (১৯৯৩)
- Gudia (১৯৯৭)
- আবার অরণ্যে ( ২০০৩)
- যাত্রা (২০০৬)
- কালবেলা (২০০৯
- মনের মানুষ (২০১০)
- শঙ্খচিল(২০১৫)
অভিনীত চলচ্চিত্রসম্পাদনা
- বাইশে শ্রাবণ (২০১১)
- চতুষ্কোণ (২০১৪)
- একলা আকাশ (২০১২)
হাংরি আন্দোলনসম্পাদনা
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাইশে শ্রাবণ ফিল্মে গৌতম ঘোষ একজন হাংরি আন্দোলনকারী কবির চরিত্রে অভিনয় করেছেন। বস্তুত এই প্রথম বাংলা সিনেমায় পরীক্ষা-নিরীক্ষামূলক সাহিত্যকে স্থান দেয়া হল।
পুরস্কারসম্পাদনা
- বঙ্গবিভূষণ (২০১২)
তথ্যসূত্রসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |